নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

‘আমি ছিলাম আইসিসদের যৌনদাসী। আমি আমার সেই গল্পটাই বলি কেননা এটিই আমার সেরা অস্ত্র’ – নাদিয়া মুরাদ

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৯


আইসিস ২০১৪ সালের আগস্টে উত্তর ইরাকের কোচো গ্রামটিতে হামলা চালায়। সেখান থেকে অন্যান্য ইয়াজিদি নারীদের সঙ্গে নাদিয়া মুরাদকেও আইসিস অপহরণ করে। তারা নাদিয়া মুরাদের ছয় ভাই আর মাকে হত্যা করে নাদিয়ার বোনদেরও বন্দী করে নিয়ে যায়। ২০১৮ সালে নাদিয়া মুরাদ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ডেনিস মুকওয়েজের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই লেখাটি প্রকাশনা সংস্থা ভিরাগো প্রকাশিত নাদিয়া মুরাদের আত্মজীবনীমূলক ‘দ্য লস্ট গার্ল: মাই স্টোরি অব ক্যাপটিভিটি অ্যান্ড ফাইট এ্যাগেইনস্ট দ্য ইসলামিক স্টেট’ গ্রন্থর নির্বাচিত অংশ। লেখাটি দ্য গার্ডিয়ান পত্রিকার ৬ অক্টোবর ২০১৮ সংখ্যার সৌজন্যে ইংরেজি থেকে অনুদিত।


অনুবাদ: মুবিন খান

যৌনদাসীদের বাজারটি রাতের বেলায় খোলা হত। আমরা নিচের তলায় জঙ্গীদের কথাবার্তা শুনতে পেতাম যে তারা নাম লেখাচ্ছে, গোছগাছ করছে; এবং তারপর যখন প্রথম লোকটি আমাদের ঘরে ঢুকত, সকল মেয়েরা চিৎকার করে উঠত। দৃশ্যটা ছিল একটা বিস্ফোরনের মত।
আমরা আহতর মত আর্তনাদ করে কাঁদতাম, বমি করে ঘর ভাসিয়ে দিতাম কিন্তু কিছুই জঙ্গীদের থামাতে পারত না। আমরা যখন আর্তনাদে চিৎকার করছি তখন তারা ঘরময় ঘুরে ঘুরে আমাদের দেখতে থাকত, সবচেয়ে সুন্দর মেয়েদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করত, ‘তোমার বয়স কত?’
মেয়েটার চুল পরিক্ষা করত, মুখ পরিক্ষা করত এবং রক্ষীর কাছে জানতে চাইত, ‘এরা সবাই কুমারী, তাই না?’
রক্ষী লোকটা দ্রুত মাথা নেড়ে বলত, ‘নিশ্চয়ই!’
একজন দোকানি যেভাবে নিজের পণ্যকে উৎকৃষ্ট জাহির করে গর্ব করে, ঠিক সেভাবেই। তখন জঙ্গীরা ইচ্ছেমত আমাদের শরীরের যত্রতত্র স্পর্শ করত, আমাদের বুকে, পায়ে তাদের হাত বুলিয়ে দিত যেন আমরা পশু। জঙ্গীরা ঘরে বিশৃঙ্খল পায়চারি করতে করতে মেয়েদের পরিক্ষা করত আর আরবিতে অথবা তুর্কমেন ভাষায় প্রশ্ন করত, তখনই এসব ঘটত।
‘শান্ত হও!’ জঙ্গীরা চেঁচিয়ে ধমকে উঠত।
‘চুপ কর!’
কিন্তু তাদের সেই ধমক আমাদের আর্তনাদের তীক্ষ্ণতা আরও বাড়িয়ে দিত।
এই ভাবনাটা মোটামুটি অবশ্যম্ভাবী ছিল যে জঙ্গীরা হয়ত আমাকেই নিয়ে যাবে। আমি এত সহজে সেটা হতে দিতে পারি না। আমি আর্তনাদ করে উঠি, চিৎকার করতে থাকি, আমাকে ধরতে এগিয়ে হাতকে থাপড়ে সরিয়ে দিতে থাকি। অন্য মেয়েরাও এমনটাই করছিল। তারা নিজেদের শরীরটাকে কুঁকড়ে ছোট করে মেঝের সঙ্গে মিশিয়ে ফেলতে চাইছিল, নিজেদের শরীরটাকে তাদের বোন-বন্ধুদের দিকে ছুঁড়ে দিচ্ছিল, যেন তাদের রক্ষা করতে পারে।
আমিও মেঝেতে শুয়ে পড়লাম তখন আমাদের মাঝখানে আরেক জঙ্গী এসে থমকে দাঁড়িয়ে পড়ল। ওই লোকটি ছিল উচ্চপদস্থ জঙ্গী। সে সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। হার্দানের আরেক ইয়াজিদি তরুণী। তার পরিকল্পনা ছিল মেয়েটিকে বদলে এখান থেকে অন্য আরেকটা মেয়ে নিয়ে যাবে। লোকটা জোরে ধমকে উঠল, ‘চুপ কর!’
কিন্তু আমি থামছি না দেখে সে আমাকে লাথি মারল, তারপর আবারও ধমকে উঠল, ‘অ্যাই তুমি! গোলাপি জ্যাকেট, উঠে দাঁড়াও!’
লোকটার চওড়া মুখটার মাংসের গভীরে তার কুতকুতে চোখ দুটো ডেবে রয়েছে, আর সারা মুখটা যেন দাড়ি নয়, চুল দিয়ে আবৃত। লোকটাকে মানুষ নয়, একটা ভয়ঙ্কর দৈত্যর মত দেখাচ্ছিল। উত্তর ইরাকের সিঞ্জার আক্রমণ করে সেখানকার মেয়েদের যৌনদাসী হিসেবে ব্যবহার করা যুদ্ধক্ষেত্রর আরোপিত সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্তটা ছিল লোভী সৈনিকদের।
এর পুরো পরিকল্পনাটিই আসলে ইসলামিক স্টেটের; যে তারা যেভাবে আমাদের বাড়ি এসেছিল, কিভাবে কোন মেয়েদের কেনাবেচা করবে, কোন্ কোন্ জঙ্গীরা সাবায়া বা যৌনদাসী প্রাপ্যতা অর্জন করবে, বা কাদের যৌনদাসী প্রদান করা উচিত। এমনকি তারা যৌনদাসী নিয়োগের জন্যে তাদের চকচকে পত্রিকায় এ বিষয়ে অপপ্রচার চালিয়েছে, আলোচনা করেছে, দাবি তুলেছে। কিন্তু এ বিষয়ে আইসিস বা তার সদস্যরাই আসলে প্রথম নয়। ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসাবে পুরো ইতিহাস জুড়েই ব্যবহার করা হয়েছে।
এসব কিছু ঘটে যাওয়ার আগে আমি কখনও ভাবতে পারি নি রুয়ান্ডার নারীদের সঙ্গে আমার কোনকিছুর সমিল থাকতে পারে। রুয়ান্ডা নামে কোন দেশ আছে এটাই আমার জানা ছিল না। অথচ এখন আমি নিদারুণভাবে তাদের সঙ্গে মিশে গিয়েছি। যুদ্ধাপরাধের শিকার যে কারও পক্ষেই এইসব নিয়ে কথা বলা সত্যিই খুব কঠিন, আইসিস সিঞ্জারে আসার ষোল বছর আগে এর জন্য কাউকে অভিযুক্ত করে কার্যকর ব্যবস্থা নেয় নি।
নিচের তলায় জঙ্গীদের একজন আমাদের নাম, আমাদের কাকে কোন্ জঙ্গী নিয়ে যাচ্ছে সেসব আর মেয়ে-বিক্রির টাকা পয়সার লেনদেন খাতায় লিখে রাখছিল। আমি ভাবছিলাম সালওয়ান আমাকে নিয়ে যাচ্ছে। তাকে প্রচন্ড শক্তিশালী দেখাচ্ছিল যেন খালি হাতেই আমাকে মেরে ফেলতে পারে। সে যাই করুক আর আমি যতই প্রতিরোধ করি, আমার পক্ষে ওর সঙ্গে লড়াই করা সম্ভব নয়। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন একই সঙ্গে পচা ডিম আর সুগন্ধির গন্ধ পেয়েছে।
আমি মেঝের দিকে তাকিয়ে ছিলাম, আমার পাশ ঘেঁষে হেঁটে চলা জঙ্গি আর মেয়েদের পায়ের পাতা আর গোড়ালির দিকে দেখছিলাম। ভিড়ের মধ্যে হঠাৎ ছেলেদের স্যান্ডাল চোখে পড়ল, পায়ের গোড়ালি চর্মসার, প্রায় মেয়েদের মত। কি করছি সেটা বুঝে ওঠার আগেই সেই পা জোড়ার ওপর ঝাঁপিয়ে পড়লাম আমি। কাঁদতে কাঁদতে তার কাছে ভিক্ষা চাইতে লাগলাম, ‘আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, আপনি যা বলবেন আমি তাই করব, আমি ওই দৈত্যটার সঙ্গে যেতে চাই না।‘
কেন জানি না ওই হালকা পাতলা লোকটি রাজি হয়ে গিয়েছিল, শুধু আমার দিকে একবার দেখেই সালওয়ানের কাছে গিয়ে বলল, ‘এই মেয়েটা আমার।’
সালওয়ান কোন তর্কে যায় নি।
সেই হালকা পাতলা লোকটা ছিল মসুলের একজন বিচারক। কেউ তার অবাধ্য হত না। আমি তার পেছন পেছন নিচের ডেস্ক পর্যন্ত গেলাম। ‘তোমার নাম কি?’ তার কথার ভঙ্গি নরম হলেও কন্ঠস্বর নির্দয়ের মত।
‘নাদিয়া।’ বললাম আমি। তারপর সে নিবন্ধনকারির দিকে ঘুরে দাঁড়াল।
মনে হল যে লোকটা আমাদের নাম ধাম খাতায় লিখে রাখছিল সে তাকে আগে থেকেই চেনে। আমাদের নাম এভাবে লিখল, ‘নাদিয়া, হাজি সালমান’- এবং যখন আমাদেরকে যে লোকটা বন্দী করে এনেছে তার নাম বলল, আমার মনে হল যেন তার গলাটা একটু কেঁপে উঠল, যেন সে ভয় পেয়েছে। আর আমি তখন আবিষ্কার করলাম আমি বিশাল একটা ভুল করে ফেলেছি।
২০১৫ সালের নভেম্বরে, এক বছর তিন মাস পর আইসিস আমার নিজের গ্রাম কোচো আসার পর সংখ্যালঘু বিষয় নিয়ে জাতিসংঘ ফোরামে কথা বলতে আমি সুইজারল্যান্ড যাব বলে জার্মানি ছাড়লাম। সেই প্রথমবার আমি আমার গল্প অনেক মানুষের সামনে বলেছিলাম।
আমি সেখানে সবকিছু নিয়েই কথা বলতে চেয়েছিলাম- যেসব শিশুরা আইএসের কাছ থেকে পালাতে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মরে গেছে, যে পরিবারগুলো এখনও অসহায়ভাবে পাহাড় পর্বতে আটকা পড়ে আছে, হাজার হাজার যেসব নারী আর শিশু এখনও আইএসের হাতে বন্দী হয়ে আছে, এবং আমার ভাইয়েরা একটা হত্যাযজ্ঞর জায়গায় কি দেখেছিল; আমি ছিলাম হাজার হাজার ইয়াজিদি বন্দীদেরই একজন। আমার সম্প্রদায়ের মানুষেরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিল। ইরাকের অভ্যন্তরে, সীমান্তর ওপারে উদ্বাস্তু হয়ে ধুঁকে ধুঁকে বেঁচেছিল। অন্যদিকে কোচো তখনও আইসিস দখল করে রেখেছে। ইয়াজিদিদের কপালে কি ঘটছে তার অসংখ্য গল্প রয়েছে সেখানে যা পৃথিবীর শোনা দরকার।

আমি সেখানে বলতে চাইছিলাম, এখনও আরও অনেককিছু করা দরকার। সিঞ্জারের সকলকে মুক্ত করে ইরাকের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে একটা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা দরকার। নেতা থেকে শুরু করে যেসব সাধারণ নাগরিকেরা পর্যন্ত আইসিসকে সমর্থন করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার।
আমি সেদিন হাজি সালমানের কথা দর্শক-শ্রোতাদের বলতে চাইছিলাম, সে আমাকে কত অসংখ্যবার ধর্ষণ করেছে আর আমি সেই নির্যাতনের সাক্ষী হয়েছি। সত্যি বলতে তখনই জীবনের সবচেয়ে কঠিনতম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছিলাম।
নিজের বক্তব্য পাঠ করে নিজেই ঝাঁকুনি খেয়ে উঠেছি। সাধ্যমত নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে করতে বলে গেছি কীভাবে আমাদের কোচো থেকে ওরা আমাকে আর আমার মত মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে সাবায়া বা যৌনদাসী বানিয়ে ফেলল। বলে গেছি কীভাবে আমাকে বারবার ধর্ষণ করেছে, নির্যাতন চালিয়েছে। অবশেষে কীভাবে আমি সেখান থেকে পালিয়ে আসতে পেরেছি।
আমি বলে গেছি, কীভাবে তারা আমার ভাইদের খুন করেছিল। আপনার যখন এইরকম গল্প থাকবে তখন সে গল্প বলাটা এতটা সহজ হবে না। যতবারই আপনি সে গল্প বলতে যাবেন, ততবারই আপনি সেই যন্ত্রণাগুলো নতুন করে অনুভব করবেন।
আমি যখন কাউকে সেই চেকপয়েন্টের গল্পটা বলি যেখানে ওরা আমাকে ধর্ষণ করেছিল, অথবা হাজি সালমান যেভাবে কম্বল চাপা দিয়ে আমাকে চাবুক মেরেছিল, কিংবা মসুলের নিকষ কালো অন্ধকার আকাশের নিচে প্রতিবেশিদের মাঝে সাহায্যর চিহ্ন খুঁজছিলাম, সেই মুহূর্তর স্মৃতিগুলো তখন সঙ্গে অন্যসব ইয়াজিদিদের মত আমাকেও তীব্র আতঙ্কর কাছে টেনে নিয়ে যায়।
আমার গল্পগুলো, সত্যিকার অর্থেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার সেরা অস্ত্র। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই অস্ত্রকে ব্যবহার করব যতক্ষণ না সন্ত্রাসবাদ বিচারের কাঠগড়ায় দাঁড়ায়। এখনও অনেককিছু করা বাকি যেগুলো করা দরকার। বিশ্বনেতৃবৃন্দরা, বিশেষত মুসলিম ধর্মীয় নেতারা নির্যাতিতদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে রক্ষা করুন।
আমার পুরো জীবনীটা বলেছি। আমার গল্প বলা শেষে কথাগুলো বলে যাচ্ছিলাম। সবাইকে বলছিলাম আমি এখানে বক্তৃতা দিতে আসি নি।
আমি বললাম, প্রত্যেক ইয়াজিদিরাই গণহত্যাকারী আইসিসের বিচার চায়, আর পুরো পৃথিবী জুড়ে এই শক্তিটিই দুর্বল মানুষদেরকে নিজেদের রক্ষা করতে শক্তি জুগিয়েছিল।
বলছিলাম, যেসব পুরুষেরা আমাকে ধর্ষণ করেছিল আমি তাদের চোখে চোখ রেখে বিচারের কাঠগড়ায় তুলতে চাই।
এখন আমার সবচেয়ে বড় চাওয়া হল, আমি হতে চাই পৃথিবীর শেষ মেয়েটি যার এইরকম একটা গল্প আছে...

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

আচার্য বাঙালি বলেছেন: আইসিস নামক জঙ্গিরা আসলে শুয়োরের চেয়ে জঘন্য।

লেখাটি ভালো লেগেছে।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৬

মুবিন খান বলেছেন: অনুভূতি জানালেন দেখে ভালো লাগল।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

আমি রাজপথের সৈনিক বলেছেন: আইসিস নামক জঙ্গিরা আসলে শুয়োরের চেয়ে জঘন্য।[/sb

আইসিস আসলেই শুয়োর।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

মুবিন খান বলেছেন: 'আইসিস' মানুষদের কলঙ্ক।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

অগ্নিবেশ বলেছেন: গনিমতের মাল, তাঁর আবার কি সম্মান আর অসম্মান? জিহাদিরা বিছানায় জায়গা দিয়েছে এটাই তো অনেক।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

মুবিন খান বলেছেন: :(

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইসিসের সন্মূখ শুয়র এবং পেছনের কলকাঠি নাড়া আসল শুয়োর সবগুলোরই কঠিন বিচার দরকার!


১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

মুবিন খান বলেছেন: বিচার করবে কে?

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

সনেট কবি বলেছেন: এরা সাক্ষাৎ জানোয়ার।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১১

মুবিন খান বলেছেন: জানোয়ার রাজনীতি করে না। ধর্ম নিয়ে ব্যবসা করে না। কূটচাল করে না। ক্ষুধার্ত না হলে শিকারও করে না।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: এরা পুরো নরকের কীট। এদেরকে জানোয়ার বললে জানোয়ারকে অপমান করা হয় । জানোয়ারদের একটা শৃঙ্খলাবোধ আছে ,এরা তারও অধম।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৩

মুবিন খান বলেছেন: 'কীট' শব্দটা গা ঘিনঘিন করা আইসিসের সঙ্গে যায়।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: প্রচন্ড মর্মান্তিক।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৪

মুবিন খান বলেছেন: প্রথমবার পড়ে খুব শিউড়ে উঠেছিলাম।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বইটা পড়ব।
পোস্টটা পড়ে খুবই খারাপ লাগল :((

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৬

মুবিন খান বলেছেন: বইটা আমি পড়ি নি। পাই নি হাতে।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

আরোগ্য বলেছেন: এরা মানুষ নামের কলঙ্ক।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

মুবিন খান বলেছেন: হ্যাঁ।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

ঢাবিয়ান বলেছেন: কি ভয়ঙ্কর। মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জোব। এসন শুনলে মনে হয় মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৯

মুবিন খান বলেছেন: 'সৃষ্টির সেরা জীব' মানুষই বলে, আর কোনও 'জিব'-কে কখনও বলতে শোনা যায় নি।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আইসিস কে এই পোষ্টের কমেন্টে সবাই নিন্দা জানালেও দুএকবছর আগেও এরা আইসিসের কর্মকান্ডকে ব্যাপক সমর্থন করে যাচ্ছিল।

তথাকথিত আইসিস নামধারী নব্য জেম্বির একদল খুনিদের একের পর এক ব্লগার হত্যাকাণ্ডেও এরা উল্লাস প্রকাশ করে গেছে।

১২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি হতে চাই পৃথিবীর শেষ মেয়েটি যার এইরকম একটা গল্প আছে...
আইসিস নামক জঙ্গিরা কখোনই ইসলাম ধর্ম প্রচার করে না, তারা পশ্চিমা রাষ্ট্রের অতি গোপনীয়
প্ল্যান বাস্তবায়ন করছে, অনেকটা লাদেন এর মতো।
মুসলিম কোন একটা দেশে পাঠায়ে দিয়ে সংঘাত সৃষ্টি
আর অস্ত্র বিক্রি প্রধান উদ্দেশ্য ।
.......................................................................................................................
এখন যেমন সৌদি আরব তাদের শিকার ।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

মুবিন খান বলেছেন: পশ্চিমা রাষ্ট্র নিজেদের স্বার্থে তাদের তৈরি করে ঠিকই কিন্তু এই জঘন্য কাজ আর আচরণ এদের নিজেদেরই। এগুলো পশ্চিমা রাষ্ট্র করে নি, করে না।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:


দুদিন আগে জানলে বইটী অর্ডার করতাম । সমস্যা নেই আবার অর্ডার করব ।

লেখাটি ভাল লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

মুবিন খান বলেছেন: বইটা আমারও দরকার।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮

এস এম ইসমাঈল বলেছেন: বদমাশ ইহুদীদের এজেন্ডা বাস্তবায়নকারী, নরকের কীট, আইসিস জঙ্গীরা কোনদিন মুসলমান হতেই পারে না। এরা ইসলাম ধর্মকে বদনাম করার জন্যই মুসলমানি নাম ব্যবহার করেছে। মেয়েদের নির্যাতন করা ইসলামী বিধান পরিপন্থী। এরা শুয়োরের চেয়েও অধম। এদের কঠোর শাস্তি হওয়া দরকার।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৭

মুবিন খান বলেছেন: 'নরকের কীট' ঠিক আছে।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

নীল আকাশ বলেছেন: এস এম ইসমাঈল বলেছেন: বদমাশ ইহুদীদের এজেন্ডা বাস্তবায়নকারী, নরকের কীট, আইসিস জঙ্গীরা কোনদিন মুসলমান হতেই পারে না। এরা ইসলাম ধর্মকে বদনাম করার জন্যই মুসলমানি নাম ব্যবহার করেছে। মেয়েদের নির্যাতন করা ইসলামী বিধান পরিপন্থী। এরা শুয়োরের চেয়েও অধম। এদের কঠোর শাস্তি হওয়া দরকার। - স হ ম ত।

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি হতে চাই পৃথিবীর শেষ মেয়েটি যার এইরকম একটা গল্প আছে... আইসিস নামক জঙ্গিরা কখোনই ইসলাম ধর্ম প্রচার করে না, তারা পশ্চিমা রাষ্ট্রের অতি গোপনীয় প্ল্যান বাস্তবায়ন করছে, অনেকটা লাদেন এর মতো।
মুসলিম কোন একটা দেশে পাঠায়ে দিয়ে সংঘাত সৃষ্টি আর অস্ত্র বিক্রি প্রধান উদ্দেশ্য।
- স হ ম ত।

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইসিসের সন্মূখ শুয়র এবং পেছনের কলকাঠি নাড়া আসল শুয়োর সবগুলোরই কঠিন বিচার দরকার! - অবশ্যই বিচার হবে, ইতিহস কাউকে কখনো ক্ষমা করে না.......। সত্য ইতিহাস একদিন না একদিন অবশ্যই জানা যাবে........দারুন বলেছে ভৃগু ভাই।

দারুন একটা লেখার জন্য শুভ কামনা রইল!

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৮

মুবিন খান বলেছেন: পড়লেন এবং অনুভূতি জানালেন বলে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.