নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্না

২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১



জান্‌লার পর্দা সরাতেই আগুন লেগে যায়
ঘরটা ঝলসাতে ঝলসাতে পুড়তে থাকে
আমি ডাকি তাদের, উপচানো বিস্ময়দের
ভাগাভাগি করতে চাই, ভাগ দিতে চাই।


আমার ভয় ছাপিয়ে বিস্ময়েরা ভীত হয় তখন
‘কি? চাঁদ?’ অনুত্তেজিত নিরাসক্ত প্রশ্ন তাদের।
‘হ্যাঁ।’ বলি আমি।
‘দেখে যাও!’ বলি উত্তেজনায় প্রবলতায়;


উপচে পড়া বিস্ময়ের ভাগে মরিয়া আমি।
তবুও চাঁদের ঝকঝকে সৌন্দর্য কিংবা আমার
নির্বাক মুগ্ধতা- কিছুই স্পর্শ করতে পারে না তাদেরকে
জ্যোৎস্নার আগুন ছোঁয় না তাদেরকে;
তারা পাশ ফিরে শোয়।


আমি অগ্নি ছোঁয়াই শলাকায়
কৃত্রিম ধোঁয়া কুয়াশায় চড়ে চলে যাই নদীর কাছে
ঠিক মাঝ নদীতে দাঁড়িয়ে ডাক পাড়ি;
আমার বিস্ময়েরা এবার আনন্দে নৃত্য করে


তোমার সর্বাঙ্গ বেয়ে বেয়ে চুঁইয়ে ঝরতে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.