নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু পাগলার ডায়েরী

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই।

এম এস নিলয়

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D

এম এস নিলয় › বিস্তারিত পোস্টঃ

ইসলামে নারী সম্মানের ভুগিজুগি এবং একটি গল্প

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:৫২

গল্পটি ইসলামের সবচাইতে গোপন একটি বিষয় নিয়ে; অধিকাংশ মানুষ যে বিষয়টি সম্পর্কে তেমন কোন ধারনা রাখেন না। ছোটবেলা থেকে তোতাপাখির মতন মুখস্ত বিদ্যা "একমাত্র ইসলাম দিয়েছে নারীকে সম্মান" বুলি আওড়েই তারা সন্তুষ্ট থাকতে চান। গল্প হলেও ঘটনাটি কিন্তু মোটেও অবাস্তব নয়; এই মুতা বিয়ে পাকা পোক্ত এবং সরকারী ভাবে চালু আছে ইরানে; এই কিছুদিন আগেইতো খবরে ভারতেও মুতা বিয়ের নামে নারী নির্যাতন এবং অধিকার ক্ষুণ্ণের খবর পড়েছিলাম।



লেখাটি লিখেছিলাম মূলত নেটে একটা বিশেষ খবর দেখে। "হালাল বেশ্যালয়" নামের একটা জিনিস নাকি চালু হয়েছে নেদারল্যান্ডে। যেখানে মুতা বিয়ের নামে অনৈতিক যৌনাচারকে হালাল বানানো হয়। মুতা বিয়ে নিয়ে কিছুটা লেখাপড়া করেছিলাম তখন। অবাক হয়েছিলাম খুব খুব; আমাদের ফারাবিরা কিন্তু দাবী করেন যে যুদ্ধ বন্দী বলে ইসলামে কিছু নেই কারন যুদ্ধ বন্দীদের সাথে সংগমের আগে মুতা বিয়ে করিয়ে নেয়া হত তাই যুদ্ধ বন্দী ধর্ষণের সময় তারা সাহাবী-নবীদের স্ত্রী ছিলেন। তাই তাদের যুদ্ধ বন্দী দাসী বলা যাবে না; তাদের সাহাবীদের স্ত্রী কিংবা নবীর স্ত্রী বলতে হবে। কতোটা বিকৃত মস্তিস্কের মানুষ হলে মুতা বিয়েকে সমর্থন দিতে পারে কেউ সেই চিন্তা করছি। একটি নারীর চোখের সামনে তার স্বামীকে হত্যা করা হল; তারপর নারীটিকে নিয়ে নিজেদের মাঝে লটারি হল। এর পর তার হাতে কিছু টাকা দিয়ে তার সাথে টেস্ট সেক্স করা হল। সেই রাতেই এটা করা হচ্ছে; উপরে পরিশ্রমে ঘামাতে থাকা লোকটাই কিনা তার স্বামীকে হত্যা করেছিল সেদিন দুপুরেই। টেস্ট সেক্সে ভালো লাগলে তাকে চাইলে স্থায়ী স্ত্রী হিসেবে রেখে দেয়া যাবে। এই বিষয়ে মোহাম্মদের কত্রিক সাফিয়া বিন্তে হুয়াই কে বিয়ে করার ঘটনাটা বিশেষ ভাবে মনে পড়ছে। কি আজব এই মুতা বিবাহ। কি আজব এই ইসলাম।



বিশ্বাস হচ্ছেনা যে এটা কোরআনের আইন???



আসুন দেখা যাক কোরআনে মুতা বিবাহ নিয়ে কি লেখা রয়েছে।



কোরান সূরা আন নিসা, আয়াত ৪:২৪



এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্যে নিষিদ্ধ; তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়—এটা তোমাদের জন্য আল্লাহ্‌র হুকুম। এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তাদের স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য—ব্যভিচারের জন্যে নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ্‌ হবে না। যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ্‌ সু-বিজ্ঞ, রহস্য-বিদ।






প্রশ্ন উঠতে পারে মুতা বিবাহের জন্য কি পরিমাণ অর্থ লাগতে পারে?



উত্তর পাওয়া যায় এই হাদিসে।



সহিহ্‌ মুসলিম, বই ৮ হাদিস ২৩৪৯:



জাবির বিন আবদুল্লাহ বর্ণনা করেছেন:

আমরা চুক্তি করে (মুতা) বিয়ে করতাম কয়েক মুঠো আটার বিনিময়ে। ঐ সময় আল্লাহ্‌র রসুল আমাদের মাঝে জীবিত ছিলেন। এই ব্যবস্থা চলতে থাকে আবু বকরের সময় পর্যন্ত। কিন্তু হারিসের ঘটনা শোনার পর উমর এই ধরণের বিবাহ নিষিদ্ধ করে দেন।






এই হারিসের ঘটনাটা কি সেটা অনেক খুঁজেও কোথাও পেলাম না। সে যাই হোক; কোরআন-মুহাম্মদ যেটাকে হালাল করেছেন সেটা নিষিদ্ধ করার উমর কে???

এক মুঠো আটা??? এটা যে শুধুই মজ মাস্তি করার জন্য একজন বা কিছু পুরুষ কত্রিক ধর্ম গ্রন্থে ঢুকানো হয়েছিলো সেটা বুঝতে অনেক ধর্ম জ্ঞান কিংবা পরিপূর্ণ ব্যাকরণ সহ আরবি জানার দরকার রয়েছে কি ???





বাকিটা পড়ুন এখানেঃ http://mukto-mona.com/bangla_blog/?p=42159

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনের এই ভুগিযুগি পোস্ট ৮০ জনে পড়ছে, কিন্তু একজনেও কমেন্ট করেনাই। এর কারণ হইতে পারে দুইটাঃ

- সূরা নিসার অর্থ কেউই পড়েনাই। তাই এইটা নিয়া তর্ক করার মত কোন আল্লাহ্‌র বান্দা সামুতে নাই।
- পাগল-ছাগলে অনেক কথাই বলে - সব কথার জবাব দিতে নাই বলে পাশ কাটিয়ে যাওয়া।

আমার কাছে ২য় কারণটাই অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে। সূরা নিসার যে আয়াতটা এখানে মুতা বিয়ার সাপোর্টে উল্লেখ করলেন, সেইটার এইরকম অর্থ কই পাইলেন, সেই সোর্স উল্লেখ না করাই আপনারে পাগল-ছাগল মনে করার সবচেয়ে বড় কারণ।

আমিতো ১০ মিনিট ধইরা গুগল কইরা কোনখানেই এইরকম অর্থ পাইনাই। সব জায়গাতে বিবাহ আর দেনমোহরের কথাই বলা আছে।

আর যে হাদীসের নম্বর দিলেন, তা গুগল কইরা খালি বালের ঐ মুত্রমনার লিঙ্কেই পাইলাম। আর কোন জায়গাতে এই হাদীস খুইজা পাইনাই।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

এম এস নিলয় বলেছেন: মুতা বিয়া নিয়া মুতামুতি তো তো আর আমি করিনাই; ওই হাদিস ইরানের শাঁরিয়া আইনের অংশ। আপনে জিন্দেগীতেও মুতা বিয়ার নাম শুনেন নাই কারন এইগুলা ফাঁস হইলে মাড়া খাওয়ার চান্স আছে তাই লুকাইয়া রাখা হয়। এক ভাইয়ের একটা লেখা পাইলাম; যদিও তার সাথে সব বিষয়ে একমত নই তবুও মুতা বিয়া নিয়া ভালো কিছু রেফারেন্স আছে এইখানে Click This Link

২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১

রায়হান চৌঃ বলেছেন: সত্যি বলেছেন পাগল ছাগল অনেক কথা ই বলে

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

এম এস নিলয় বলেছেন: জি ভাই; ছাগল পাগলে অনেক কথাই বলে যা পাওয়া যায় ধর্ম গ্রন্থে :)

৩| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

ডক্টর লেকটার বলেছেন: And [also prohibited to you are all] married women except those your right hands possess. [This is] the decree of Allah upon you. And lawful to you are [all others] beyond these, [provided] that you seek them [in marriage] with [gifts from] your property, desiring chastity, not unlawful sexual intercourse. So for whatever you enjoy [of marriage] from them, give them their due compensation as an obligation. And there is no blame upon you for what you mutually agree to beyond the obligation. Indeed, Allah is ever Knowing and Wise.
{সূরা আন নিসা, আয়াত ৪:২৪}



এবং

Sahih Muslim - Hadith No: 2349
Book : 5
Subject : Zakat (Kitab Al-Zakat)

Juwayriya, the wife of the Messenger of Allah (may peace be upon him)" said that Messenger of Allah (may peace be upon him) came to her and said: Is there anything to eat? She said: Messenger of Allah, I swear by God, there is no food with us except a bone of goat which my freed maid-servant was given as sadaqa. Upon this he said : Bring that to me, for it (the sadaqa) has reached its destination.




কৈ! আপনার মুত্রমনা পোস্টের লগে তো কিছু মিলে না!!

মুত্রমনার ওই পোস্টের উত্স কি গো দাদা??

তো নিলয় সাহেব, মনে হচ্ছে আপনাকে পাগল-ছাগল বলার রাইট ইতোমধ্যেই আপনি অন্যদের দিয়ে ফেলেছেন।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

এম এস নিলয় বলেছেন: মুতা বিয়া সম্পর্কে জানতে আমারে না জিগাইয়া গুগোলরে জিগাইলেই তো হইতো। Click This Link

মুতা বিয়ার মাধ্যমে যারা যুদ্ধ বন্দী নারীদের বিচানায় কুপাইসে তাদের চাইতে আমি নিলু কি কম পাগল ছাগল নই ??? অন্তত আমার চরিত্র তো ভালো।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩

রায়হান চৌঃ বলেছেন:
ভই বাংলায় লম্পট বলে একটা শব্দ আছে, কষ্ট করে লম্পটের চারত্রিক বৈশিষ্ট গুলো দেখে নিবেন............ :), আর কোথাও মিল পেলে শুধরে নিবেন..... :)


কিছু লম্পট চরিত্রের মানুষ আজ মেয়েদের বেস্যা বানিয়ে ফেলেছে। দেখেন না ঘরে ঘরে যেমনা লম্পটের ছড়াছড়ি তেমনি বেস্যার ও......... :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

এম এস নিলয় বলেছেন: :/

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:২১

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: নিলয় ভাইয়া! পোস্ট টার পক্ষে এখানেও তো কাউরে পাইলেন না,তাহলে ক্যামনে কি হইলো ভাইজান! সব চেষ্টা কি তাহলে বৃথা হয়ে গেল!?

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬

খাটাস বলেছেন: কিছু মনে করবেন না, আপনার মত এক শ্রেণী সর্বদা ধর্মের পেছনে লেগে থাকে, ইসলাম বেশি রক্ষণশীল হউয়ায় প্রথমে প্রিয়তে আসে।
আর কিছু ধর্মান্ধ পাগল আছে ধর্মের মহানুভবতা বয়ানে।
কোন খানেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা হয় বলে আমার মনে হয় না।
ফলে যা হউয়ার তাই হয়। ইগো ক্যাচাল।

জ্ঞান কম এত বেশি জানি না। তবে আপনার দেয়া সুরায়, " যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। " এই লাইন টা আপনার চোখ এড়িয়ে গেছে কিনা বুঝতে পারছি না। আমার আটকে গেল। কিন্তু কি বুঝাইল, বুঝতে পারছি না।

যাই হোক, View this link এই টা দেখেন, বিশ্বাসের জন্য না। বিতর্কের জন্য। অন্তত এটা পড়ার পর আমার ধারণা আপনার হাদিস বিষয়ক বিশ্বাস কিছুটা কমবে। কমাই ভাল।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.