![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও শান্তির তরে সদা নির্ভীক
সচেতন করার ও সমাজ পরিবর্তনের চেষ্টা অনেকের ই আছে তাদের মধ্যে আমিও একজন হতে চাই।
তাই আমার জন্মদিনের মাসটির শেষ-দিনে পোষ্টটি সকলকে ডেডিকেইট করেছিলাম...
মোবাইল ফোনের উপকারিতার রচনা লিখতে দিলে মনে হয়, অষ্টম শ্রেণীর শিশুরাও ৫০০ শব্দ লিখতে পারবে, তাই এ নিয়ে কিছু বললাম না।
যে হারে ব্যবহার বাড়ছে, কিছু জিনিষ না জানালেই নয়। আবার আসছে 3G, 4G, 5G !!!!
এখানে পুরুষত্বটাকে হাইলাইট করা হলো ।
" অনেকটা আঁতকে ওঠার মতো হলেও এবার দীর্ঘ গবেষণার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী ডেভরা ডেভিস ও তার দল।
তাদের দাবি, সচল যেকোনো মোবাইল ফোনই পুরুষদের প্রজনন ক্ষমতায় প্রভাব বিস্তার করতে পারে এবং যেসব পুরুষ স্বভাবতই মোবাইল ফোনটি চালু অবস্থায় তাদের প্যান্টের পকেটে রাখেন তাদের শুক্রানুতে মোবাইল ফোনের তরঙ্গ বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে।
আলোচিত এই গবেষণার ফলাফল প্রকাশের আগে বিজ্ঞানী ডেভরা ডেভিস ও তার সহযোগীরা সাতটি দেশে গবেষণা পরিচালনা করেন যেন ভিন্ন ভিন্ন আবহাওয়া পুরুষদের সক্ষমতায় মোবাইল ফোন কতটা প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এতে দেখা যায়, যেসব পুরুষ কমপক্ষে চার ঘণ্টা সময় ধরে তাদের প্যান্টের পকেটে মোবাইল ফোন নিয়ে ঘোরেন তাদের ক্ষেত্রে কার্যকর শুক্রাণু জন্মানোর হার অর্ধেক হয়ে যায়।
শুধু তাই নয়, মোবাইল ফোন যে ধরনের মাইক্রো ওয়েভ তরঙ্গ প্রেরণ বা গ্রহণ করে সে ধরনের বিকিরণ গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশে শুক্রাণুর ওপর প্রয়োগ করে দেখা যায় যে এতে করে শুক্রাণুগুলো দুর্বল, চিকন এবং সাঁতারে অক্ষম হয়ে পড়ে।
একইভাবে আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়ায় পরিচালিত পৃথক গবেষণাতেও শুক্রাণু তৈরির পরিমাণ কমিয়ে দেয়ায় মোবাইল ফোনের তরঙ্গের ভূমিকা খুঁজে পেয়েছেন গবেষকরা। এ ছাড়া এসব গবেষণার অনুসিদ্ধান্ত হিসেবে মোবাইল তরঙ্গের অন্যন্য ক্ষতিকর দিক সম্পর্কেও সাবধান করে দিয়েছেন গবেষকরা।
মোবাইল ফোনকে একটি জরুরি ও কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবে স্বীকার করে নিলেও দীর্ঘ সময় ধরে এর উপর নির্ভরশীল থাকা বা মোবাইল ফোন তরঙ্গের কাছাকাছি থাকা যে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে তা জানিয়ে দিয়েছেন এই গবেষকরা।
এমনকি অতি মাত্রায় মোবাইল ফোন নির্ভরশীলতা যে মানবশরীরে টিউমারও সৃষ্টি করতে পারে সেটিও উল্লেখ করেছেন আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেকদল গবেষক।
এছাড়া উচ্চমাত্রার রেডিয়েশন বিকিরনের কারনে যা কমপক্ষে 950 mhz
আপনার ব্রেইন ক্যান্সারের কারণ হতে পারে !!!
যারা রাতের বেলা প্রিয় সেলফোনটিকে পাশে রেখে ঘুমান, এক সমীক্ষায় দেখা যায় তাদের ঘুমের সমস্যা হয়।
আর ত্বকে টিউমারের জন্য মোবাইল ফোন অনেকাংশে দায়ী বলেও গবেষনায় প্রমাণিত !!!
এখন তবে কি করার ????
বিশেষজ্ঞরা কিছু টিপস বা প্রতিরোধমুলক কিছু উপায় দিয়েছেন, যা আপনাদের জন্য তুলে ধরা হলোঃ
১.আপনার ফোন যখন ব্যবহার করা হচ্ছে না, তখন ফোন বন্ধ রাখুন অথবা ফ্লাই বা অফলাইন মোড ব্যবহার করুন।
এতে আপনার ব্যাটারিও সঞ্চয় হবে।
২. আপনার পকেটে ফোন রেখে দেবেন না। হাতে বা ব্যাগে রাখুন বা অফ করে রাখুন।
৩. রাতের মাঝখানে ফেসবুক চেক করবেন না। ফোন অফ করে ঘুমান বা ফ্লাইমুডে দিয়ে এলার্ম দিন বা অন্যান্য এপস চালান।
৪. পারলে কলের কাজটা SMS এ সারুন, এটা কলের চেয়ে ভাল।
৫. ব্যবহার করুন air-tube headset, যখন কথা বলবেন, যেটি বলা হয় প্রায় ৯৮% রেডিয়েশন সেইভ করে। অথবা লাউড-স্পিকার দিয়ে ২-৪ফুট দূরে রেখে কথা বলুন।
৬. কথোপকথন ছোট রাখুন।
বিছানায় যাবার আগে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটি দীর্ঘ কথোপকথন দরকার নেই। এমনকি দুই মিনিটের কল বা কথার জন্য, পরে প্রায় এক ঘন্টা পর্যন্ত মস্তিষ্কের প্রাকৃতিক বৈদ্যুতিক কার্যকলাপ পরিবর্তন খুঁজে পাওয়া যায়। আপনি পারলে স্কাইপ ব্যবহার করুন। মোবাইলে না আবার, পিসিতে।
৭. যেখানে নেটওয়ার্ক দুর্বল, ওখানে কথা বলবেনই না। তখন রেডিয়েশন ব্যাপক ভাবে বেড়ে যায়।
৮. বাসায় থাকলে ল্যান্ডফোন ইউজ করেন।
৯. আপনার বাড়ী বা অ্যাপার্টমেন্ট মধ্যে একটি ওয়্যারলেস রাউটার রাখলে, তা কম ব্যবহৃত রুমে রাখুন এবং বেডরুমের বাইরে রাখুন। বেড-রুমটিকে যথাসম্ভব রেডিয়েশন-মুক্ত রাখুন।
১০. metal-rimmed চশমা পরা এড়িয়ে চলুন। এই চশমাটা চোখের দিকে radio frequency বিকিরণ করতে পারে।[/sb
১১. ইন্টারনেট যথাসম্ভব কর্ডযুক্ত তারের মাধ্যমে ব্যবহার করুন, তারহীন-ভাবে মোবাইল নয়।
১২. এছাড়া খাওয়ার মধ্যে বেশী পরিমান শাক-সবজি রাখুন।
১৩. Kombucha চা এবং আপেল রেডিয়েশনের প্রভাব প্রশমিত করতে সাহায্য করে। এছাড়া পুদিনা পাতাও এক্ষেত্রে সাহায্য করে।
১৪. সর্বোপরি খারাপ-ভাল রাখার মালিক ঐ আল্লাহ-তায়ালার কাছে সাহায্য পার্থনা করুন। নিজেও সতর্ক থাকুন , পাশাপাশি অপরকেও রাখুন।
সকলকে সতর্কিত করার লক্ষে সংগৃহীত....
বিশ্বে বর্তমানে ৫.৫- ৬ বিলিয়ন মোবাইল ফোন মানুষ ব্যবহার করে.... ২০১৪ তে তা ৭ বিলিয়ন হয়ে যাবে।
এতো দিন যাবৎ মানুষে পকেটে মোবাইল নিয়া ঘুরলে কিন্তু জন্মহার কমবে না, কমে গেছে শুক্রানুর গুনগত মান। জন্ম বাড়বে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে খারাপ প্রভাব পড়বে। মনে হয় আইন্সটাইন, রবীঠাকুর, শেক্সপিয়ার, স্টিভ জবস রা আর আসবে না। হা হা হা !!!
বেচে থাকব, তবে আংশিক বা অধিক সমস্যা বা বিকলাঙ্গতা নিয়ে।
রেফারেন্স বা তথ্য-সুত্র কি দিব, নোবেল জয়ী ঐ বিজ্ঞানীর গবেষনার রিপোর্টি সার্চ দিয়ে দেখাতো যেতেই পারে....
তারপরও তথ্য-সুত্রের জন্য এই পোষ্টে যাদের মুল্য নাই এই নিন
এক পয়সা (লিংকঃ১)
দুই পয়সা (লিংকঃ২)
তিন পয়সা (লিংকঃ৩)
চার পয়সা (লিঙ্কঃ৪)
পাচঁ পয়সা (লিঙ্কঃ৫)
পুরা পাচঁ পয়সার দাম দিলাম।
নিজে জানুন অপরকেও জানান,
নিজে বাচুন, অপরকেও বাচাঁন।
মডুদের কি কিছু করার আছে? কি বলেন সবাই?
ভালো থাকবেন সবাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০
এম. সৌরভ বলেছেন: হ ভাই, হাছাই কইছেন।
নিঊটন বলে কইছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে !!!
সতর্ক হইয়া থাকন লাগব, আর কি করার !!!
ভাল থাকবেন...
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বেশ ইন্টারেস্টিং তথ্য। কত কিছু যে জানার বাকি!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
এম. সৌরভ বলেছেন: জ্বী, ভয়াভহ মজার তথ্য।
জানা-শুনাতো কেবল শুরু...
আল্লাহ তায়ালা সবাইকে রক্ষা করুন।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মোমেরমানুষ৭১ বলেছেন: পুরাই মাথায় হাত, এখনও বিয়াই করি নাই, সামনে আরও কত কাক অপেক্ষা করতে হবে। আর মোবাইল ফোন ও চলতাছে......
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
এম. সৌরভ বলেছেন: সাবধান হয়ে চলতে হবে, যত প্রযুক্তি তত তেজ...
সুস্থতা কামনা রইলো...
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬
বদিউজ্জামান মিলন বলেছেন: হাই হাই এইডা কি কইলেন ভাই। ওরে আমারে কেউ মাইরালা...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
এম. সৌরভ বলেছেন: কারে ডাকেন, এমনিতেইতো মরার পথে আমরা...
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: সর্বনাশ!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
এম. সৌরভ বলেছেন: হ, পুরাই মাথায় বাশঁ,
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
খাটাস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) বেশ ইন্টারেস্টিং তথ্য। কত কিছু যে জানার বাকি!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
এম. সৌরভ বলেছেন: এমুন জানা, না জানাই ভালো
এমন জ্ঞান ইতিহাসে না থাকাই ভালো !!
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
এম মশিউর বলেছেন: মোবাইল ফোন ছাড়া তো সবকিছু অচল! আমাদের প্রতিদিনের চলার সাথী হয়ে গেছে এই মোবাইল ফোন। কিন্তু হিতে বিপরীত হলে তো খুবই খারাপ!!
সতর্ক করার জন্য ধন্যবাদ।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
এম. সৌরভ বলেছেন: কি করার একটু ডান বাম দেখে চলার সময় উপস্থিত।
ভালো কামনা রইলো...
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১
সাঈফ শেরিফ বলেছেন: আমি খুবই সিরিয়াসভাবে প্রশ্ন করতে চাই, গবেষণার লিঙ্ক ও তথ্যসূত্র ছাড়া একটা শিক্ষিত লোক, যে অন্তত ব্লগে এসে লিখতে পড়তে জানে, সে কীভাবে এসব আজগুবি লেখা দিতে পারে।
এছাড়া উচ্চমাত্রার রেডিয়েশন বিকিরনের কারনে যা কমপক্ষে 950 mhz
আপনার ব্রেইন ক্যান্সারের কারণ হতে পারে !!!
দুদিন পর আপনাদের মুখেই শুনবো মাইক্রোওয়েভে খাবার গরম করে খেলে খাবারে ক্যান্সারের জীবাণু ঢুকে পড়ে। তরঙ্গ দৈর্ঘ্য ও মানব শরীরের উপর তার প্রভাব নিয়ে একটু পড়াশোনা করে আসুন। কতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কত সময় ধরে কতটুকু সেলের ক্ষতি করতে পারে সেটি নিউক্লিয়ার মেডিসিনে খুব ভালভাবেই পড়ানো হয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে স্পেক্ট্রাম আছে, সেটির মাঝে এই "মাইক্রোওয়েভ" পরমাণুকে বিক্ষিপ্ত করে বড় জোর উত্তপ্ত করতে পারে --এতটুকুই। ক্যান্সার করার মত ক্ষতি করার জন্য আরো অনেক কম তরঙ্গ দৈর্ঘ্যের দরকার।উচ্চ ক্ষমতার "মাইক্রোওয়েভ" মানুষের ত্বক, কোষের "ক্যান্সার জনিত" ক্ষতি করার আগেই পুড়িয়ে ফেলবে, যেমনটা করেন ১০০০ ওয়াটের মাইক্রোওয়েভে খাবার গরম করার সময়। বিজ্ঞানীরা নিশ্চিত হবার জন্য যত চেষ্টা চালিয়েছেন তাকে সিগনিফিকেন্ট কোন অবদান পাওয়া যায়নি যে মোবাইলের তরঙ্গের কারণে ক্যান্সার বা টিউমার হয়। সেটি হলে জার্মান, আমেরিকান অনেক পরিবেশ বান্ধব স্বাস্থ্য সচেতন দেশ অনেক বেশি সক্রিয় হত, তথ্য দিত।আলফা, বিটা, গামা রেডিয়েশন, হেলথ হ্যাজার্ড নিয়ে একটু পড়েন, পড়ে ব্লগ লিখুন। এধরনের আজগুবি কথাবার্তা বাংলাদেশের কবিরাজি দোকান গুলোর বদৌলতে ভাল প্রসার পায়।
যদি পারেন দেশের অলি গলিতের যে এক্সরে মেশিন গুলো অরক্ষিত অবস্থায় চলছে, সেগুলোর হ্যাজার্ড থেকে জনগণকে বাচান। বেসুমার এন্টি বায়োটিক আর ঔষধ খেয়ে লিভার-কিডনির ক্ষতি করছে-সেটি বুঝান। ফরমালিন আর বুড়ি গঙ্গার দূষণ নিয়ে কথা বলেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
এম. সৌরভ বলেছেন: ভাই, Dr. Lennart Hardell, from Örebro University in Sweden ও আপনার মত বলতে পারে নাই !!!
বলতে পারেন ওনি সুইডেনের তাই, আর আপনাকে এক পয়সারও দাম দেই না তাইলে এই লন
এক পয়সা (লিংকঃ১)
দুই পয়সা (লিংকঃ২)
তিন পয়সা (লিংকঃ৩)
চার পয়সা (লিঙ্কঃ৪)
পাচঁ পয়সা (লিঙ্কঃ৫)
পুরা পাচঁ পয়সার দাম দিলাম।
ভাই মাথা এতো গরম কেন? প্যারাসুট ব্যাবহার করেন।
এতো বড় মতামতের জন্য ধন্যবাদ, মাঝখানে.....
আমি বলি নাই আমি আপনার মত বিজ্ঞানী এবং নিজের অভিজ্ঞতায়ও এই পোষ্ট করি নাই। সুন্দর করে লিখা আছে সংগৃহীত।
৯৫০mhz এটা ধরে নেওয়া একটা মান। তাও সংগৃহীত....
যদি পারি দেশের অলি গলিতের যে এক্সরে মেশিন গুলো অরক্ষিত অবস্থায় চলছে, সেগুলোর হ্যাজার্ড থেকে জনগণকে বাচাব। বেসুমার এন্টি বায়োটিক আর ঔষধ খেয়ে লিভার-কিডনির ক্ষতি করছে-সেটি বুঝাবো। ফরমালিন আর বুড়ি গঙ্গার দূষণ নিয়ে কথা বলব।
ধন্যবাদ ভাল থাকবেন.....
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
ব্যান্ড পার্টি বলেছেন: ১৬ ঘন্টা মোবাইল চাপি !আচ্ছা মহিলাদের সুমেস্যা হয়না ?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
এম. সৌরভ বলেছেন: চাপেন, এখন ২৪ ঘন্টা চাপেন !!!
ভাই নিজের চিন্তায় ঘুম নাই, তাই আপাদত ওইদিকে খেয়াল করি নাই...
শুক্রানুর ব্যাপারটা ছাড়া বাকীগুলাতো আছেই...
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সামনে থেকে সাবধানে চলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করারা জন্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
এম. সৌরভ বলেছেন: জ্বী ব্যাপারটা সাবধানতারই।
ভালো থাকা হয় যেন।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
ব্রাউন সুগার বলেছেন: আপনি কোন কার্যকর সমাধান দিতে পারলেন না । মোবাইল অফ করে রাখা সম্ভব নয় । সবসময় ব্যাগে রাখাও সম্ভব নয় ।
বড় জোর আমরা "রেডিয়েশন ব্লকার" ইষ্টিকার মোবাইলে লাগাতে পারি । যে কোন সাইবার কাফে অথবা ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে এটা পাওয়া যায় ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০
এম. সৌরভ বলেছেন: আমি ঐ স্টিকারের কথা বা ১০০ ভাগ কার্যকারিতা কথা পাইনি। তাই দিতে পারিনি। মন খারাপ কইরেন না।
ধন্যবাদ
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: মোবাইল না হয় অফ রাখলাম কিন্তু বাসার পাশের টাওয়ার থেকেতো এর চেয়েও বেশি রেডিয়েশান হওয়ার কথা, সেখান থেকে বাচবো কিভাবে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
এম. সৌরভ বলেছেন: ঠিক কথা।
চিন্তা করতাছি রেডিয়েশন বীমা নামে একটা বীমা খুলমু, কি কন?
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
মেশকাত মাহমুদ বলেছেন: ধন্যবাক সাইদ শরিফ।।সহমত আর মন্তব্যে ++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩
এম. সৌরভ বলেছেন: ভাই মাহমুদ, এতো কষ্ট করে এতো বড় পোষ্টটি অত্যন্ত মনযোগ দিয়ে পড়লেন, তা ছিল আমার, আর সহমত + এবং ধন্য দিয়া নি র্বাক করলেন শরিফ ভাইকে !!! আপনিও কি দাম পান নাই ?
যাই হোক সমালোচনায় কৃতঘ্ব।
ভাল থাকবেন...
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
এম ই জাভেদ বলেছেন: ভাই কত তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন শুক্রাণু মেরে ফেলতে পারে সেটা জানান। মোবাইল কোম্পানি গুলিকে বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণ কমানোর একটা মহতি দায়িত্ব দেয়া যেতে পারে তাহলে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
এম. সৌরভ বলেছেন: ভাই, বলেন কি?
ভাতিজাগরে আর আইতেই দিবেন না !!!
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১
নতুন বলেছেন: মার্কিন বিজ্ঞানী ডেভরা ডেভিস তার গবেষনায় জোর দিয়েছে ব্রেন ক্যন্সারের উপরে আর আপনি জোর দিলেন সুক্রানুর উপরে???
এটা নিয়া এতো ঘাবড়ার কারন নাই... এটা একটা আশংকা ... এখনো বড় কোন প্রমান পাওয়া যায়নাই....
আর যারা ঐ রেডিয়েসনের প্রতিরোধক স্টিকার, এয়ারটিউব...ব্লা ব্লা বিক্রি করে... তারা তাদের প্রডাক্ট বেচার জন্যই চিক্কুর পারে....
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
এম. সৌরভ বলেছেন: ঠিক বলছেন, তবে
আগের আশংকাটা এখন বড় আকার নিচ্ছে বলেই তো পোষ্টটি করা। কারণ চোখে পড়ার মত এফেক্ট পড়তে সময় লাগে ১যুগ !!!
তারপর থেকে সচেতন হয়ে লাভ আছে???
তাই সতর্কতা এখন থেকেই...... কি বলেন !!!
ভালো থাকবেন।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
নতুন বলেছেন: তবে আপনি যতটা আশংকা করছেন ততটা না.
তাহলে অনেক সংস্হাই এই ব্যপারে আলৈাচনা করতো...
বাইরের দেশে সবাইকে টাকা দিয়ে চুপকরানো যায়না...
আইফোনে সমস্যা থাকলে তার প্রতিদন্দিরা তা প্রচার করবে নিজ দাইত্বে...
তাই আপনার আশংকার ভাল কোন প্রমান এখনো নেই...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
এম. সৌরভ বলেছেন: ঐ মিয়া আশংকা যদি না থাকে বা কম থাকে তাইলে কি আপনার একার লাভ, না আমাদের সবার ?!!!
কিন্তু আইফোনের বিপরীতের কোম্পানীগুলোওতো আশংকার মধ্যে আছে, তারা কি অপ-প্রচার করবে।
যাজ্ঞে দোবারা, কমেন্টস এর তরে, কৃতার্থ।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
সাউন্ডবক্স বলেছেন: ভাই কোন ডিভাইস কি কিনতে পাওয়া যায় না এই রেডিএসন থেকে বাচার জন্য
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এম. সৌরভ বলেছেন: ভাই কোন ডিভাইসের নাম এখন পর্যন্ত, বিষেশজ্ঞদের পরামর্শে পাই নাই, নানা ব্রেসলেট , ধইঞ্চা, পাওয়া যায়, কিন্তু পরাপ্ররশের লিস্টেতো নাই !!!
সতর্ক থাকতে হবে এই যা....
বুযলেন ভাই সাউন্ডবক্স।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
চলতি নিয়ম বলেছেন: হ্যালো টুডের লিঙ্ক দিয়েছেন, এইরকম গুরুত্বপূর্ণ লেখায়, যা খুবই হাস্যকর।
স্কিপ করে যাওয়া কমেন্ট গুলোর উত্তর দেবেন আশা করি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
এম. সৌরভ বলেছেন: আপনি শুধু তিন পয়সার দাম কেন নিচ্ছেন?
সকলের মাতামতের রিপ্লাই করা হবে , তবে
ইমারজেন্সী বিভাগের দায়িত্ব একটু বেশী , কি বলেন।
ভাল থাকবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
এম. সৌরভ বলেছেন: আপনার জন্য স্পেশাল (ছয় পয়সা)
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
এম. সৌরভ বলেছেন: সাত পয়সা
আট পয়সা
নয় পয়সা
দশ পয়সা
পুরা দশ পয়সা এয়ারটেলের রেটে দাম দিয়া দিলাম।
খুশী ও ভাল থাকবেন।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন কি করা যায় তাইলে? সলিউশান কি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
এম. সৌরভ বলেছেন: সলিউশন স্বরুপ দিলাম তো ১৪ টা টিপস, এর বাইরে আরো কিছু পেলে যানাবো....
এসব আর দুষনের বেলায় সতর্কতাই একমাত্র সমাধান।
বুযলেন ভাই বর্ষণ।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
নতুন বলেছেন: Click This Link
নোবেল বিজয়ী মার্কিন গবেষক বিজ্ঞানী, ডেভরা ডেভিস জানিয়েছেন, বাবা হতে চাচ্ছেন, এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে, চার ঘন্টা চালু মোবাইল ফোন সেট প্যান্টের পকেটে রাখলে, তার শুক্রানু অর্ধেক হয়ে যায়
গত ৬ বছর ১টা ফোন ৮-১০ ঘন্টা পকেটে ছিলো...
গত ২বছর ২টা ফোন ৮-১০ ঘন্টা দুই পকেটে রাখতে হয়...
তাইলে আমার কি হপে???
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
এম. সৌরভ বলেছেন: শেষ-মেষ আপনিও লিংক দিয়া দিছেন !!!
যদিও এটা আমার দেয়া ছয় পয়সা !!!
আর কইয়েন না, সংগ্রহ করার সময় দেখি এইটা নাকি হট টপিক, বর্তমানে।
তাই আর লিংক টিংক রাখি নাই, শুধু ওস্তাদের নাম দিসি।
তাতে নাকি কেউ কেউ দাম পায় নাই !! :#>
যাই হোক
তেজস্ক্রিয় জিনিস যত কম রাখা যায় ততই মংগল।
কি আর হপে...যা আছে কপালে।
সতর্কতা শুরু করুন।
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
নষ্ট ছেলে বলেছেন: এখন থাইকা মুপাইল বুক পেকেটে রাখুম
পরে নি আবার হার্ট অ্যাটাক হয়
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
এম. সৌরভ বলেছেন: বুক পকেটে রাইখা, চোরে নিলে বা পইরা গেলে কিন্তু কতৃপক্ষ দায়ী না !!!
হাতে বা ব্যাগে রাখতে কইছে, বুকে না।
ইসসসসসসস কি সোহাগ রে....
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
নতুন বলেছেন:
সবাই এই সাভিসে কল দেন....
এইটাই এক মাত্র সমাধান....
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এম. সৌরভ বলেছেন: ১৪ খান সমাধান দিছি, চোক্ষে পড়ে না
শেষে এই বেগানা মেয়ে লোকরে পর্যন্ত জড়ায়ে গোপন সমস্যা ফাস কইরা দিতেছেন....
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
তুরাগ হাসান বলেছেন: বিজ্ঞানীদের একটা ব্যাপার খেয়াল করলাম, তাদের মতে আধুনিক সব জিনিষ মানুষের যৌন ক্ষমতা কমায় দিতাছে।
।
এইরাম চলতি থাকলি , কয় দিন পর শুনুম বিছানায় কোল বালিশ নিয়া ঘুমাইলে খেমতা কুইমা যাইব
,
খুব ই tension এর ব্যাপার :p
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
এম. সৌরভ বলেছেন:
হুনবার পারেন, যদি কোলবালিশের লগে কোন প্রযুক্তি ব্যবহার করা শুরু করেন।
tens লইয়া আবার খেলার মোড় অন্য দিকে ঘুরাইয়েন না, হেনেও কইলাম কথা আছে !!!
সতর্কতা শুরু করেন, বাকী বাচানের মালিক উপরওয়ালা।
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
সাউন্ডবক্স বলেছেন: পুরা দশ পয়সা এয়ারটেলের রেটে দাম দিয়া দিলাম।
খুশী ও ভাল থাকবেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
এম. সৌরভ বলেছেন: দাম না পাইলে কি করণ যাইব
দোবারা কমেন্টে ধইন্যা...
২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বাগসবানি বলেছেন: ল্যান্ডফোন তো এখন প্রাগৈতিহাসিক জিনিস যদিও আমাদের বাড়িতে আছে আমার আম্মু ঐটার ইউজার ( সে মোবাইল ইউজ করতে পারেনা)।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০
এম. সৌরভ বলেছেন: এই জন্য ইতো বলে "আগে কি সুন্দর দিন কাটাইতাম" !!!
বাচঁতে হইলে মানুষ পোলাউ-কোরমা বাদ দিয়া দেখেন না ২বেলা খালি ২ডা রুটি খাওয়া ধরছে...
সতর্ক থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুই প্যারা পইড়া তাড়াতাড়ি মোবাইল টেবিলের দুই হাত দূরে রাখছি
খাইছে.... এ দেখি যত উন্নতি তত অবনতি
ওরা যদি সাতারই ভূইলা যায়- দুনিয়ায় আইবে কেমনে
আর যদি আসেই কতইনা দব্বল হবে.. আহা...