নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বিজয়ে আসুক আনন্দ নাহলে পরাজয়েই গর্বে ভরুক বুক

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আমাদের দল। এ দলের পার্ফরমেন্সের কারণে নানা সময়েই ১১ জন খেলোয়ার, কোচ এবং নির্বাচকেরা ভীষণরকম গালাগালির শিকার হয়। তা হতেই পারে, আমাদের আশার কাছাকাছিও তারা প্রায় সময়েই যেত না পারার কারণে। কিন্তু এ দলই যখন কালেভদ্রে আমাদের কিছু খুশির বার্তা নিয়ে আসতো, তখনই আমাদের খুশির মাতমে এদের খারাপ পার্ফরমেন্সের স্মৃতিগুলো হারিয়ে খুব সহজেই হারিয়ে যেত। এর ব্যতিক্রম এখনও নয়।



এ বিশ্বকাপে আমরা এখনো মিনিওনস। তাই বলে কি আমরা ইংল্যান্ডের মত নখদন্তবিহীন সিংহকে বাড়ি পাঠিয়ে দেই নি? নিউজিল্যান্ডের সাথে সেই লড়াই, খারাপ আম্পায়ারিং না হলে হয়তো ঐ লড়াইয়ে জিততেও পারতাম।



ICC মানেই যেন এখন Indian Cricket Council তাদের সুযোগ-সুবিধাগুলো আগে দেখা হয়। তাদের পছন্দ মত মাঠ, পিচ হবে, সময়সূচি পরিবর্তন হবে । তাদের খেলোয়ারেরা ফার্সট ক্লাস সুযোগ পাবে, আমাদের টাইগাররা তো আলু-পটল, ওদের বস্তাবন্দী করে ফেলে রাখবে আর কি। এ খেলায় ফলাফল আমাদের বিপক্ষে গেলে অবাক হবার কিছু নেই।



"অনেক গালি দেই, তারপরও তোদের সাপোর্ট করে যাই, তোরা তো আমাদেরই ভাই, খেলনা আরেকটা দিন। জানি পরিস্থিতি প্রতিকূল।মাঠ-পিচ বড়দাদাদের পছন্দানুযায়ী, গ্যালারির সমর্থক (১০০ কোটির দেশ) সংখ্যাও ওদের বেশি। মউকা মউকার একটা হিসেব তো চুকানো যায় নাকি? ঝাপিয়ে পর আহত বাঘের মত, ঐ নাকউচু ২ দিনের বৈরাগীদের দেখিয়ে দে আরো একবার এ বাঙালও খেলতে জানে।



এমন মউকা দে, যেন আগামী ৪ বছর বাঙালদের মনে রাখে। আর না পারলেও আমরা তোদের দোষ দেব না, খেল মনে-প্রাণে আজ।"



N.B:ভাতিজা Tamim, তোরে অনেক বকি, আজকে অন্তত খেলিস।

















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.