![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
দেখতে তুমি কেমন জানি
সুচিত্রা কি সদ্য
তবু তুমি আমার তুমি
গদ্য এবং পদ্য।
আসো আমার আকাশ হয়ে
মেঘটা হয়ে ছাইবো
বৃষ্টি হয়ে ঝরবে তুমি
এই তুমিটা চাইবো।
দেখতে আমি কেমন যেন
বলতে পারো তুমি?
তবু আমি তোমার আমি
আমার যেমন তুমি।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২২
আবেদি১২৩ বলেছেন: মোটামুটি ,, 5 out of 10 . ভালো থাকবেন
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
মুবিন খান বলেছেন: হাহাহা... পরীক্ষা দিয়ে নম্বর পেতে লিখেছি— এটা বুঝতে পারছি না। আমার এই অজ্ঞতা ক্ষমা করবেন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: ছন্দের মিল ভাল লেগেছে।
লিখতে থাকুন, আরো আরো পোস্ট করুন।
আরো কয়েকজন আছেন ব্লগে এরকম ছড়া আকারে লিখতে পারেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫
মুবিন খান বলেছেন: কবি নই। কবি পরিচিতি পাওয়ার ইচ্ছাও নাই। আমি গদ্য লিখে আনন্দ পাই। আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৬
নজসু বলেছেন:
কী সুন্দরভাবে ‘তুমি’ আর ‘আমি’র সম্পর্কটা ফুটিয়ে তুলেছেন! গদ্য আর পদ্যের মিশ্রণটা দারুণ লেগেছে।
খুব ভালো লাগলো কবিতাটা।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।