![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D
বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগ নিয়ে আমরা পরে গেসি বিপদে।
আমাদের সাধারনত মাসে ১৬০০ টাকা কারেন্ট বিল আসতো বরাবর; কিন্তু এই কচুর মিটার লাগানোর পর থেকে এই মাসে আমাদের ৪০০০ টাকা খরচ হয়ে গেছে।
টাকা ঢুকাইলেই শেষ; কি আজব :O
শুধু আমাদের না; সবারই একই অবস্থা। আমাদের পানির মোটরের মিটার আলাদা; বিল আসতো ৩ হাজারের মতন। গত মাসে টাকা ভরা হইসে ৯ হাজার :O
আমাদের আগে দিনে রাতে যখন ইচ্ছা তখন পানির পাম্প চালানোর স্বাধীনতা ছিল; ডিজিটাল মিটার আমাদের সেই স্বাধীনতা হরন করেছে। এখন গুনে গুনে ২ বার পানি ছাড়া হয়; মেপে মেপে ব্যাবহার করতে হয় তাই :/
মিটারে সাংঘাতিক কোন ঘাপলা আছে আমি শিওর; এবং দ্রুত ব্যাবস্থা না নিলে এবং এই সমস্যার সমাধান না করা হলে আমাদের মতন মধ্যবিত্ত সংসার গুলোর কারেন্টের মিটারে টাকা ঢুকাতে ঢুকাতেই শহীদ হয়ে যাবে।
ডিজিটাল সরকার যদি এমন ডিজিটাল পোঙ্গা মাড়া অব্যাহত রাখে তবে বলতেই হয়; আমরা অ্যানালগ আমলেই ভালা আছিলাম :'(
প্রিয় প্রধানমন্ত্রী; আগে কুত্তা সামলান।
আমাদের ডিজিটাল বানানোর আগে আপনার প্রশাসনকে শিক্ষিত বানান।
নয়তো বরাবরের মতন মাড়া খাবো আমরা; আর আরাম লুটবেন আপনারা।
ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
এম এস নিলয় বলেছেন: আসলেই :/
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডিজিটাল প্রতারণা।