নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

অনাবলোকন

৩০ শে জুলাই, ২০২০ রাত ৩:০২




একটা আকাশরঙা আকাশ
আকাশতলে কালচে সবুজ গাছ
গাছ বেয়ে কলাপাতারঙ জায়গাজমি
সমতল জমি সবুজ সবুজ ঘাস

জমিনের তলে হাহাকার বেজে চলে
জমিন যে চায় পাহাড় পর্বত আর
ঘাসের ‘পরে আকাশরঙা ছাতি
ছাতি ধরে দাঁড়ায়ে থাকে ঈভ

ঈভ কি? সত্যিই ঈভ?

পেছন থেকে যায় না তারে দেখা
পেছন থেকে তারে যায় না চেনা
অ্যাডাম তারে খুঁজে খুঁজে হয়রান
শুষ্ক জমিন ঠায় দাঁড়ায়ে অপেক্ষাতে

জমিন 'পরে পাহাড় পর্বত হুড়মুড়িয়ে পড়ে
যেন বাধ ভেঙে ঠিক ঝাঁপ দেবে তার বুকে
কিন্তু তবু বুকের কোণে আক্ষেপ রয়ে যায়
এত চেয়েও মুখটুকু তার দেখতে না যে পায়

পায় না দেখতে বৃষ্টিভেজা ঠোঁট
চশমা তবে কি কাজ করে ছাই
চশমাটা যে আজমপুরে তাই
সন্ধ্যা-সকাল চেয়ে দেখি রোজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৮

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.