নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু পাগলার ডায়েরী

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই।

এম এস নিলয়

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই; সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে। ভালবাসি মাকে, বাবাকে, আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে !!! আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। আমি স্বাধীনচেতা। নিজের কোন বিষয়ে অন্যের হস্তক্ষেপ পছন্দ করিনা। বন্ধুদেরকে ভালবাসি। ভালবাসি আড্ডা দিতে। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। যুক্তি দিয়ে তর্ক করা পছন্দ করি। আমিই সেই নিলুপাগলা :D

এম এস নিলয় › বিস্তারিত পোস্টঃ

উপকারী প্রাণী ছারপোকা !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

লটকন মিয়ার মেজাজ খারাপ!!! খাটে ঘুমাতে পারছেনা সে আজ প্রায় ৩ মাস ধরে। খাট ভর্তি কিলবিল করছে কোটি কোটি ছারপোকা। খালি চোখে দেখা যায়না; তবে ঘুমালেই খবর হয়ে যায়।
*******************************************************************
লটকন মিয়ার পকেটের অবস্থা বেশী ভালনা; কতই বা বেতন পায় সে??? এর মাঝে ক্যাবলা মামা ফোন করেছে, সে নাকি তার বাসায় আশেপাশেই আছেন কিন্তু সঠিক বাসাটা খুঁজে পাচ্ছেন না। লটকন মিয়ার মাথায় যেন বাজ পড়লো। ক্যাবলা মামার নাম ক্যাবলা হলেও মাথায় দুষ্টু বুদ্ধির কোন অভাব নাই। আর তার মতন কিপটা মানুষ পুরো ইউনিভার্সে আর দ্বিতীয়টি নেই। তার তো ছোট মামার বাসায় ওঠার কথা ছিল। খুব সম্ভবত ক্যাবলা মামার আসার কথা শুনে তিনি সপরিবারে চম্পট দিয়েছেন; তাই তো ক্যাবলা মামা তার বাসায় আসতে চাচ্ছে; কি সর্বনাশের কথা :O
*******************************************************************
লটকন মিয়া ক্যাবলা মামার চোখ ফাঁকি দিয়ে পালাতে পারেনি। ঠিক ই ধরা পড়ে গেছে চৌরাস্তার মাথায়। সিএনজি ভাড়া বরাবরের মতন লটকন মিয়াকেই দেয়া লেগেছে। এখন আবার মোড়ের দোকান থেকে বিরানি আনতে পাঠিয়েছে। তার কাছে ভাংতি নাই (!!!) বলে লটকনের টাকায় বিরানি আনতে বলেছে; এই টাকা যে কোনোদিন পকেটে ফেরত আসেবেনা লটকন ভালো করেই জানে।
********************************************************************
বেশ রাত হয়েছে অথচ লটকনের ঘুম আসেনা; টয়লেটের কমডে বসে চিন্তা করছে কিভাবে ক্যাবলা মামাকে খেদানো যায়। ১ দিনেই পকেট থেকে ২ হাজার টাকা খেয়ে গায়েব করে দিয়েছে ক্যাবলা মামা। কাল দুপুরে অফিসে যাওয়ার আগে আবার তাকে হাজার টাকা ধার দিতে বলেছেন মামা। নাহ কাল সকালের মধ্যে যদি মামাকে না ভাগানো যায় তবে লটকন শেষ!!!
*********************************************************************
মামা; ঘরে তো একটাই খাট তাও আবার সিঙ্গাল। আমি নাহয় মাদুর পেতে নীচে ঘুমাই আপনি খাটে ঘুমান।
মামা একগাল হেসে কাথা মুড়ি দিয়ে নাক ডাকতে শুরু করে দিলেন।
*********************************************************************
পরদিন সকালে চায়ের কাপে চুমুক দিয়ে শান্তিতে লটকনের দুচোখ বুজে এলো। মামা ভোর হতে না হতেই বাসা ছেড়ে চম্পট দিয়েছেন :v
*********************************************************************
ছারপোকা আসলে উপকারী প্রাণী; লটকন ভাবছিল লেপ তোষক সহ খাটটা কিছুদিনের মধ্যেই পুড়িয়ে আগুন পোহাবে। কিন্তু সে চিন্তা বাদ। এমন উপকারী প্রানিকে কি কেউ আগুনে পোড়াতে পারে???

https://www.facebook.com/msniloy/posts/779301092117679

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ক্যাবলা মামার কাছ থেকে বাঁচতে হলে ছারপোকার আখড়া ঐ খাট কোন মতেই পুড়িয়ে ফেলা জায়েজ হবে না। :P
বেশ মজা পেয়েছি ভাই আপনার রম্য পড়ে। গল্প শেষে অন্তত লটকনের জন্য হলেও ছারপোকাকে বেশ উপকারী প্রাণী মনে হচ্ছে। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.