নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু পাগলার ডায়েরী

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই।

এম এস নিলয়

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D

এম এস নিলয় › বিস্তারিত পোস্টঃ

জামাত-হেফাজত বনাম আমরা অগণিত মাওলানা ফারুকি

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৭

আমার ছোটবেলা কেটেছে পূর্ব রাজাবাজারে; আমার ছোট বোনের জন্মও সেখানেই।

মাওলানা ফারুকি ছিলেন আমাদের প্রতিবেশী; আম্মুর কাছে সেই সময়ের গল্প শুনছিলাম আমি আর আমার বোন আজ সন্ধ্যায়। শুনছিলাম ফারুকি সাহেবের গল্প।



যখন আমি ছোট; আম্মুকে ফারুকি সাহেব প্রায়ই বলতেন আমাকে তার কাছে পাঠাতে। আম্মু খুব বিরক্ত হতেন; ইসলাম শিক্ষা নিতে তার কাছে ছেলে পাঠাতে বলে, এটা কেমন কথা? একদিন মা তো বলেই বসলেন, ছেলেকে ইসলাম ধর্ম শেখাব কোন দুঃখে???



ফারুকি সাহেব হেসে বলেছিলেন, ধর্ম তো ধর্মই। তার আবার নাম ভেদাভেদ কিসের? সেই হাসিখুশি লোকটাকে কিনা জবাই করে হত্যা করা হল; কারন কিন্তু আমাদের সবার জানা।



ব্যাক্তিগতভাবে আমি তার মাজারপন্থী আদর্শকে অপছন্দ করতাম; কিন্তু ব্যাক্তি হিসেবে তিনি ছিলেন আসলেই অসাধারণ। দেশ বিদেশ ঘুরে তিনি আমাদের দেখাতেন আউলিয়াদের মাজার; দেখাতেন সুন্দর সুন্দর মসজিদ। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ যায়গা, মসজিদ আর স্থান। তার ইসলামী দর্শনকে অপছন্দ করার কারন ছিলানা।



প্রায়ই নাজনিন স্কুলের সামনে তাকে দাড়িয়ে থাকতে দেখতাম; সেখান থেকে তিনি রিক্সা নিতেন। সেদিন তো কথাও হল। আমিই এগিয়ে গিয়ে কথা বলেছিলাম। আমাকে তার মনে আছে; আব্বু আম্মুর খোঁজ নিলেন। আমাদের ফার্মগেটের ফাস্ট ফুডের দোকান হাইফাই স্নাক্সের তিনি ছিলেন নিয়মিত কাস্টমার। আমার জন্মদিনে তিনি একটি বই গিফট দিয়েছিলেন; খুব মনে আছে বইটার নাম ছিল "ছোটদের চার খলিফার জীবনী"। বইটা আমি পড়িনি; সম্ভবত প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছিলাম।



এই হত্যার পেছনে যে জঙ্গি জামাত হেফাজতের হাত আছে সেটা তার শুভাকাঙ্ক্ষী অনুসারী মাত্রই নিশ্চিত। খবরেও দেখলাম ইসলামী ফ্রন্টে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহর সদস্যরা সেই কথাই বারবার উচ্চারিত করছিলেন উচ্চকণ্ঠে।



ফারুকির দোষ; সে বিরোধিতা করতেন জাকির নায়েকের মিথ্যাচারের, তিনি বিরোধিতা করতেন হিযবুত তাওহীদ-জামাত-শিবির-হাফাজতের; বিরোধিতা করতেন জঙ্গিবাদের। সর্বোপরি ইসলামের কুলাঙ্গারদের।

এই কিনা তার মৃত্যুদণ্ড যোগ্য ভয়াবহ অপরাধ???



শাহবাগ আন্দোলনের সময় জামাত-হেফাজতের বিরোধিতা করার কারনে ১০ জন ওলামার নাম হত্যার উদ্দেশে হিট লিস্ট করা হয়েছিলো; এখন প্রান দিলেন মাওলানা ফারুকি!

এখন ভয় হচ্ছে বাকি নিরীহ ওলামাকে নিয়ে; যারা আপাত দৃষ্টিতে ইসলামের শান্তিতে বিশ্বাসী।

তাদের নিরাপত্তা দেবে কে?

পশুদের হাতেই কি তাদের শহীদ হতে হবে?

এ কেমন অবিচার?



যতদিন জামাত শিবির হেফাজত আর হিজবুতের শেকড় উৎপাটন করা সম্ভব না হবে; ততদিন এইসব অনাকাঙ্ক্ষিত খবর আমাদের পেতেই হবে।



সুশীল আলেম সমান, সাধারন মডারেট মুসলিম এবং আমাদের নাস্তিকদের যুদ্ধ কখনোই ইসলামের বিরুদ্ধে ছিলোনা; ছিল এর ধ্বংসাত্মক রূপটির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মের অমানবিক দিকটার বিরুদ্ধে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার অপরাধে আর কতজনকে জঙ্গিদের হাতে এভাবে প্রান দিতে হবে?



যাদের হাতে নিরাপদ নয় বাংলার সংখ্যালঘুরা; এমনকি শান্তিপ্রিয় মুসলমানেরা; তাদের বাংলা থেকে নিষিদ্ধ করতে আর কত দেরী??? আর কত রক্ত ঝড়লে তাদের দমন করা হবে? একাত্তরে তাদের হাতে রক্ত দিয়েছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, দিচ্ছে বাংলার সংখ্যালঘুরা। এখন দিচ্ছে শান্তিপ্রিয় মুসলমানেরা।



বাংলায় এদের সমূলে নির্মূল করার সঠিক সময় যদিও আরও আগেই ছিল; কিন্তু আরও দেরী হয়ে যাওয়ার আগেই সরকারের উচিৎ তাদের কালো হাত ধ্বংস করে দেয়া।



জামাত শিবির হেফাজতের কালো হাত রুখে দেয়ার এখনি সঠিক সময়।



ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

সাঈফ শেরিফ বলেছেন: বাসায় কি দৈনিক জনকন্ঠ রাখা হয়? খোদ সরকার জামাত-হেফাজতকে দায়ী করছেনা--সেখানে আপনারা আগেই যুদ্ধ ঘোষণা করে দিলেন?

শাহবাগের আগে আপনি কি হেফাজতের নাম জানতেন? হেফাজতের সাথে জামাতের যে প্রবল আদর্শিক বৈরিতা আছে---সেটা কি আপনার পড়ালেখার মাঝে আছে? হেফাজতের কোন রাজনৈতিক প্রচেষ্টা আছে? নাই। হেফাজতের বিরুদ্ধে তাহলে রাগের কারণটা কী?

অপরাধ সংঘটিত হলে এতদিন হিজবুত তাহরীরের সাথে জামাতকে যুক্ত করা হতো। এখন হেফাজতকে যুক্ত করা হচ্ছে সেটা শাহবাগ সমর্থকদের বেপরোয়া উগ্র এবং বৈরি মনোভাব ও ভাবমূর্তি নির্মাণের কারণে---যেখানে মসজিদ-মাদ্রাসা থেকে বেরিয়ে আসা মোল্লা মানেই সব এক জাত। দ্রুত খুনির তালিকা করা হলো--তাতে জামাত-হিজবুতের পাশে হেফাজতকেও বসানো হলো।

শাহবাগ সমর্থকরা শুধু যুদ্ধাপরাধের বিচার নিয়ে আসেনি---তারা জাগতিক যেকোন ব্যবস্থাপায় ধর্মের প্রভাব বা উপস্থিতির বিরুদ্ধাচারণ নিয়েও এসেছিল ।সেই দাবির বিরুদ্ধে উপাসনা ভিত্তিক ধর্ম করা বিশ্ব এজতেমার তাবলীগও যদি প্রতিবাদ জানিয়ে বসতো---তাহলে তাদেরকেও জামাতের পাশে দড়ি দিয়ে বসিয়ে দেয়া হত।

এতটুকু জানেন ইসলাম জিলাপি খাবার, মিলাদ পড়ে গোলাপজল ছেটাবার উপাসনা সর্বস্ব ধর্ম না। ইসলামকে আপনাদের পছন্দমত মসজিদ-মাদ্রাসা বন্দি করে রাখা, সরকারের অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখা যাবেনা । অন্যায়ের সামনে নিরব, পঙ্গু আর কোণঠাসা হয়ে পড়ে থাকার জন্য ইসলাম ও তার নবী আসেনি।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২১

ক্ষতিগ্রস্থ বলেছেন: @সাঈফ শেরিফ - রেসপেক্ট

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

হেডস্যার বলেছেন:
খুন জামাত/হেফাজত করুক বা না করুক তবে এদের বিরুদ্ধে লিখলে বা কথা বললে কারো কারো পুটুতে আগুন লেগে যায়।

শালার জামাত, হেফাজত, হিজবুত, শিয়া, সুন্নী, আহলে জামাত, ছাত্রসেনা, শিবির, গুরু ছাগল, ভেড়া, মহিষ সব ভালো।

খারাপ খালি আমরা, সাধারন মুসলমান।
যারা ইসলাম নিয়া রাজনীতিরে ঐটা দিয়া ইয়ে করি।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই সেই এস এম নিলয়, যার 'ইসলামে নারী সম্মানের ভুগিজুগি ও একটি গল্প' নামের পোস্টের জন্য কানের নিচে বিরাশি সিক্কা ওজনের একটি থাপ্পর মেরেছিলাম সূরা নিসার একটি আয়াতের ভুল অর্থ করার কারণে। লজ্জাহীন এই ব্লগার আবার পোস্ট দিয়েছে সারাজীবন হকপন্থী আলেমদেরকে গালাগালি করে কাটিয়ে দেওয়া এক কাঠমোল্লার প্রতি কুম্ভীরাশ্রু প্রদর্শন করতে।

একজন জনপ্রিয় উপস্থাপক এভাবে নিহত হওয়াতে আমিও ব্যথিত কিন্তু তার মৃত্যুতে একজন স্বঘোষিত মুত্রমনার দরদ উথলে ওঠায় প্রমাণ হয়ে গেল সে মোল্লার আসল প্রকৃতি। আসুন আমরা ইসলামের ভেকধারী এসব কাঠমোল্লা এবং জ্ঞানী জ্ঞানী ভাব ধরা এসব মুত্রমনাদেরকে একসাথে গদাম দেই।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
খুন জামাত/হেফাজত করুক বা না করুক -

তবে এদের বিরুদ্ধে লিখলে বা কথা বললে কারো কারো পুটুতে আগুন লেগে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.