নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

মুবাশ্বির

মুবাশ্বির › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারীর.......

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপিকা --- ড. সুফিয়া আহমেদ।



প্রথম নারী ডীন (ঢাকা বিশ্ববিদ্যালয়) --- বেগম আজিজুন্নেসা।



প্রথম নারী প্রো-ভিসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) --- জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।



কর্মকমিশন সচিবালয়ের প্রথম নারী চেয়ারম্যান --- জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।



প্রথম নারী অধ্যক্ষ --- অধ্যাপিকা ড. হোসনে আরা তাহমিন (চারু)।



বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক --- ড. নীলিমা ইব্রাহিম।



বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক --- নাজনীন সুলতানা।



রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক --- আনিসা হামিদ (সোনালী ব্যাংক)।



ব্যাংকিং খাতে প্রথম নারী মহাব্যবস্থাপনা পরিচালক --- আনিসা হামিদ (কমার্স ব্যাংক)।



সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি --- বেগম নাজমুন আরা সুলতানা।



প্রথম মহিলা আইনজীবি --- সিগমা হুদা।



প্রথম নারী ব্যারিষ্টার --- রাবেয়া ভুঁইয়া।



প্রথম নারী কাস্টমস কমিশনার --- হাসিনা খাতুন।



প্রথম নারী ওসি --- রাশিদা পারভীন।



প্রথম নারী ব্রিগেডিয়ার --- সুরাইয়া বেগম।



"সোর্ড অব অনার" লাভকারী প্রথম নারী --- মারজিয়া ইসলাম।



প্রথম নারী বৈমানিক --- কানিজ ফাতেমা রোকসানা।



"অল উইমেন ফ্লাইট" পরিচালনাকারী প্রথম নারী --- ক্যাপ্টেন শাহানা।



প্রথম "বীর প্রতীক" খেতাব লাভকারী নারী --- ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) ও মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী)।



প্রথম নারী রাষ্ট্রদূত --- মাহমুদা হক চৌধুরী।



প্রথম নারী কূটনীতিক --- তাহমিনা খান ডলি।



প্রথম নারী সচিব --- জাকিয়া আকতার চৌধুরী।



প্রথম নারী নোটারি পাবলিক --- কামরুন্নাহার লাইলী।



প্রথম নারী প্রধানমন্ত্রী --- বেগম খালেদা জিয়া।



প্রথম বিরোধীদলীয় নারী প্রধান --- শেখ হাসিনা।



প্রথম নারী ভূতত্ত্ববিদ --- আফিয়া আকতার।



প্রথম সফল টেষ্ট টিউব বেবির নারী চিকিৎসক --- ডাঃ পারভিন ফাতেমা।



প্রথম নারী "সি এ" ডিগ্রি লাভকারী --- সুরাইয়া জান্নাত।



বাঙ্গালী প্রথম নারী চিকিৎসক --- ডাঃ জোহরা বেগম কাজী।



বাঙ্গালী প্রথম নারী গ্রাজুয়েট --- কামিনী রায় ও যামিনী রায়।



ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙ্গালী নারী --- আরতি সেনগুপ্ত (ভারত)।



বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক --- স্বর্ণ কুমারী দেবী।



প্রথম নারী মুসলিম ঔপন্যাসিক --- নূরুন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী।



প্রথম নারী কবি --- চন্দ্রাবতী।



প্রথম নারী মুসলিম কবি --- মাহমুদা খাতুন সিদ্দিকা।



প্রথম নারী মুসলিম গদ্য লেখিকা --- বিবি তাহেরুন নেসা।



বাংলা চলচ্চিত্রে প্রথম নারী অভিনেত্রী --- পূর্ণিমা সেনগুপ্ত।



প্রথম মুসলিম নারী অভিনেত্রী --- বনানী চৌধুরী।



প্রথম নারী চিত্রপরিচালক --- রেবেকা (বিন্দু হতে বৃত্ত)।



প্রথম নারী আলোকচিত্র শিল্পী --- সাঈদা খানম।



ঢাবি'র প্রথম মুসলিম ছাত্রী --- ফজিলাতুন্নেসা।



মুক্তিযুদ্ধে প্রথম নারী শহিদ --- মেহেরুন্নেছা।



বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার --- এলিজা শারমিন।



সূত্রঃ সাধারণ জ্ঞানের বই

মন্তব্য ২৯ টি রেটিং +২৩/-২

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনে তো দেখতাছি নারী বিশেষগ্য

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

মুবাশ্বির বলেছেন: এই তথ্যগুলো জোগাড় করার জন্য কি নারী বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন?
আশা করি পোষ্টটি আপনার মত ছোট্ট বাবুর কাজে আসবে, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
ভাল থাকবেন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

ফয়সালরকস বলেছেন:
প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার --- দুরাফসান চৌধুরী

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

মুবাশ্বির বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

নীরজন বলেছেন: প্রিয়তে নিলাম...............

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

ভিন্ন চিন্তা বলেছেন: প্রিয়তে নিলাম...............

পরিশ্রমের জন্য ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

পরিশ্রমের কথা বলে আর লজ্জা দিবেন না। এটা কোন পরিশ্রম না, শুধু কপি-পেষ্ট।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: প্রথম নারী ব্লগার?

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০

মুবাশ্বির বলেছেন: এই প্রশ্নের জবাব আপনি, আমি তো দিতে পারবোই না, স্বয়ং মডারেটর সাহেবও দিতে পারবেন না। ব্লগে ইদানিং মেয়ে নিক (ব্লগীয় পরিভাষায় যাহা ফুল হিসেবে পরিচিত) যে হারে বেড়েছে তাতে কে ছেলে আর কে মেয়ে বলা মুশকিল। ০১ নং কমেন্টটাই দেখুন না !!!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২০

সুবিদ্ বলেছেন: +++

......প্রথম নারী ব্যারিষ্টার রাবেয়া ভুঁইয়া কি??

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

এ রকমই তো পেলাম। যদি তথ্যে কোন ভুল থাকে তবে অবশ্যই তা সংশোধন করা হবে।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

দূর্ভাষী বলেছেন: প্রিয়তে নিলাম...........

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ..........

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

তাজা কলম বলেছেন: প্রথম বহিস্কৃত নারী কবি: তসিলমা

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল ....+

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

নীল-দর্পণ বলেছেন: শো'কেসে নিলাম। সাধারন জ্ঞানের জন্য কাজে লাগবে

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ।
শোকেসে রাখলেও মাঝেমাঝে ঝেড়ে-পুছে রাখিয়েন।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯

ত্রিশোনকু বলেছেন: অফ টপিক:

বাঙ্গালী প্রথম নারী চিকিৎসক --- ডাঃ জোহরা বেগম কাজী। তিনি এবং তার বোন ডা: শিরিন কাজী মহাত্মা গান্ধী পরিবারের পারিবারিক চিকিৎসক ছিলেন। তাদের আপন ভাই ড: আশরাফমাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটনির অধ্যাপকের সাথে মোহন দাশ করম ছাঁদ গান্ধীর আপন নাতনীর প্রেম ছিল। জনশ্রুতি আছে গান্ধীর তীব্র আপত্তিতে তাদের মধ্যে সে বিয়েটা হয়নি। ড: আশরাফ মাহমুদ চীর কুমার ছিলেন এবং উর্দূতে বেশকিছু অনবদ্য বিরহের কবিতা লিখে গেছেন। সেসবের কিছু গানে রুপান্তরিত করে আজমীর শরীফে গাওয়া হ'ত।

গান্ধী তাঁর সে নাতনীকে অন্যত্র বিয়ে দেন। সে বিয়ে টেঁকেনি।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০

মুবাশ্বির বলেছেন: পোষ্টের প্রতিটি লাইনকে যতটা সহজ মনে হয় বাস্তব হয়ত তার থেকেও অনেক ভিন্ন। হয়ত একেকটি লাইনই একেকটি ইতিহাস। আপনার তথ্যও কিন্তু তাই প্রমাণ করে। তাই আপনার মন্তব্যকে আপনি অফ টপিক হিসেবে দিয়েছেন-- এটা আপনার মহানুভবতা। আমি কিন্তু পোষ্টের একটি অংশ হিসেবেই নিলাম।

তথ্যের জন্য অনেক ধন্যবাদ।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৮

লংকার রাজা বলেছেন: প্রিয়তে........

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪১

মুবাশ্বির বলেছেন: ধন্যবাদ.....

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৭

ত্রিশোনকু বলেছেন: মুবাশ্বির,

ধন্যবাদ + এবং প্রিয়তে।

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

মুবাশ্বির বলেছেন: পোষ্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৪| ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭

সুবিদ্ বলেছেন: প্রথম নারী ব্যারিষ্টার কি সালমা সোবহান?? (রেহমান সোবহানের প্রথম স্ত্রী)....যাঁর নামে এখন বাৎসরিক স্মারক বক্তৃতা হয়......

১৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

নাজনীন১ বলেছেন: আমার তো আরো জানতে ইচ্ছা করছে, প্রথম নারী বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, সাংসদ, পৌরসভা চেয়ারম্যান, ডিটেক্টিভ, নাবিক, ডুবুরী, .........।

একজন আছেন প্রথম নারী ট্রেনচালক, টিভিতে দেখেছিলাম, নাম মনে নেই।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

তাহসিন আলম বলেছেন: প্রিয়তে

১৭| ২৪ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬

সৌম্য বলেছেন: প্রথম এভারেস্ট বেজ ক্যাম্পে পা রাখা নারীঃ রুমা আপা (ফুল নাম মনে নাই)।
প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী নারীঃ ক্যাপ্টেন শিপ্রা দাশ (ভারতীয় বাঙ্গালী, যদিও ইনি বাংলায় কথা বলতে পারেননা)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.