নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

হাহাকারে একাকার

২৬ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪১



খিলখিলিয়ে না হাসলে ও
মনটা মারে চিপ
ব্যাজার যদি মুখটা দেখি
বুক করে ঢিপঢিপ

মনের গভীর সকল খবর
জানে ও যে ঠিক
ক্যান যে তবু এমন করে
প্রাণ ঘড়ি টিকটিক

ওর গহীনে আমার বাসা
জানে যে ওর মন
সেই বাসাতে দেয় না যেতে
বুক করে টনটন

আজাইরা সব অভিমানে
ফোঁসফোঁসিয়ে ওঠে
বুক চাপড়ে কেন্দেকেটে
দাঁড়াই বুকের গেটে

অভিমানের তালা বুকে
যেন লকডাউন
এমনে করে আমায় দেখে
যেন ফেরাউন

কিন্তু ঠিকই নরম কোণে
আমার বাঁশি বাজায়
আমায় যদি না দেখে তো
এদিক ওদিক তাকায়

একলা আমায় কত্ত কথা
এক জীবনের গল্প
ভীষণ বিরক্তিতে বলে
জীবন কেন স্বল্প

অন্য কোণে ঠিকই শুনি
ওর বুকে পেতে কান
প্রাণ উজাড়ে নিত্য ডাকি
ভুলে সকল মান

জানি ঠিকই জন্যে আমার
সেও একাকার
আমার মতোই বুকটা তারও
করে হাহাকার

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: হাহাকার কাব্যে বিষাদময় ভালোলাগা ।+

২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

মুবিন খান বলেছেন: বিষাদানন্দ।... ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.