নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

চুপচাপেতে

২০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০


ভাবছো বুঝি আমি নিয়েই?
ভাবনারা তো তুমি দিয়েই
মন তুমিটার উদাস বড়?
এসো তবে জাপটে ধরো।

কাঁপছো বুঝি আমি ভেবে?
কি ভাববে বলো জানলে সবে!
ভাববে যদি ভাবুক ওরা
আমায় দিয়ে থাকো মোড়া।

কিন্তু দেখ চুপচাপেতে
হাত বাড়িয়ে হাতটা পেতে।
হাতটা ধরে হাঁটবে খানিক?
ওটুক আমার মুক্তা মানিক।

কেউ জানে নি আমরা বাসি
জন্যে তোমার বুকটা বাঁশি।
তুমিই বলো খুব জেনেছো?
আজকে তবু খুব কেঁদেছো।

কাঁদলে তুমি বুকে বাজে
ভাল্লাগো না কান্না সাজে
খুব করে তাই থাকো ভালো
তাতেই জেনো আমি আলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১১

মুবিন খান বলেছেন: ধন্যবাদ গ্রহণ করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.