নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

সাম্রাজ্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৬



আমি বাংলাদেশের মতো উন্নয়নশীল বলেই
তুমি গ্রীবা উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেংচে দাও,
যেভাবে অন্যরাজ্যের ওপর শোষণ চালায়
তুমিও তোমার শৈল্পিক সৌন্দর্যর পুঁজিবাদে
আমাকে মোহগ্রস্ত করে শোষণ করে চলেছ।

আমি দারিদ্রসীমার নিচে বাস করি বলেই
তুমি সাম্রাজ্যবাদ হয়ে আমাকে দখল কর,
সাম্রাজ্যবাদের অর্থনৈতিক লক্ষ্যর মতোই
তোমার লক্ষ্য মুগ্ধতা, আর আমি সৌন্দর্যে
মুগ্ধ শোষিত দিনমজুর, কুলি, গার্মেন্টস্ কর্মী
অথবা বড়জোর মধ্যবিত্ত কেরাণীর মতো।

রাস্তায় দাঁড়িয়ে চোখ ধাঁধানো শো-রুমের
মুক্তবাজার অর্থনীতি আর বিলাস দেখি।
তারপর, মুদি দোকানের ডিমের ঝুড়ির দিকে
তাকিয়ে দীর্ঘশ্বাস সংগোপনে পোকায় খাওয়া
মোটাচাল-আলু কিনে বাড়ির পথ হাঁটি।

তুমি কেন তোমার সৌন্দর্যর সাম্রাজ্যবাদী থাবা
আমার ওপর ফেলে দখলদারিত্ব চালাচ্ছ?
নাকি তুমি কি কেবলই একটা দীর্ঘশ্বাস?
‘বাংলাদেশ একটা উন্নয়শীল দেশ’এর মতো
আমার আর উন্নত হয়ে ওঠা হয় না।

হবেও না?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা পাঠ করলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৩

মুবিন খান বলেছেন: এর আগে 'জ্যোৎস্না' শিরোনামে একটা কবিতা দিয়েছিলাম। সেটা অনেকেই পছন্দ করলেও এখানে কেউ পছন্দ করে নি। তাই 'সাম্রাজ্যবাদ' নিয়ে একটু ভাবনায় ছিলাম। এমনিতেই কবিতা হলো কিই হলো না- এটা নিয়ে বিভ্রান্তিতে থাকি। আর ব্লগে যারা আছেন তাঁদের প্রায় সকলেই লিখিয়ে। তাই ভাবনাটা বেশী। আপনার ভালো লাগা তাই আপ্লুত করল।

ধন্যবাদ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

কনফুসিয়াস বলেছেন: বাহ! এক কথায় দারুণ।

আমিই নাকি বাংলাদেশ। অথচ, বাংলাদেশের অন্য একজন কোটি কোটি টাকা লোপাট করে খাচ্ছে আর আমি পান্তা-মরিচ খেয়ে এক কোণে রাত কাটাই। ক্ষমতায় যারা থাকে তারা বাংলাদেশের দুষ্ট প্রতিবেশি আর আমি বাংলাদেশ। তাই আমার দুষ্ট প্রতিবেশি আমার খোজ নেয় না। আমি ক্ষিদায় পেটে পাথর বাধি আর বৃষ্টির দিনে কেদেঁ যাই। কারণ আমিতো বাংলাদেশ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪

মুবিন খান বলেছেন: ঠিক বলেছেন। আমরা সকলেই একেকজন বাংলাদেশ।

অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১

হাবিব বলেছেন: হবেও না কেন বলছেন? আমি বলবো হবেই একদিন

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

মুবিন খান বলেছেন: সেই প্রত্যাশাতেই আছ... অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.