নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বাঙ্গাল

নতুন বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস ২০১৫ : ৪৪ বছরের খতিয়ান কি বলে?, কতটা এগিয়েছে বাংলাদেশ!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১



বিজয় দিবষের শুভেচ্ছা সবাইকে, সেই সাথে অভিন্দন সেই সব মুক্তিযোদ্ধাকে যাদের সিমাহীন ত্যাগ ও সাহসের বিনিময়ে আজকের এই বিজয় , আজকের এই বাংলাদেশ। আজকে আমাদের প্রত্যেকের সামাজিক ও অর্থনৈতিক যে অবস্থান তা সম্ভব হয়েছে কারন ৭১ এর ঐ প্রজন্ম আমাদের কে এই জায়গা করে দিয়েছিলেন দেশ স্বাধীন করার মাধ্যমে। আমরা হয়তো মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ মুল্যায়ন করতে পারিনি , হয়তো বা তাদের স্বপ্নের সবটুকু পুরোন হয়নি। কিন্তু যে আখংকা নিয়ে তারা দেশ স্বাধিন করেছেন , সেই পথে আমরা কতটুকু এগিয়েছি তার কিছু পরিসংখান তুলে ধরলাম, যেটা দেখে জীবিত মুক্তিযোদ্ধারা হয়তো গর্ব করতে পারেন এই ভেবে যে তাদের ত্যাগ সম্পুরন ব্যার্থ হয়নি। কারন আজ থেকে ৪৪ বছর আগে বিজয়ের এই দিনে রিক্তহস্তে যাত্রা শুরু করেছিল স্বাধীন বাংলাদেশের অর্থনীতি। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, স্বজন হারানো মানুষের আহাজারি, অভাব-অনটনে জর্জরিত সাড়ে ৭ কোটি মানুষের এই দেশে সে সময় ছিল না সচল কোনো শিল্প-কারখানা,বিদ্ধস্ত ছিল দেশের সকল রাস্তা -ঘাট, রাজকোষ ছিল একেবারে শূন্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভও শূন্যের ঘরে। সেই শূন্য থেকে মানুষের হাড়ভাঙা শ্রমে আজ মহীরুহে রূপ পেয়েছে অর্থনীতি। তিল তিল করে গড়ে ওঠা এই অর্থনীতিই এখন নিজের শক্তিতে পদ্মা সেতুর মতো বিশাল অবকাঠামো নির্মাণকাজে হাত দিয়েছে। শুধু তাই নয়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের মতো ব্যয়বহুল প্রকল্পও বাস্তবায়ন করতে যাচ্ছে।

এই সময়ের মধ্যে আমরা মায়ানমারের ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ মিটিয়ে ও ভারতের সাথে ছিটমহল বিনিময়ের মাধ্যমে পুর্ণতা দিয়েছি আমাদের মানচিত্রের। শূন্য থেকে গড়ে ওঠা বেসরকারি খাতও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্তমানে এই খাতই অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। অর্থনীতির পাশাপাশি শিক্ষা, মানবসম্পদ, সামাজিক সুরক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তাছাড়া যুদ্ধোপরাধীদের দম্ভ চুর্নকরে , তাদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে আমরা মিটিয়ে ফেলছি ইতিহাসের দায়।

আজকে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে বহু পথ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এ অর্জনে কেবল পাকিস্তানকেই নয়, অর্থনীতি ও সামাজিক নানা সূচকে ভারতের চেয়েও বেশ এগিয়েছে বাংলাদেশ। তাই না পাওয়ার হতাশা নয়,চলুন সবাই মিলে আর একটু এগিয়ে নিয়ে যাই আমাদের এই সম্ভবনার বাংলাদেশ কে , আরো বেশী ভালবাসতে শিখি নিজের দেশকে দেশের মানুষ কে। আবারও সবাইকে বিজয় দিবষের শুভেচ্ছা।
_________________________________________________________________
সুচক.।................................................১৯৭২...........................................২০১৫
_________________________________________________________________
মাথাপিছু আয় (ডলার)........................................১২৯ ...............................................১,৩১৪
________________________________________________________________
আয়ের হিসাবে র‌্যাংক....................................দরিদ্র দেশ....................................মধ্যম আয়ের দেশ
________________________________________________________________
অর্থনীতির সাইজ................................................. - ..................................................৪৪ তম
________________________________________________________________
বাজেট (কোটি টাকা).........................................৭৮৬...............................................২,৯৫,০০০
________________________________________________________________
জিডিপি (%).......................................................২.৫.................................................৬.৫
________________________________________________________________
মাথাপিছু বরাদ্দ(টাকা)........................................১০৪.৮............................................১৯,৬০০
________________________________________________________________
গড় আয়ু(বছর)....................................................৩৮.................................................৭১
________________________________________________________________
দারিদ্র সীমার হার(%)......................................... ৮৮ .................................................৩১
________________________________________________________________
স্বাক্ষরতার হার(%)..............................................২২ .................................................৭১
________________________________________________________________
এডিপি (কোটি টাকা)......................................... ৫০১......................................... ..... ৯৭,০০০
________________________________________________________________
রপ্তানি আয়(কোটি ডলার)......................................৩৩ ......................................... ..... ৩,১২০
________________________________________________________________
বৈদেশিক মুদ্রার রিজার্ভ (কোটি ডলার).......................২................................................ ২,৭০০
________________________________________________________________
রেমিটেন্স (কোটি ডলার).....................................০.৮০......................................... ......১,৫৩০
________________________________________________________________
বিদ্যুত উতপাদন (মেগাওয়াট)...............................৪৫৫......................................... ...১১,৮৭৭
________________________________________________________________
মাথাপিছু সঞ্চয় (জিডিপি %)....................................২......................................... ........১৯
________________________________________________________________

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

ভোরের শিশির । বলেছেন: মাথাপিছু ১৩১৪ ডলার ???? তবে আমার গুলো কোথায় ??????? :( :|| B:-)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

নতুন বাঙ্গাল বলেছেন: আপনার টা পান নাই, মনে হয় রিজার্ভ আছে, তাড়াতাড়ি ব্যাংকে যান।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:

"আজকে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে বহু পথ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এ অর্জনে কেবল পাকিস্তানকেই নয়, অর্থনীতি ও সামাজিক নানা সূচকে ভারতের চেয়েও বেশ এগিয়েছে বাংলাদেশ। "
"মাথাপিছু আয় (ডলার)........................................১২৯ ...............................................১,৩১৪ "

-ভারতের মাথাপিছু: ১৭০০ ডলার

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

নতুন বাঙ্গাল বলেছেন: অভিন্দন আপনাকে। আজকের এই বিজয় আপনাদের জন্যই, আর আমার এই লেখা আপনাকে উতসর্গ করে লিখা। আমি আসলে বলিনি সব সুচকে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে। কিন্তু আপনি জানেন, স্যানিটেশন, শিশুমৃতু হার হ্রাস,নারীর খমতায়ন সহ নানা সুচকে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলছে। এমনকি পোশাক রপ্তানিতে আমরা বিশ্বে দিত্বীয়। ধন্যবাদ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:

প্রতিটি জাতির নিজস্ব কিছু স্বভাব থাকে, সেদিক থেকে বাংগালীরা ভারতীয়দের থেকে আলাদা; কিন্তু বড় চালিকা হচ্ছে, শিক্ষা, চাকুরী, অর্থাৎ অর্থনীতি; এখানে আমাদেরকে সকল শক্তি নিয়োগ করতে হবে।

আপনাকে বিজয়ের শুভেচ্ছা।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

নতুন বাঙ্গাল বলেছেন: আমরা এগিয়ে যাবই, কারন এদেশের মানুষ খুব দ্রুত ঘুরে দাড়াতে পারে যেকোন পরিস্ঠিতি থেকে।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশ আরও এগিয়ে যাক । তবে সঞ্চয় বাড়াতে হবে

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

নতুন বাঙ্গাল বলেছেন: বাংলাদেশের মানুষ মোটামুটি সঞ্চয়ী, তবে জীবন জাপনের ক্ষেত্রে সাচ্ছন্দ ও রুচিবোধ খুব বেড়েছে, যেটার ফলে অর্থনীতি সচল থাকে সবকিছুর পরেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.