নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

সবটা জুড়ে তুমি

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮



ভীষণ অসহায় লাগলেই
তোমারে মনে পড়ে আমার
অসম্ভব আনন্দে তুমি সঙ্গে
নাই বলে মন হয় খারাপ।

ঘাম ছোটা ব্যস্ততায় হঠাৎ
এক ঝলক নির্মল হাওয়ার
মতো তুমি মনে পড়লেই
উদাস উদাস লাগে আমার।

কিন্তু তোমারে চাওয়া যাবে না
অত সাহস আমার নাই
অত যোগ্যতাও নাই আমার
কিন্তু তুমি আছো-

বুক গহীনে
খুব গোপনে
সবটা জুড়ে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

জিনাত নাজিয়া বলেছেন: কি মায়াময় একটা কবিতা, ছোঁয়া যাবেনা,ধরা যাবেনা অথচ সবটা জুড়ে বসে আছ মন গহীনে।কবির জন্য অনেক শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৪

মুবিন খান বলেছেন: মন্তব্যে ভাল্লাগা অনেক। সঙ্গে তাই অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

আমার দুঃখ আমার হাতে কবিতা আসে না।

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

মুবিন খান বলেছেন: কবিতা আমারও জায়গা নয়- আমি গদ্যর লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.