নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

উর্দু গানও আমার মনে পড়ে

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮



আজকে একটা উর্দু গান স্মৃতিতে জাগ্রত হয়েছে। উস্তাদ ছোটে গুলাম আলীর গান—
হম কো কিস কে গম নে মারা
ইয়ে কহানি ফির সহি
কিস নে তোড়া দিল হমারা
ইয়ে কহানি ফির সহি।
আমার স্মৃতিরা ভরা নাকি খালি হিন্দি গান। এইটা অসত্য।
এই কারণে আজকে উর্দু গান মনে পড়ছে।
বিষয় হলো, গান বাজনা বাদ্য নিষিদ্ধ হলেও উর্দু গান বাজনা বাদ্য নিষিদ্ধ না।
আরেকটা গান আছে, একাত্তরে পাকিস্তানি সেনারা যখন রাজাকার-আল বদরদের সঙ্গে নিয়ে বাঙালী লোকেদের মেরে ফেলতেছে, বাঙালী নারীদের রেপ করতেছে, তখন বিখ্যাত গজল গায়ক মেহদী হাসান পাকিস্তানে বসে গাইতেছে—
'গা মেরে দিওয়ানে দিল
'ইস দুনিয়া সে ক্যায়া হাসিল
হাম সে কোয়ি পেয়ার করে
হমলোগ নহি হ্যায় ইস কাবিল।'
আমি বলতেছি না মির্জা ফখরুলকে কিসি কে গম নে মারা।
ইউনূস বা তার প্রেস সচিবের পল্টি দেখে মির্জা ফখরুল ভাবতেছেন 'ইস দুনিয়া সে ক্যায়া হাসিল, উনারে কোয়ি পেয়ার করে', উনি আর 'নহি হ্যায় ইস কাবিল—এইটাও আমি বলতে চাইতেছি না।
আমি খালি বলতে চাইতেছি, উর্দু গানও আমার মনে পড়ে।
আমি অনেক অনেক উর্দু গান শোনা লোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষদের উর্দু গান খারাপ লাগার কথা নয়। বর্তমানে তো আরো ভাল লাগবে।
৫৩ বছর পর পুরানো স্বাদ নতুন করে পাওয় যাচ্ছে।

কি বলেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০১

মুবিন খান বলেছেন: ৫৩ না, ৫৪ বছর। হ্যাঁ, পুরনো স্বাদ নতুন করে পাওয়া যাচ্ছে। লোকজন গালাগাল করে যাচ্ছে— ভালোই তো।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

গহীনে রক্তক্ষরণ বলেছেন: এসব বয়ান কি এখন চলে ? এই দেশের শিশু, তরুণ, বুড়ো ধাড়ি- আমার ধারণা ৯০% হিন্দি গানে আসক্ত । কিন্তু সেই হিন্দিভাষীরা ১৯৭১ সাল থেকেই এই দেশকে নিয়ে কি করে আসছে ? তা কি কোন মিথ্যা বয়ান দিয়ে আর চেপে রাখা যাচেছ বর্তমান তথ্য প্রবাহের এ যুগে ? উর্দু ভাষা ভারতের কত পার্সেন্ট নাগরিকদের ভাষা ? ভারতের মানুষ কত রকম ভাষায় কথা বলে ? কৈ সেখানে তো এতসব চুলকানী নেই । জাতি-বিভাজনের চুলকানী চর্চা কেবল এই দেশের মানুষকে মজ্জাগত করে দিয়ে গেছে এক বিশেষ প্রজাতির মানুষরূপী হায়নারা । এখন তারা সবাইকে ফেলে পালিয়েছে কেন ? ঐ ডায়নী ক্ষমতায় যাবার আগে আমাদের দেশের মানুষতো এমন ছিল না । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে স্বভাবজাত চরিত্র ছিল, চিরকাল আমরা এক সাথে হেসে খেলে বড় হয়েছি । একজনের সুখে হেসেছি, দুঃখে কেঁদেছি । কোনদিন সমস্যা হয়নি তো ? বিনয় বাবুদের পরিবার আর আমাদের বাপ দাদাদের পরিবারতো উর্দু ভাষায় একসাথে লেখা পড়া করে বড় হয়েছিলেন এই দেশেই । তাদের এই প্রজন্ম বহুবছর শান্তিতে পাশাপাশি বাস করেছেন । আজও তাদের পরবর্তী প্রজন্ম একইভাবেই তাদের বিয়ে-সাদী, সামাজিক আচার অনুষ্ঠান করে যাচ্ছে, কোন সমস্যাতো নেই । তাহলে এই আওয়ামী-ভারতীয় সন্ত্রাসবাদী দলের হিন্দুত্ববাদী বয়ান ইনিয়ে বিনিয়ে পোষ্ট করে কি বোঝাতে চান ? আপনারা কি গৌতম দার লেখা পড়েন ? নাকি তাকেও বলবেন উর্দূ প্রেমিক পাকিস্তানের নাপাক মানুষ ? ষাটের দশকের বাম ঘরানার বুড়ো রাজনৈতিক নেতাদের খপ্পরে পড়ে ( সব দলের নেতাদের কথাই বলছি ) ৫৪ বছরে যা কামাই করেছেন, বিশেষ করে ১৬ বছর এক ম্যারাথন মিথ্যাবাদী এই প্রজন্মকে যে সর্বনাশ করে গেছে, তার পরও যদি তাদের ভন্ডামী না বুঝে এসব বেহুদা ন্যারেটিভ চর্চা করেন, তার চেয়ে দু:খজনক আর কী হতে পারে ! এসব পরিহার করে ঐক্যবদ্ধ একটা শক্তিশালী জাতি গঠণ করতে তরুণরা যদি ব্যর্থ হন ( জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে ), তাহলে আবারো ধ্বংসের দিকেই যাচ্ছেন। উর্দুপ্রেমিক বলেন আর হিন্দুত্ববাদী প্রেমিক বলেন, কেউই আপনাদের রক্ষা করবে না । পাকিরাতো ধ্বংস হয়েছেই, বর্তমানে খোদ ভারতের অবস্থা যা হতে চলেছে, কল্পণাও করতে পারবেন না । ভয়াবহ করুণ অবস্থা আসছে ধেয়ে -- । পৃথিবীতে যা ঘটতে চলেছে, ২০২৫ এর পেছনের কালচারের পুনরাবৃত্তি সারা পৃথিবীতেই আর ঘটবে না । বুঝলে বুঝ পাতা, না বুঝলে ত্যাজ পাতা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

মুবিন খান বলেছেন: "তাহলে এই আওয়ামী-ভারতীয় সন্ত্রাসবাদী দলের হিন্দুত্ববাদী বয়ান ইনিয়ে বিনিয়ে পোষ্ট করে কি বোঝাতে চান?" —দিলেন তো ট্যাগ মেরে। ভাই, সবিনয়ে শুধু বলতে চাই, কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।

ভালো থাকবেন। শুভকামনা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই উরুর ফাঁক থেকে সর্বত্র মলম মাখুন আপনার অতিশয় চুলকানী আছে সংগে লোমও পরিস্কার রাখবেন না হলে চূলকানী ভালো হবেনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

মুবিন খান বলেছেন: আপনার ভাষার ব্যবহারে যে পরিচয় পেয়েছি— আপনি হতাশ করেন নি। একটা কথা মনে রাখবেন, নোংরা শব্দ, বাক্য, ভাষা সকলেই জানে, কিন্তু সকলে ব্যবহার করতে পারে না। তার শিক্ষা ও সংস্কৃতি নোংরা শব্দ, বাক্য, ভাষা ব্যবহার করতে তাকে বাধা দেয়। সুস্থ মানুষ হতে চেষ্টা করুন। আপনার জন্যে শুভকামনা থাকল।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৪

বিজন রয় বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই উরুর ফাঁক থেকে সর্বত্র মলম মাখুন আপনার অতিশয় চুলকানী আছে সংগে লোমও পরিস্কার রাখবেন না হলে চূলকানী ভালো হবেনা।

@মশিউর দিন দিন আপনি নোংরা হয়ে যাচ্ছেন। নোংরাদের কথা বলতে বলতে আপনিও সেপথে যাচ্ছেন। এসব বন্ধ করুন। ও পথ থেকে ফিরে আসুন। সব কথা ভালোভাবে বলা যায়।

প্লিজ, আপনি বলে বললাম, অন্য কেহ হলে বলতাম না।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.