নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

অ-অভিমান

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭



টি শার্ট ভিজে গড়িয়ে পড়ে তোমার অভিমান
বুকের ছোট্ট ঘরটাতে তাই অঝোরধারা গান
তোমার বুকে মুখ ডুবিয়ে থাকতে ইচ্ছে হয়
দু চোখ ভরা থাকুক কাজল কেন তোমার ভয়!

কাজল এঁকে তাকাও যখন না ঘুমনো রাত
বুঝেও তুমি তবুও আমার করছ মুন্ডুপাত!
তোমার বুকে জ্যোৎস্না মাখা দারুণ গন্ধরাজ
সেঁটে থেকে চাই পেতে স্বাদ বাগানজোড়া সাজ

বুকের ভেতর বেজে চলে অন্ধকারের গান
তুমি এসে ঝাঁপটা দিলেই সুরের ঐকতান
তোমার বুকের উঁচু ঢালে থাকতে ইচ্ছে হয়
সকল বোঝ তবুও তোমার উষ্ণতাতেই ভয়!

আচ্ছা শোন, খামচে দেব অভিমানি মেয়ে
কামড়ে খুঁড়ে খুব জ্বালাবো দেখবে তখন চেয়ে
বন্ধ দুয়ার ভাঙবো যখন করবে তখন কি?
তারপরে ঠিক ঠোঁট ফোলাবো দেখি কর কি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: চমতকার।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০০

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: অনুপম ভাবনা ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

মুবিন খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.