![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
ইউনূসের নাকি একটা নাপিত বাহিনী আছে?
আমার চুলগুলা অনেক বড় হয়ে গেছে।
চুল বড় হওয়া অবশ্য কোনও ঘটনা না, ঘটনা হলো দেখতে বেখাপ্পা লাগে। কেউ কেউ বলে পাগল পাগল লাগে।
দেখতে বেখাপ্পা বা পাগল পাগল লাগারে আমি পাত্তা দেই না অবশ্য।
কিন্তু ফ্রিতে চুল কাটানো যায় শুনলে লোভ হয় না?
শুনছি ইউনূসের নাপিত বাহিনী লোকেদের লম্বা চুল দেখলেই ধরে আদর করে গায়েমাথায় হাত বুলায়ে কেটে দিতেছে!
চেঁছে দিলে তো ছয় মাসের জন্যে টেনশন ফ্রি।
যাদের কপাল ভালো তাদের নাকি সাবান ডলে গোসলও করায়ে দিতেছে!
দুই দিন ধরে রাস্তাঘাটে বের হলেই আমি ইউনূসের নাপিত বাহিনী খুঁজি।
আচ্ছা, তারা কি লম্বা চুল দেখলেই ধরে কেটে দিবে? নাকি তাদের সঙ্গে পাগল পাগল ভাব ধরে পাগলামী করা লাগবে?
লাগলে একটা দুইটা পাগলামী না হয় করলাম। কিন্তু গোসল? সাবান ডলা গোসল পেতে হলে কি করা লাগবে?
আগেই বলে রাখি, আমি কিন্তু লাক্স সাবান ছাড়া গোসল দিবো না। পরে দেখা গেল ইউনূসের নাপিত বাহিনী ৫৭০ সাবান নিয়ে আসছে—তাইলে কিন্তু হবে না।
ঘটনা ঘটে গেলে পরে আমারে দোষ দিতে পারবেন না কিন্তু।
এখন ইউনূসের নাপিত বাহিনী কেমনে করে খুঁজে পাবো?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৮
মুবিন খান বলেছেন: খুঁজে পেলে মনে করে একটু আমার কথা বলবেন- গরীবের উপকার হবে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৭
নতুন বলেছেন: সব কিছুতেই ড: ইউনুসের দোষ???
এই সব ইউটিউব ভিউ ব্যবসায়ীরা বাইরের দেশের জনপ্রিয় চ্যানেলের অনুকরনে যারা কিছুটা মানুষিক ভারসাম্যহীন তাদের গুমিং করতে গিয়ে এই সাধুর চুল কেটে দিয়েছে।
এটা অবশ্যই অন্যায় যদি তারা সাধু হিসেবে চুল রাখার বিরোধীতা হিসেবে করে থাকে। তবে সেটা হবার সম্ভবনা কম। বরং ভিউ ব্যবসা হিসেবে হবার সম্ভবনা বেশি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০
মুবিন খান বলেছেন: জ্বি ভাই, যাহাতে যাহাতে ইউনূসের দায় আছে, তাহাতে তাহাতে ইউনূসের দোষ তো বটেই।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
মাথা পাগলা বলেছেন: নতুন বলেছেন: সব কিছুতেই ড: ইউনুসের দোষ??? )
ক্রিমিনাল শনাক্ত করার পর কোন পদক্ষেপ না নিলে সরকারকে দোষারোপ করাটা দন্ডনীয় অপরাধ। যে দোষারোপ করবে তার নামে মামলা দেয়া হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২১
মুবিন খান বলেছেন: ঠিক বলেছেন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কয়েকটা সংগঠন আছে, এরা ছিন্নমুল ও প্রতিবন্ধীদের ধরে চুল কাটে, গোছইল করিয়ে দেয়, এমনকি নতুন জামা দেয়। এটা খারাপ কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯
মুবিন খান বলেছেন: আপনি যদি কাউকে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে যদি চুলে কেটে দেন— সেইটা খারাপ। রাষ্ট্র আপনাকে এই অধিকার দেয় নাই। আপনার মনে হচ্ছে আমাকে এইভাবে চুল রাখতে হবে— এই ভাবনাও অঠিক।
আপনি বড় জোর আমারে চুল ছোট করাতে বলতে পারেন, গোসল করবার কথাও বলতে পারেন। কিংবা নতুন দিতে চাইতে পারে। আমি আপনার ইচ্ছানুযায়ী নিজেরে সাজাতে বাধ্য না। আপনার দেওয়া নতুন জামাও পরতে নাও চাইতে পারি। এটা আমার ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা আমার ওপর চাপায়ে দিতে পারেন না।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাগল, ফকির ছাড়া বাকিরা ভালোই স্বাধীনতা উপভোগ করছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
মুবিন খান বলেছেন: বস্তুত সাধারণেরা কেউই স্বাধীনতা উপভোগ করছে না। দেশে একটা ভয়ের সংস্কৃতি গড়ে উঠছে।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৮
এ পথের পথিক বলেছেন: রাজিব নুরের সাথে এই প্রথম মনে আমি সহমত পোষণ করালাম ।
যাইহোক, সমাজের ছিন্নমুল, প্রতিবন্ধী, পাগল লোকদের দেখার দায়িত্ব আমাদেরই, তাদের একটু সেবা যত্ন করলে ক্ষতি কি ?
আপনি তো ভাল কাজ করছেন না, অন্য কেউ করলে সেটা আবার ভিন্ন খাতে প্রবাহিত করছেন ।
ইসলামি শরিয়া কায়েম হলে এসব মানুষের দায়িত্ব হবে রাষ্ট্রের, ইনশাআল্লাহ্ সেই দিন আর বেশী দুরে না ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
মুবিন খান বলেছেন: রাজিব নুরের সঙ্গে আমি দ্বিমত জানিয়েছি। আপনার কাছে যা ভালো কাজ সেটা আপনি কারও ওপর চাপায়ে দেওয়ার অধিকার পান নাই। ইসলামি শরিয়া কায়েম করবার আগে ভালো করে ইসলামি শরিয়া পড়ে নেবেন—আল্লাহ আপনাকে অন্যর অধিকার হরণের এই অধিকার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কিনা।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@এরা ভিউ বেবসায়ি। খালি লেবাস দেখে পটে গেলে হবে না ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯
মুবিন খান বলেছেন: ঠিক তাই। এরা ভণ্ডও বটে।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৪
জনারণ্যে একজন বলেছেন: মূল বিষয়ে কোনো মন্তব্য নেই, একটু ইয়ে আছে আর কি।
যাই হোক, এখানে দূরের পথে কোথাও যেতে হলেই রাস্তায় গ্যাস স্টেশন/রেস্ট এরিয়াতে থামতে হয়। গ্যাস নিতে, মূ*ত্রত্যাগ করতে অথবা উভয় কাজেই। এরপর বলতে একটু আনইজি লাগছে, তারপরেও একটু রেখে-ঢেকে বলে ফেলি। কি আর করা.....
মূ*ত্রত্যাগ করতে দাঁড়ায়া গেলে প্রায়ই দেখি ইউরিন্যালে 'ইয়ে' পইড়া আছে। দৈর্ঘেও কিন্তু কম না। হালারা মনে হয় ট্যাকা-পয়সার অভাবে রেজর-ফেজর কিনতে পারে না।
জাস্ট ভাবতেছি, ওই নাপিত বাহিনীকে সমাজসেবা মূলক কাজের জন্য এইখানে আনা যায় নাকি।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫০
মুবিন খান বলেছেন: প্লিজ, ওই সমাজসেবা মূলক কাজটা করতে ওই নাপিত বাহিনীকে দিয়ে করান।
আর আমি না হয় একটু ইয়ে নিয়েই বলি। মূল বিষয় নিয়ে অনেক অনেক বিশেষজ্ঞদের মন্তব্যর কোনও কমতি তো নাই ভাই!
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
নিমো বলেছেন: আহা! উপরে জনৈক যেভাবে দূআা ইউনূস পড়েছেন, তাতে সাগরের সব হাঙর, তিমি, তিমিঙ্গিল মারা যাবার কথা!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
মুবিন খান বলেছেন: হাহাহা... আমিও দুআ ইউনুস মুখস্ত করবার চেষ্টা করছি, হচ্ছে না। ছাত্র হিসাবে আমি খুবই খারাপ।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: ফরহাদ মজহার কে এরা চোখে দেখে না ? বাই দা ওয়ে এদের আমিও খুজতেসি। চুল দাড়ি বড়ো হয়ে গেছে ।
।