নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

ছাগলতন্ত্র‬

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০




অতি সম্প্রতি আমি সনদ পেয়েছি । একটি নয়, একাধিক । প্রথমটা পাওয়ার পর বিভ্রান্ত হয়েছিলাম ! বিশ্বাসই করতে পারছিলাম না নিজের সৌভাগ্য ! আমার যারপরনাই আনন্দ দেখেই সনদদাতা সনদের পদন্নোতি ঘটিয়ে দিল । আমি আনন্দমাখা বিস্ময়ে হতবাক হলাম ।
একটু খুলে বলা যাক । আমার পরম এক আপনজন আমার বিশেষ এক অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে প্রথমে আমাকে 'ছাগল' উপাধি দিলেন । বোঝা গেল তিনি আমার অজ্ঞতা সম্পর্কে তখনও সচেতন নন । আমি গাইগুঁই করতে লাগলাম । আমাকেই খুশী করতেই যেন 'রামছাগল' উপাধিটা সনদসহ দিয়ে দিলেন । আমি বিভ্রান্ত হয়ে পড়লাম । ছাগলামি হয়ত করেছি, কিন্তু রামছাগলামি কি করেছি সেটা বুঝে উঠতে পারি নি । তবে কোন প্রশ্ন করলাম না, পাছে বন্ধু খোনকারের অমর বাণী অল্প বিদ্যা ভয়ঙ্কর- এই কথাটা আবার সত্যি হয়ে ওঠে ।
আজকাল খবরের কাগজ,রেডিও টেলিভিশন বা এই জাতীয় সকল প্রকার সংবাদমাধ্যমের প্রয়োজন ফুরিয়েছে । সব সচিত্র খবর ফেসবুকেই পাওয়া যায় । তাই ' ছাগল ও রামছাগল'র ডেফিনিশন চেয়ে ফেসবুক দেয়ালে বিজ্ঞাপন দিলাম । আশাতীত সাড়া পাওয়া গেল ! আমি কৃতজ্ঞচিত্তে সেসব অধ্যয়ন করতে লাগলাম । উঁহু কোনটাই তেমন কাজের নয় । আমি আশাবাদী মানুষ । হতাশাকে কাছে ঘেঁষতে দিলাম না । আশায় বুকটা কষে বাঁধলাম । সে বাঁধন বৃথা গেল না ।
অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ডেফিনিশন । প্রখ্যাত 'ছাগল ও রামছাগল বিশেষজ্ঞ' বন্ধু আসাদুজ জামান মুল্যবান মন্তব্যটিতে প্রমাণ করে দিল যে আমি আসলেই একটা 'রামছাগল ।' আনন্দের আতিশয্য আর কৃতজ্ঞতায় আমার চোখ ভিজে উঠে কয়েক ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পড়ল । কেবল অযুত মাইল দুরত্বের কারণে আসাদুজ জামানকে বুকে জড়িয়ে ধরতে পারলাম না । আফসোস ! তবে বেশ ঈর্ষাও হল । বন্ধু আসাদুজ জামান ঢালাও ভাবে ওখানে সকল মন্তব্যকারীকে ছাগল বলেছে ! এটা একটা কথা হল ! ওরা সবাই কি আর আসাদুজ জামানের মতো ! ঈর্ষা হবে না ?
মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো আচমকা বন্ধু সাখাওয়াত সন্দেহ প্রকাশ করে বসল আমি আদৌ ভালো হবো কিনা ! তারমানে কি সাখাওয়াত চাইছে আমি মনুষ্যত্বে প্রত্যাবর্তন করি ! রাগে আমার গা জ্বলে গেল ।
আমি আমার সমস্ত অস্তিত্ব নিয়ে যখন প্রতিবাদ করব বলে তৈরি হচ্ছি, ঠিক তখনই মঞ্চে আবির্ভূত হল রসকষহীন বন্ধু জামিল । নিয়তির নির্মম পরিহাসের মতো জামিল আসদুজ জামানের শখের গোপন হাড়িটা একটা আছাড় মেরে হাটেই ভেঙে ফেলল । জানা গেল আসাদুজ জামান নাকি বহু আগে থেকেই ছাগল সম্প্রদায়ের সদস্য ! অত্যন্ত যোগ্য ছাগল হয়েও নাকি আসাদুজ জামান শুধুমাত্র ছোট কান থাকার কারণে রামছাগলে উন্নীত হতে পারে নি ! শুনে আমার একটু মন খারাপ হলেও সান্ত্বনা পেলাম এই ভেবে যে, আমার তো রামছাগল সনদ আছে । আর আসাদুজ জামান শুধুই একটা ছাগল ।
পরিশেষে বন্ধু জামিলকে জানাতে চাই, আমার পায়ের আকৃতি মোটেও গোলাকার নয় । প্রমাণ হিসেবে আমি পায়ের ছবি তুলে জামিলকে ইনবক্সে পাঠিয়েছি । আশা করছি জামিলের ভ্রান্তি দূর হয়েছে । এবং বন্ধু সাখাওয়াতকে আমাদের ছাগলের ভুবনে আমন্ত্রণ জানাতে চাই- আয় সাখাওয়াত, ছাগল হয়ে যা ।
অতি সম্প্রতি আমি সনদ পেয়েছি । একটি নয়, একাধিক । প্রথমটা পাওয়ার পর বিভ্রান্ত হয়েছিলাম ! বিশ্বাসই করতে পারছিলাম না নিজের সৌভাগ্য ! আমার যারপরনাই আনন্দ দেখেই সনদদাতা সনদের পদন্নোতি ঘটিয়ে দিল । আমি আনন্দমাখা বিস্ময়ে হতবাক হলাম ।
একটু খুলে বলা যাক । আমার পরম এক আপনজন আমার বিশেষ এক অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে প্রথমে আমাকে 'ছাগল' উপাধি দিলেন । বোঝা গেল তিনি আমার অজ্ঞতা সম্পর্কে তখনও সচেতন নন । আমি গাইগুঁই করতে লাগলাম । আমাকেই খুশী করতেই যেন 'রামছাগল' উপাধিটা সনদসহ দিয়ে দিলেন । আমি বিভ্রান্ত হয়ে পড়লাম । ছাগলামি হয়ত করেছি, কিন্তু রামছাগলামি কি করেছি সেটা বুঝে উঠতে পারি নি । তবে কোন প্রশ্ন করলাম না, পাছে বন্ধু খোনকারের অমর বাণী অল্প বিদ্যা ভয়ঙ্কর- এই কথাটা আবার সত্যি হয়ে ওঠে ।
আজকাল খবরের কাগজ,রেডিও টেলিভিশন বা এই জাতীয় সকল প্রকার সংবাদমাধ্যমের প্রয়োজন ফুরিয়েছে । সব সচিত্র খবর ফেসবুকেই পাওয়া যায় । তাই ' ছাগল ও রামছাগল'র ডেফিনিশন চেয়ে ফেসবুক দেয়ালে বিজ্ঞাপন দিলাম । আশাতীত সাড়া পাওয়া গেল ! আমি কৃতজ্ঞচিত্তে সেসব অধ্যয়ন করতে লাগলাম । উঁহু কোনটাই তেমন কাজের নয় । আমি আশাবাদী মানুষ । হতাশাকে কাছে ঘেঁষতে দিলাম না । আশায় বুকটা কষে বাঁধলাম । সে বাঁধন বৃথা গেল না ।
অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ডেফিনিশন । প্রখ্যাত 'ছাগল ও রামছাগল বিশেষজ্ঞ' বন্ধু আসাদুজ জামান মুল্যবান মন্তব্যটিতে প্রমাণ করে দিল যে আমি আসলেই একটা 'রামছাগল ।' আনন্দের আতিশয্য আর কৃতজ্ঞতায় আমার চোখ ভিজে উঠে কয়েক ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পড়ল । কেবল অযুত মাইল দুরত্বের কারণে আসাদুজ জামানকে বুকে জড়িয়ে ধরতে পারলাম না । আফসোস ! তবে বেশ ঈর্ষাও হল । বন্ধু আসাদুজ জামান ঢালাও ভাবে ওখানে সকল মন্তব্যকারীকে ছাগল বলেছে ! এটা একটা কথা হল ! ওরা সবাই কি আর আসাদুজ জামানের মতো ! ঈর্ষা হবে না ?
মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো আচমকা বন্ধু সাখাওয়াত সন্দেহ প্রকাশ করে বসল আমি আদৌ ভালো হবো কিনা ! তারমানে কি সাখাওয়াত চাইছে আমি মনুষ্যত্বে প্রত্যাবর্তন করি ! রাগে আমার গা জ্বলে গেল ।
আমি আমার সমস্ত অস্তিত্ব নিয়ে যখন প্রতিবাদ করব বলে তৈরি হচ্ছি, ঠিক তখনই মঞ্চে আবির্ভূত হল রসকষহীন বন্ধু জামিল । নিয়তির নির্মম পরিহাসের মতো জামিল আসদুজ জামানের শখের গোপন হাড়িটা একটা আছাড় মেরে হাটেই ভেঙে ফেলল । জানা গেল আসাদুজ জামান নাকি বহু আগে থেকেই ছাগল সম্প্রদায়ের সদস্য ! অত্যন্ত যোগ্য ছাগল হয়েও নাকি আসাদুজ জামান শুধুমাত্র ছোট কান থাকার কারণে রামছাগলে উন্নীত হতে পারে নি ! শুনে আমার একটু মন খারাপ হলেও সান্ত্বনা পেলাম এই ভেবে যে, আমার তো রামছাগল সনদ আছে । আর আসাদুজ জামান শুধুই একটা ছাগল ।
পরিশেষে বন্ধু জামিলকে জানাতে চাই, আমার পায়ের আকৃতি মোটেও গোলাকার নয় । প্রমাণ হিসেবে আমি পায়ের ছবি তুলে জামিলকে ইনবক্সে পাঠিয়েছি । আশা করছি জামিলের ভ্রান্তি দূর হয়েছে । এবং বন্ধু সাখাওয়াতকে আমাদের ছাগলের ভুবনে আমন্ত্রণ জানাতে চাই- আয় সাখাওয়াত, ছাগল হয়ে যা ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: ছাগল হইয়া ভালো থাকতে পারলে ছাগলই হন। দলবলসহই হন। কিন্তু সামনে কুরবানীর ঈদ, এইবার দেশে যেমন গরু সংকট চলতেছে, ছাগল নিয়া টানাটানি লাগতে পারে কিন্তু ;)

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৫

মুবিন খান বলেছেন: লেখক বলেছেন: এইভাবে তো ভেবে দেখি নাই ! আমি অবশ্য অবশ্যই আগামী কুরবানীর ঈদের আগে গাধায় রূপান্তরিত হবো তাহলে । বাংলাদেশে গাধা নাই । সে হিসেবে সমাজে একটু দাম পাওয়া যাবে বলে মনে হয়, কি বলেন ? আপনাকে অনেক ধন্যবাদ ভাই । আপনার কারণে এইবারের মতো প্রাণে বেঁচে গেলাম !

২| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১০

চাঁনপুইরা বলেছেন: ভালই দিলেন জনাব, ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৪

মুবিন খান বলেছেন: অভিনন্দন গ্রহণ করলাম ।

৩| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই হবে। তবে বেকায়দায় ভোল পাল্টাইতে থাইকেন। জগতের সকল প্রানী সুবিধাবাদী হোক :P

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

মুবিন খান বলেছেন: জগতের সকল প্রাণী সুবিধাবাদীই বটে । তবে আপন প্রাণ বাঁচানোটা সুবিধাবাদীতার অন্তর্ভুক্ত কিনা এটা একটা গবেষণার বিষয় হতেই পারে । যারা নিজেকে 'সুবিধাবাদী প্রাণী নয়' ভাবছেন তাঁদের উচিত এই গবেষণাটা করে দেওয়া । এতে আর কিছু না হোক ওইসব নিরীহ গোবেচারা প্রাণীকুল উপকৃত হবে । প্রাণে বাঁচবে ।

৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনি করবেন গবেষনা নাকি করবেন না? তাইলে আপনার স্বরুপ জানা যাইতো ;)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

মুবিন খান বলেছেন: স্বরূপ তো ভাই জানিয়েই দিয়েছি ... রামছাগল ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭

মাশকুর চৌধুরী বলেছেন: সবই ঠিক আছে তবে একটা জায়গায় কিছুটা পরিবর্তন দরকার

তা হলো

``অল্প শিক্ষা ক্ষতিকর
বেশী শিক্ষা ভয়ংকর''

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

মুবিন খান বলেছেন: হু, ঠিকই বলেছেন । তবে এখন আর পরিবর্তনের দরকার নেই, আপনি যুক্ত করে দিয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.