![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.১। প্রোগ্রামিং কীঃ
আমরা মানুষকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারি। যেমনঃ খাও, ঘুমাও, হাঁটো, এটা করো, সেটা করো ইত্যাদি। তেমনি কম্পিউটারকেও বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারি, যেমনঃ যোগ করো, বিয়োগ করো, সময় গণনা করো, গান শোনাও, মুভি দেখাও ইত্যাদি। কম্পিউটারকে দেয়া এসব নির্দেশ বা কমান্ডগুলোকেই বলে প্রোগ্রাম।
১.২। প্রোগ্রামিং আমরা কেন করবোঃ
ওই যে বললাম, প্রোগ্রাম লেখার মাধ্যমে আমরা কম্পিউটারকে নানান ধরণের নির্দেশ দিতে পারি। তুমি কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দেবে, আর কম্পিউটার সে অনুযায়ী কাজ করে দেবে। তাহলে কত্ত মজা হবে, তাই না?
১.৩। প্রোগ্রামিং ভাষা কীঃ
মানুষ অনেক ভাষায় কথা বলে, যেমনঃ বাংলা, ইংরেজী, আরবী, ফ্রেন্স ইত্যাদি। তারা সেসব ভাষায় মানুষকে নির্দেশ দিতে পারে। যেমনঃ
বাংলায়ঃ বইটি পড়।
ইংরেজীতেঃ Read the book.
কম্পিউটারকেও তেমনিভাবে নানান ভাষায় নির্দেশ দেয়া যায়। এই ভাষাগুলোকে বলে প্রোগ্রামিং ভাষা। কয়েকটা প্রোগ্রামিং ভাষা হল- সি, সি++, জাভা, পাইথন ইত্যাদি। আমরা এই বইয়ে সি প্রোগ্রামিং শিখবো।
১.৪। কিছু কথাঃ
ছোটবন্ধুরা, তোমরা এই অধ্যায়ে প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা পেলে। তোমরা ইচ্ছা করলে ভাই-বোন অথবা বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করতে পারো। তাহলে তারাও আগ্রহী হতে পারে এবং এভাবে মিলেমিশে একসাথে শেখা শুরু করলে প্রোগ্রামিং অনেক বেশী শিখতে পারবে। তোমাদের জন্য রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।
©somewhere in net ltd.