নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ই একমাত্র জীবন বিধান যা বয়ে আনতে পারে শান্তি ও সমাধান আমাদের তথা মানবজীবনের

এম. সৌরভ

সত্য ও শান্তির তরে সদা নির্ভীক

এম. সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চাদঁ আসছে পৃথিবীর দুয়ারে........

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:১৭



পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আসছে তার গ্রহের কাছে।



আগামী ১৯ মার্চ পৃথিবীর কাছাকাছি আসবে চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ১৮ বছর অন্তর এই ধরনের মহাজাগতিক ঘটনা দেখা যায়। ওই দিন চাঁদকে স্বাভাবিকের তুলনায় পৃথিবী থেকে অন্তত ১২ শতাংশ বড় দেখাবে ।



চাঁদের ঔজ্জ্বল্য ২৫-৩০ গুণ বেড়ে যাবে। এর আগে স্বরণাতীত কালের মধ্যে পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব দাঁড়িয়েছিল ১৯১২ সালের ৪ জুন। এই বিরল মহাজাগতিক ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘এক্সট্রিম সুপারমুন’। বলা হয়ে থাকে এর আগে যতবারই চাঁদ পৃথিবীর কাছে এসেছে ততবারই পৃথিবীর কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে।



বিশিষ্ট জ্যোতিষী রিচার্ড নোলের মতে, এর আগে যতবারই সুপার মুন হয়েছে ততবারই কোনও না কোন বিপর্যয় ঘটেছে। যেমন ১৯১২ সালে ১৯ জানুয়ারি ‘এক্সট্রিম সুপারমুন’ হয়েছিল। তার কাছাকাছি সময়েই নিউজিল্যান্ডে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। এবারও ১ মার্চ থেকে ২২ মার্চের মধ্যে বড় বিপর্যয়ের সম্ভাবনা থাকছে। যার নমুনা দেখা গিয়েছে শুক্রবার জাপানের ভূমিকম্প ও সুনামিতে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এটা নিছকই কাকতালীয় ঘটনা মাত্র। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। (সংগৃহীত)



তো ভেবে রাখুন কার সান্যিধে কাটাচ্ছেন এই রাত...........

কয়টা কবিতা ও কাব্য লিখে উপহার দিতে পারেন তাকে........


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২১

মো: আবু জাফর বলেছেন: ভাই চাদতো পৃথিবীর মাঝেই আছে আফ্রিকার একটা গরিব দেশ চাদ । :-B :-B :-B :-B :-B :-B :-B

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:১৫

এম. সৌরভ বলেছেন: ওইটা তো দেখেন না।
এইটা দেখবেন।
এখন ভাবেন কোথায় বসে দেখবেন?
ধন্যবাদ, সুস্থ থাকবেন ...

২| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২৪

বাক স্বাধীনতা বলেছেন: ইদানিং চাঁদটাকে একটু বড় বড় লাগছে। এই জন্যই নাকি?

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:১৮

এম. সৌরভ বলেছেন: আসল বড় দেখার অপেক্ষা করেন
সাথে সাথে প্রস্তুতিও রাখতে ভুলবেন না।

৩| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৩১

দর্শণধারী বলেছেন: ১৯মার্চ একটা বিপর্যয়ের আশংকা করছি তবে তা দক্ষিণ আফ্রিকার

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:২০

এম. সৌরভ বলেছেন: খেলার মাঠে হারের মাধ্যমে হলে সহমত আছি।
ধন্যবাদ

৪| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৪

উণ্মাদ তন্ময় বলেছেন: ভাই আগে ভাগে জানাইয়া ভালোই করছেন। আমার বাসার সামনের বিল্ডিং ভাঙ্গা লাগবো.............................নাইলে তো দেখতে পারমু না

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:২৩

এম. সৌরভ বলেছেন: এক রাতের জন্য ভাড়া নিতে পারেন কিন্তু উপযুক্ত কোনো ছাদ।
সাথে কিছু মুড়ি তেলে মাখিয়ে নিলে আরো ভালো হয় !!!
ধন্যবাদ

৫| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৮

চশমখোর বলেছেন: দুইটা জশিলা কমেন্ট পাওয়া গেছে। আমি চাদে যাতি চাই। আফ্রিকার খপর আছে B:-) B:-) B:-)

৬| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৫০

চশমখোর বলেছেন: দুইটা জশিলা কমেন্ট পাওয়া গেছে। আমি চাদে যাতি চাই। আফ্রিকার খপর আছে B:-) B:-) B:-)

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:২৬

এম. সৌরভ বলেছেন: আফ্রিকার খবর করতে যাওয়া লাগবে না
এরাই আসছে আপনার কাছে....
যা কিছু আছে তাই নিয়ে তৈরি থাকেন
তবে ভালো থাকবেন

৭| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৬

সেজোয়ান বলেছেন: চাঁদ মামা এবার দক্ষিন আফ্রিকারে টিপ দিতে আস্তাছে =p~

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:২৮

এম. সৌরভ বলেছেন: আপনার প্রস্তুতি ঠিক রাখবেন কিন্তু
যদি হেল্পান লাগে........
ধন্যবাদ

৮| ১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:৪২

মিটুলঅনুসন্ধানি বলেছেন: রূপকথার প্রেমিকাকে এবার আর দূরে সরে যেতে দেবো না... ;) ;) ;)

১৭ ই মার্চ, ২০১১ রাত ৩:৫০

এম. সৌরভ বলেছেন: প্রস্তুতি নিয়ে থাকবেন কিন্তু।
কি করলেন জানাবেন !!!

৯| ১৭ ই মার্চ, ২০১১ ভোর ৪:২৪

আমি রুবেল বলেছেন: ভাইরে, চাঁদ এত দূরে থাকতেই জোয়ার-ভাটার কারণ হইতে পারলে, কাছে আসলেতো তার আকর্ষণ করার ক্ষমতা বাড়তেই পারে। তবে ভূমিকম্পের কারণটা বোধগম্য নয়। হইলে বড়জোর জলোচ্ছাস হইতে পারে।
বি:দ্র:- ইহা কোন বৈগ্গানিক ব্যাখ্যা নহে, একান্তই ব্যক্তিগত যুক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.