নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

সহস্র পথ আমি চলেছি ও চলব একা।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫০

হতে পারি আমি নিঃসঙ্গ পথিক
পৃথিবীর এই পথে,
আরও সহস্র ক্রোশ আমায় হাঁটতে হবে
এ দু’পায়ে ভর করে।
কেউ নেই, কেউ আসবে কিনা-
তা আজ অজানা।
কেউ আসুক আর নাইবা আসুক,
পথ চলা চলবে অবিরাম।
পৃথিবীর সহস্র ক্রোশ আমি চলেছি একা।

আমার চলার শুরুতে হাত ধরে ধরে
যারা আমায় শিখিয়েছে পথ চলা,
তারাও ধীরে ধীরে ছেড়ে দিয়েছে আমায়,
চলতে দিয়েছে নিজের মতন।
ভীত আমি, আতঙ্কিত হয়ে পড়তে যেয়েও
দাঁড়িয়েছি দু’পায়ে ভর করে।
তাই বাকিটা পথ একলা চলায় নেই
কোন ভয় আমার।
হয়ত ক্লান্তি এসে ভর করবে,
পরিশ্রমে কপাল বেয়ে নামবে ঘাম,
কপালের সেই ঘাম মুছে দেয়ার
কেউ হয়ত থাকবে না-
তাই কি?
নিজের হাত আর পকেটে রুমাল অথবা টিস্যু
তো থেকে যাবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন: হয়ত ক্লান্তি এসে ভর করবে,
পরিশ্রমে কপাল বেয়ে নামবে ঘাম,
কপালের সেই ঘাম মুছে দেয়ার
কেউ হয়ত থাকবে না-
তাই কি?
নিজের হাত আর পকেটে রুমাল অথবা টিস্যু
তো থেকে যাবে।


আঁচলে ঘাম মুছে দেয়া যুগ চলে গেছে সেই কবে; এখন রুমাল, টিস্যুই আধুনিক বস্র, হয়তো আঁচলের চেয়ে উত্তম।

ভালো লাগা রেখে গেলাম আপনার কবিতায়।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

মুচি বলেছেন: ভাই সেই যুগ চলে গেছে, হয়তো কালের গর্ভে, সেই সাথে আবেগগুলোও হারিয়েছে।

জয়তু রুমাল / টিস্যু।

ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

মুসাফির নামা বলেছেন: আরও সহস্র ক্রোশ আমায় হাঁটতে হবে
এ দু’পায়ে ভর করে।
ভাল লাগল।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

মুচি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

আমিই মিসির আলী বলেছেন: মুচি ভাই
কবিতা ভালো লাগলো।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

মুচি বলেছেন: ধন্যবাদ হাউজরূপী মিসির ভাই। :)

৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

কল্লোল পথিক বলেছেন:







কবিতা ভাল লেগেছে।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

মুচি বলেছেন: ধন্যবাদ। :)

৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

মুচি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। :)

৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আত্মনির্ভরতা খুব ভালো। কবিতাটাও খুব ভালো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৫

মুচি বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.