| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
আমি চাদগাজী সাহেবকে চিনি বিগত ৭ বছরের বেশি সময় ধরে। পরিচয়টা 'আমার ব্লগে' যেখানে উনি 'ফারমার' নিকে লিখতেন। আমি উনার লিখা নিয়মিত পরতাম কারন উনার চিন্তাধারায় একটা ভিন্নতা আছে।তবে আমার জন্য সবচেয়ে অবাক করা বিষয় ছিল, একদিন উনি আমার সবশেষ একটা পোষ্টে কমেন্ট করে বললেন আমি নিয়মিত লিখছি না কেন? সহ বল্গারদের এভাবে উতসাহ দেয়ার ব্যাপার টি সত্যি উনার এক অবাক করা গুন।এছারা উনার সেন্স ওফ হিউমার অসাধারন, উনার প্রতি নোংরা তির্যক মন্তব্যের প্রতি উত্তরে উনি এমন হালকা রসিকতার ছলে মারাত্মক খোচা দিতে পারেন , যা সত্যিই অসাধারান।   
এক সময় যখন আমার ব্লগ ছেড়ে উনি সামুতে এলেন , উনার লিখে পরে আমার ১ মিনিটও সময় লাগেনি যে উনি আমার ব্লগের 'ফারমার' সাহেব। উনার লিখার সবচেয়ে বড় ব্যাপার হল , আপনি বিরক্ত হবেন, আপানার কাছে ফালতু মনে হবে, কিন্তূ আপনি ইগনোর করতে পারবেন না। 
আর একটি ব্যাপার  হল উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমার জানামতে উনি একমাত্র মুক্তিযোদ্ধা ব্লগার, তাই উনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেশি। 
বাংলাদেশে সামু ব্লক থাকায় বেশ অনেকদিন ব্লগে আসা হয়নি। কিন্তু সম্প্রতি ব্লগ খুলে দেওয়ার পর এসে দেখি 'চাদগাজি' সাহেব অনুপস্থিত। উনার অনুপস্থিতি ব্লগে খুব প্রবলভাবে অনুভুত হচ্ছে । তাই উনাকে নিয়ে পোস্ট দিলাম এই আশায় যদি উনি কমেন্ট করেন। 
প্রিয় চাদগাজি আপনি আমাকে নিয়মিত লিখতে উতসাহ দিয়েছিলেন, এখন আমি আপনাকে আহবান করছি, আপনি ব্লগে ফিরে আসুন।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০৬
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি ঠিকই বলেছেন, আমিও পারিনি ইগনোর করতে।
২| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেব অনুপস্থিত ক্যান?
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১২
নতুন বাঙ্গাল বলেছেন: ইহা ভাই জাতীয় প্রশ্ন , উত্তর খুজতেছি ভাই। আপনাকে ধান্যবাদ।
৩| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৯
জুন বলেছেন: ব্লগার চাঁদগাজী গত আটমাস সামু যখন বন্ধ ছিল তখন বিরতিহীনভাবে আমাদের সাথে ব্লগিং করে গেছেন। উনি দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন । এবার আমাদের প্রিয় ব্লগের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্যও অবিরাম কলম যুদ্ধ চালিয়ে গেছেন। উনি কি ক্লান্ত আরেকটি যুদ্ধের পর ? উনাকে দেখি না কেন ?? ফিরে আসুন
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৩
নতুন বাঙ্গাল বলেছেন: জি , ফিরে আসার অপেক্ষায় আমরা সবাই । আপনাকে ধন্যবাদ।
৪| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: চাঁদাগাজী ভাইয়ের সবশেষ পোস্ট ১লা নবেম্বর । পোস্ট শুরুতে উনি জানিয়েছেন যে, কিছু দিনের জন্যে উনি নিজ শহরের বাহিরে যাচ্ছেন। এছাড়াও উনি ওনার পোস্টের মন্তব্যে বলেছেন যে, উনি কিছু দিনের জন্যে ছুটি নিয়েছেন। ছুটিতো অনেক দিন হয়ে গেল, আশা করি দু একদিনের মধ্য উনি ব্লগে এসে পড়বেন।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১০
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ আপনাকে, কিছু একটা কারন তো নিশ্চই আছে। উনি সুস্থ ভাবে ফিরে আসলেই আমরা খুশি।
৫| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ভুলে নাই, ছাড়ে নাই চাঁদগাজী সামু
অভিমানে মুখ লুকিেয়ে রইছে এই মামু।
এমন করে কান্নাকাটি আর লাগেনা ভালো,
ফিরে আসো গাজীসাব মুখটি কেন কালো?
তার বিরহে রাজীব নূর ছেড়ে গেছে সামু 
কেউকি যানো কোথায় গেলে তারে খুঁজে পামু।
বরণ ডালা সাজাও সবাই তাদের
বরণ করতে যামু!!
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৩
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: উনি ওনার শেষ পোস্টে বলে গিয়েছিলেন যে উনি কিছুদিনের জন্য নিজ শহরের বাইরে যাচ্ছেন। এ কথার উপর ভিত্তি করে ওনার অসুস্থতার কথাটি মাথায় আনতে চাচ্ছিনা। আশা করছি, উনি কোথাও বেড়াতে গিয়েছেন। হয়তো বাংলাদেশেও বেড়াতে এসে থাকতে পারেন। যদি তাই হয়, তবে ওনাকে অনুরোধ করবো, সে খবরটা ব্লগে জানিয়ে যাবার জন্য। আমরা তো অনেকেই ওনার সাথে এক কাপ চা খেতে চাইবো বলে আমি মনে করি। 
আপনার পোস্টে ব্যক্ত সহমর্মিতার পরিচয় মুগ্ধ হ'লাম। + +
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৭
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই। সত্যি বলতে কি বাংলা ব্লগের জায়গাটা খুব ছোট হয়ে গেছে। এখন দুই চারজন সিনিয়র ব্লগারদের মধ্যে উনি একজন। তাই উনার মত ব্যাক্তিদের উপস্থিতি খুব দরকার।
৭| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ছুটিতে কিংবা শহরের বাইরে গেলে
ব্লগে আসা যাবেনা, কিংবা লেখা যাবেনা
এমন শর্ত কে দিয়েছে। পৃথিবী যেখানে
হাতের মুঠোয় আর ব্লগ যগন আঙ্গুলের মাথায়
তখন বেড়ানো আর ছু্টির অযুহাত কেবল মাত্র
দুগ্ধপোষ্য শিশুরই হতে পারে কারণ 
চাঁদগাজী চাঁদে তো যান নি!!
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৮
নতুন বাঙ্গাল বলেছেন: উনি যেখানেই জান ফিরে আসলেই আমরা খুশি।
৮| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৮
আনমোনা বলেছেন: উনার শেষ লেখায় বলেছিলেন লেখা কম পড়া হবে। 
তাই বলে একেবারে জিরো হয়ে যাবে ভাবিনি। আশা করি উনি সুস্থ আছেন । শিগ্রই ফিরে আসবেন। 
ব্লগার রাজীব নুর যতদুর জানি কিছুদিনের জন্য দেশের বাইরে আছেন।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৯
নতুন বাঙ্গাল বলেছেন: উনি বহুদিন ধরেই দেশের বাইরে। এখন অন্য কোন দেশে গেছেন কিনা সেটাই ভাবার বিষয়।
৯| 
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৪৩
জাহিদ  হাসান বলেছেন: ব্লগ যখন বন্ধ ছিল তখন তিনি নিয়মিত ব্লগিং  করে গেছেন। 
ব্লগ খুলল আর তিনিও হারিয়ে গেলেন।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২০
নতুন বাঙ্গাল বলেছেন: সেটাই ভাবছি। যাই হোক উনি ফিরে আসলেই হয়।
১০| 
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৭:৪৮
ঢাবিয়ান বলেছেন: ব্লগার চাঁদগাজী বৃ্দ্ধ মানুষ। অবসর কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন ব্লগিং যে কারনে ব্লগে সবচেয়ে বেশি সময় একমাত্র তাকেই দেখা যেত । তাই তার অনুপস্থিতিটা খুব বেশি অনুভুত হচ্ছে। গুরুতর কোন কারন না ঘটলে তার অনুপস্থিত থাকাটা কিছুটা অস্বাভাবিকই বটে। 
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২২
নতুন বাঙ্গাল বলেছেন: সেটাই ভাই। উনি খুটে খুটে প্রতিদিন ব্লগে লিখা পরে কমেন্ট করতেন।
১১| 
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:২৯
হাসান জামাল গোলাপ বলেছেন: একজন ব্লগারের জন্য আরেকজন ব্লগারের স্মরণ করাকে শ্রদ্ধা জানাচ্ছি, চাঁদগাজী ভাই আওয়াজ দিন।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২৪
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে ব্লগ একটা পরিবারের মত , তাই সবার প্রতি শ্রদ্ধা থাকাটাই উচিত।
১২| 
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি সামুতেও ফারমার নিকে লিখেছেন। উনাকে মিস করছি।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০৯
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই, উনার অনুপস্থিতি খুব অনুভব করছি। আশা করি তিনি ফিরে আসবেন।
১৩| 
১৪ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তিনি যেন ভালো থাকেন এবং অবশ্যই যেন দ্রুত ফিরে আসেন। উনাকে মিস করছি।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০৮
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই, উনার অনুপস্থিতি খুব অনুভব করছি। আশা করি তিনি ফিরে আসবেন।
১৪| 
১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার সুস্থতা, সুস্বাস্থ্য এবং দারুন প্রত্যাবর্তন কামনা করছি।
 
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০৭
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও সেই কামনা করি। উনার থেকে জানার অনেক কিছু আছে।
১৫| 
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আমি উনাকে খুঁজে বের করবোই।
 
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:১১
নতুন বাঙ্গাল বলেছেন: রাজিব ভাই, কোথায় খুজবেন ?আমার জানামতে উনি আমেরিকায় থাকেন। ওখানেই উনার ছেলে মেয়ে সেটেল। দেশে আসেন খুব কম। যাই হোক উনার ফেসবুক আইডি পেলে আপডেট জানা যেত। কিছু পেলে জানাবেন ভাই। আচ্ছা আপনি তো বেশ ঘুরে বেড়ান, একদিন আসেন না আমার অফিসে। আর আপনার ফোন নাম্বার টা দিবেন ? আসলে আপনার মাঝে কেন যেন হিমুকে খুজে পাই।
১৬| 
১৯ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১০
ল বলেছেন: ভাল্লাগছে আপ্নের কথাগুলো।।।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ।
১৭| 
২৫ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন: 
আমার প্রতি আপনার মহানুভবতা আমাকে মনে করায়ে দিয়েছে যে, আমি কখনো একা নই।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
নতুন বাঙ্গাল বলেছেন: আপনার মত মানুষকে 'মহানুভাবতা' দেখানোর মত সামর্থ্য আমি রাখি না। আপনি নিজে মহানুভাব, মুক্তিযোদ্ধা , সিনিয়ার সিটিজেন, শ্রদ্ধেয় মানুষ, আপনার খোজ নেয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৩
তারেক ফাহিম বলেছেন: সামু ব্লগে উনার হাতের খড়ি আমিও ছিলাম।
উনার লিখার সবচেয়ে বড় ব্যাপার হল , আপনি বিরক্ত হবেন, আপানার কাছে ফালতু মনে হবে, কিন্তূ আপনি ইগনোর করতে পারবেন না। হুম উনার লিখা ইগনোর করার মত তেমন কিছুই থাকে না।