নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম ই একমাত্র জীবন বিধান যা বয়ে আনতে পারে শান্তি ও সমাধান আমাদের তথা মানবজীবনের

এম. সৌরভ

সত্য ও শান্তির তরে সদা নির্ভীক

এম. সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সামুতে ছিল প্রথমঃ- যা রমজান উপলক্ষ্যে বিশেষ কিছু.....প্রশ্ন পাঠিয়ে উত্তর জেনে নিন মেইলবক্স থেকে

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২

প্রথমে জানাচ্ছি সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা রাখছি সবাই ভাল আছেন। রমজানকে ঘিরে আমাদের মনে অনেক প্রশ্ন উদিত হয়, বিশেষত মাসলা-মাছায়েল সমন্ধে !



মুলত সকল প্রকার প্রশ্ন ও তার সমাধান জানার জন্য উলামায়ে কেরামের খেদমতে যাওয়া উচিত। এই জন্য হাদীস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর পবিত্র এরশাদ

“আলেম-উলামাদের কাছে যাওয়া, তাদের সহবতে থাকা এবাদত সমতুল্য।” অন্যত্র আছে

“বুযুর্গ লোকের সান্নিধ্যে আদবের সাথে কিছুক্ষণ থাকাও হাজার রাকাত নফল নামায অপেক্ষা উত্তম।”



তাই মনের প্রশ্ন-উত্তর জানার জন্য মিডিয়া ব্যবহার না করে নিজে উলামা হযরত গণের সান্নিধ্যে যাওয়ার বিকল্প আর কিছু হতে পারে না।



হ্যা, সবসময় সুযোগের অভাবে ও আগ্রহের সল্পতার কারণে এই সান্নিধ্য সম্ভব হয়ে উঠে না। তাই আলেমগণই আমাদের কাছে আসেন !!!!



যেহেতু এলেম অর্জন করা প্রত্যেক এর জন্য ফরয করা হয়েছে। তাই জানার দিকটা মাধ্যম অপেক্ষা বেশী গুরুত্ববহ।





এই উদ্দেশ্যকে সামনে রেখে একটি মেইল বক্স খোলা হয়েছে যেখানে রমজান তথা ইসলাম সমন্ধে যেকোন প্রশ্নের উত্তর দেওয়া হবে ঈনশা-আল্লাহ।

কিছু নিয়মাবলীর উপর প্রতিষ্ঠিত এই মেইল বক্সে প্রশ্নের কোরআন-হাদীস সম্মত উত্তর দেয়া হবে ঈনশা-আল্লাহ।



১.প্রশ্নকর্তার পুর্ণ নাম, ঠিকানা, মোবাইল নম্বর(যদি থাকে) থাকতে হবে।

২.সংক্ষিপ্ত ভাবে একসাথে সর্বাধিক দুইটি প্রশ্ন।

৩.ভাষাঃ বাংলা অথবা ইংরেজি।

৪.যে মেইলে উত্তর পেতে চান তা উল্লেখ থাকতে হবে।



মনে রাখতে হবে

আল্লাহ তায়ালা বলেন “হে নবী আপনি বলে দিন, আল্লাহকে যে পেতে চায় সে যেন আপনার সুন্নতের অনুসরন করে তবে আল্লাহও তাকে ভালবাসবেন তার গুনাহ সমুহকে ক্ষমা করে দেবেন।” সুরা আল-ইমরানঃ৩১।



তাছাড়া আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেন “যে ব্যক্তি তার আমীরকে মান্য করল সে যেন আমি রাসুলকে মানল, আর যে আমি রাসুলকে মানল সে আমার সাথে জান্নাতে থাকবে।”



এই জন্য মানার জিন্দেগী অর্জন করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে পবিত্র কোরআনে বর্ণিত, মানুষের মধ্যে হেদায়েত তথা আল্লাহকে পাবার শর্ত চারটি।

১.তলব তথা আগ্রহ তথা আকাঙ্ক্ষা।

২.কিছু কষ্ট বা মোজাহেদা বা মেহনত

৩.সুন্নতের যথাযথ অনুসরণ

৪.দোয়া তথা আল্লাহর কাছে প্রার্থনা



এ সকল শর্ত পুরণ না করলে অমুসলিম কেন মুসলমান ও হেদায়েত থেকে দূরে তথা বঞ্চিত থাকবে। আল্লাহ তায়ালা আমাদের বোঝার তৌফিক দান করুন।

তাই জানার আছে অনেক কিছু ! দেরী না করে প্রশ্ন প্রেরণ করুন ও ঈনশা-আল্লাহ আমল করুন।

মেইল-বক্সের ঠিকানাটি হচ্ছে



[email protected]




প্রশ্নের উত্তর দেবেন

*মাওলানা মোঃ হেমায়েত উদ্দীন

*হাফেজ মাওলানা মোঃ আল-আমীন

*মুফতী মোঃ মজিবর রহমান

*বান্দা মোঃ সোলায়মান সৌরভ । ঈনশা-আল্লাহ…



তো দেরী না করে আজই এই সুযোগ গ্রহন করুন ও অন্যদেরকে জানতে সহায়তা করুন।

আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত ও সুস্থতা দান করুন। আ-মীন।







(সকলের খেদমতে সংগৃহীত)



যে কেউ এই পোষ্টকে যে কোন জায়গায় কাটপিছ ছাড়া দিতে পারেন !!!

আজই সুযোগ গ্রহন করুন এবং অপরকেও পৌছে দিন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:২১

হেল্পফুল হাব বলেছেন: এখানে বেশ কিছু ইসলামিক প্রশ্ন উত্তরহীন অবস্থায় রয়েছে। চাইলে উত্তর দিতে পারেন।

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৫

এম. সৌরভ বলেছেন: জ্বী উত্তরদাতা আমি হলে আর ব্লগে হলে আমি ই দিতাম, অন্যের প্রশ্ন নয় আপনার প্রশ্ন পাঠান মেইলবক্সের ঠিকানায়। আশা করি বুযতে পেরেছেন। ধইন্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.