![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
এক লোকেম তার বউ নিয়ে গেছে হাসপাতালে। বউ তার প্রেগনেন্ট।
ডাক্তার বউকে দেখে বলে, হায় আল্লাহ! সময় তো নাই! এখনই ওটিতে নেওয়া লাগবে।
নার্সরা ট্রলি ট্রলিতে তুলে ঠেলে অপারেশন থিয়েটারে নিয়ে যাইতেছে। ডাক্তার নিজেও হন্তদন্ত ভঙ্গীতে দ্রুত ট্রলির পেছনে হাঁটতেছে।
লোকটাও তাদের পেছনে হাঁটে। ওটির কাছে এসে সে পেছন থেকে ডাক্তারের পিঠে একটা খোঁচা দিল। ডাক্তার ঘুরে তাকাতে খুব বিনীত ভাবে বলে, ও ডাক্তার একটা কথা...
ডাক্তার বলে, কি কথা!
লোকটা বলে, আমার বউয়ের যদি ছেলে হয় তাইলে ছেলে হইছে বলবেন না, বলবেন টমেটু হইছে।
ডাক্তারের কৌতুক লাগে। লোকটাকে বলে, আর যদি মেয়ে হয়?
মেয়ে হলে বলবেন পেঁয়াজ হইছে।
ডাক্তার 'আচ্ছা' বলে ওটিতে ঢুকে পড়ল।
কতক্ষণ পর ওটি থেকে ডাক্তার বেরুলে লোকটা ছুটে গেল ডাক্তারের কাছে, ডাক্তার! কি হলো ডাক্তার?
ঘতনাটনাক্রমে বউটার যমজ বাচ্চা হয়েছে। একজন ছেলে আর আরেকজন মেয়ে।
তখন ডাক্তারের পেছনে থাকা নার্স সামনে আগায়ে এসে বলে, অভিনন্দন স্যার! আপনার 'সালাদ' হয়েছে।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আসিফের মতো রাজাকারকে শেখ হাসিনা শিক্ষকতা করতে দিয়েছিলো, মহিলা ইডিয়ট ছিলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার 'সালাদ' হয়েছে।
..............................................................
জীবনে এমন কৌতুক শুনিনি !
এর সাথে রাজনৈতিক সমীকরণ কি ???