![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D
ধূমপান ছেড়ে দেয়া আসলে তেমন কঠিন কাজ না। প্রয়োজন শুধু মাইন্ড সেট আর নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা।
আজ প্রায় ২+ মাস হল আমি ধূমপান ছেড়েছি এর মাঝে অনেকবার নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে; সিগারেটের শক্তিশালী আকর্ষণ কে উপেক্ষা করার চাইতে কঠিন কাজ সম্ভবত আর ২য় টি নেই। সম্ভবত সেই সত্য বুঝতে পেরেই মার্ক টোয়েন বলেছিলেন; “সিগারেট খাওয়া ছেড়ে দেয়া খুবই সহজ কাজ; আমি নিজেই প্রায় শতাধীকবার ছেড়েছি”।
রোজার মাসটা ধূমপায়ীদের জন্য খুব কস্টকর একটা মাস; এইবারের রোজায় আমি সেই কষ্ট থেকে মুক্ত
পূর্বে যখন কাউকে সিগারেট অফার করতাম আর সে বলতো "না আমি সিগারেট খাইনা"; তখন তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাতাম। মনের অজান্তেই তার থেকে একটু দূরে গিয়ে সিগারেট ধরাতাম; সেটা আসলে সম্মান থেকেই আসতো বলে মনেহয়।
এখন আমাকে অসভ্য ছেলে-মেয়েরা সিগারেট অফার করবে আর আমি তাদের গর্বের সাথে প্রত্যাখ্যান করে বলবো; "আমি সিগারেট খাইনা"।
ভাবতেই আনন্দ হচ্ছে
এখন দেখার বিষয় আমি কতদিন এর থেকে দূরে থাকতে পারি
বন্ধুবান্ধবদের কাছে অনুরোধ; আমার সামনে ধূমপান করবি না।
ধূমপান মৃত্যুর কারন।
এর থেকে দূরে থাকুন।
সিগারেট খাওয়ার মাঝে কোন কৃতিত্ব বা সম্মান নেই; বরং না খাওয়ার মধ্যে আছে
কাউকে যখন গর্বের সাথে বলবেন; "আমি সিগারেট খাইনা" তখন এর মধ্যেকার আনন্দটা বুঝতে পারবেন যা সিগারেটের পাছায় চোষা দেয়ার চাইতে অনেক অনেক গুন আনন্দের
গ্যারান্টি :
ফেবু পোস্ট লিঙ্কঃ Click This Link
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৫
এম এস নিলয় বলেছেন: আসলেই। ক্যান যে এতদিন খাইতাম কে জানে।
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩১
মুক্তাদীর বলেছেন: Ami smoking chere deoar cesta kortesi, goto 9 tarikher por theke ar smoke korini, tar mane aj 6 din cholche....
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৩
এম এস নিলয় বলেছেন: অভ্যাসটা ধরে রাখুন
৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১০
মুক্তাদীর বলেছেন: Doa korben jeno ar continue na kori.
mobile-e bangla likhte parina, tai benglish-e lekhlam.
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭
এম এস নিলয় বলেছেন: সমস্যা নেই
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:২৭
রাজিব বলেছেন: ধূমপান ছেড়ে দিতে পারায় অভিনন্দন। সিগারেটের ধোয়া আর গন্ধ দুইই অসহ্য লাগে। প্রতিদিন খরচ আর রোগ বালাই তো একেবারেই ফ্রি।