![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D
আমার সকল #ফটোগ্রাফার বন্ধুরা; সাবধান! সাবধান!! সাবধান!!!
আজ আমার সাথে যা হল কাল আপনার সাথেও তা হতে পারে; পোস্টটি পড়ুন এবং সচেতন হন।
ঘটনাটি সংক্ষেপে বলি,
আজ দুপুরে রাস্তায় রাস্তায় ছবি তুলছিলাম; মগবাজার রেল লাইনের পাশের একটা ঘিঞ্জি বস্তির মতন এলাকায় দেখে সেখানে ঢুকলাম। আশেপাশের মানুষ গুলো কেমন যেন চোখ করে আমাকে দেখছে; সম্ভবত গলায় ঝুলানো ক্যামেরাটার কারনে।
বস্তির আরও ভেতরে ঢুকলাম; আমাকে দেখে সবাই থুতু ফেলছে।
কি আশ্চর্য !!! আমি আবার কি করলাম???
২-৩ টা বাচ্চাকে খেলতে দেখে সেদিকে এগিয়ে গেলাম; আমাকে দেখেই বাচ্চা গুলো দৌড়ে পালালো; আশ্চর্য তো!!! সবাই এমন করছে ক্যানো???
মন খারাপ করে বাসায় ফিরে যাব চিন্তা করে ক্যামেরা ব্যাগে ঢুঁকালাম; ঠিক তখন এক লোক এগিয়ে এলো। আমাকে প্রশ্ন করলো "ছবি তুলবেন??? আমার সাথে আসেন; পোলাপাইনের বাঁদরামির ছবি তুইলে নেন; আসেন আমার সাথে"।
কি করবো চিন্তা করতে করতেই তার পেছন পেছন গেলাম। একটু চিপা মতন জায়গায় আসতেই আসে পাশের থেকে ৩-৪ জন যুবক আমাকে শক্ত করে চেপে ধরে একটা ঘরে ঢুকিয়ে দিলো। তারা আমার ক্যামেরা কেড়ে নিলো।
কিছু বোঝার আগেই ৩ জনে মিলে আমাকে চেপে ধরে আমার শার্ট-প্যান্ট-আন্ডার ওয়ার সব খুলে আমাকে উলঙ্গ করে ফেললো। এর পর তাদের মধ্যে যে লোক প্রথম আমাকে আসতে বলেছিল সে তার নিজের শার্ট লুঙ্গি খুলে ফেললো!!!
আমি তখন অবাকের চাইতে আতংকিত বেশী।
তার পরের কথাতেই তাদের আমার সাথে এই আচরনের কারন বুঝে গেলাম।
"আমার পোলারে ৩০০ টাকার লোভ দেখাইয়া তোরা সাংবাদিকেরা গোয়া মাইরা সেই ভিডিও বিদেশে বেচ্ছস; আজকে তোরে গোয়া মাইরা সেই ভিডিও বানাইয়া সারা দুনিয়ায় ছড়াইয়া দিমু"।
এইবার বুঝলাম এই লোকের ছেলেও টিপু ভাইয়ের ১০০-৪০০র শিকার; কিন্তু এখন আমি নিজের পাছার ভার্জিনিটি বাঁচাবো কিভাবে??? এরা তো এখন আমার কোন কথাই শুনবে না।
২ জন এসে আমাকে চেপে ধরে উল্টিয়ে দিলো; এবার মনেহয় আক্রমন শুরু হবে।
আমি ভয়ে চোখ খুলে ফেললাম; ঘামিয়ে বিছানা বালিশ ভিজিয়ে ফেলেছি।
এতক্ষন তবে স্বপ্ন দেখছিলাম!!!
কিন্তু এই স্বপ্ন যে কোনোদিন বাস্তব হবেনা তার নিশ্চয়তা কি???
এক টিপু কিবরিয়া আমাদের সকল ফটোগ্রাফার-সাংবাদিকদের মান ইজ্জত সকল পথশিশুর পরিবারের কাছে ধুলোয় মিশিয়ে দিলো। সে সব পথশিশুর পরিবার যদি এখন আসলেই ক্যামেরা দেখলেই চিপায় নিয়ে যাওয়া শুরু করে তবে সেটা কি খুব অন্যায় হবে???
টিপু ভাইয়ের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই; তার মার্ক ২ আর ১০০-৪০০ বেইচ্চা পথশিশুদের ঈদের জামা কিনে দেয়ার দাবী জানাই।
কে কে আমার পক্ষে আছেন???
_________________________________________________________________________________________
ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮
এম এস নিলয় বলেছেন: কথা সত্য
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: নিলয় দা, ফেসবুকে আগেই পড়েছি।
পুরোপুরি সুস্থ হয়েছেন তো? অনেকদিন আপনাকে দেখি না।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২০
এম এস নিলয় বলেছেন: হুম এখন প্রায় সুস্থ তবে এখনো ঘরের বাইরে যাওয়ার মতন শক্তি আসেনাই শরীরে।
একদিন দেখা করলেই ভালো হয়। অনেকদিন মামা তোমার লগে দেখা নাই :/
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪
বাকের ভাই রিটার্ন বলেছেন: কথায় আছে না এক জন খারাপ কাজ করলে দশ জনের দোষ হয় ,তেমনি টিপুর জন্য আজ অনেকেই সাংবাদিকদের খারাপ চোখে দেখে ।