নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

চুমোর দৃশ্য চোখের সামনে!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮


নিউ মার্কেট মোড় থেকে পোস্টারটির ছবিটা তোলা।

গতকাল রাস্তায় বের হয়ে রিক্সায় বসে পোস্টারটতে চোখ আটকে গেল। "ঠিক দেখছি তো?" কিছুূদূর পর আরেকটি পোস্টার দেখে নিশ্চিত হলাম যে, না ভুল দেখি নি। পোস্টারে নায়ক ও নায়িকার ঠোঁটে ঠোঁট রাখা। এ তো দেখি চুমোচুমি !

ছবির নাম অতি পরিচিত এক বাক্যে- 'মিয়া বিবি রাজি'। নতুন নায়ক, নতুন নায়িকা, আরেক নায়িকাকে আগে কোন এক মুভির পোস্টারে দেখেছিলাম। বাসায় ফিরে YouTube এ খুঁজে দেখি ছবির ট্রেইলার। পোস্টারের মত বেশ কয়েকবার চুমোর দৃশ্য এবং জিভও মনে হচ্ছে ব্যবহৃত হয়েছে !!

আমার কথা হলো অনেক আজাইরা মুভি তৈরি হয়েছে, হচ্ছে। ছবির ভিতরে অনেক কিছুই হয়ে থাকে যা আমরা হলে যাই না দেখিও নাই। কিন্তু এভাবে শহরময় পোস্টারিং করে দেশের অবস্থা কোন দিকে তা আমাকে চোখে খোঁচা দিয়ে দেখিয়ে দিলো। কোন বাবা-মা তার সন্তানদের নিয়ে রাস্তায় বের হলে এগুলো কি দেখবে? কোন বড় ভাই-বোন তার ছোট্ট ভাই-বোন নিয়ে রাস্তায় বের হলে কি দেখবে।

আজকাল আমাদের শহরে অনেক কিছুই হয়- লিটনের ফ্ল্যাট লাগে না, রিক্সা নয়তো সিএনজি, পার্কের ঝোপের আড়ালে কিংবা বেঞ্চে এমনকি জনাকীর্ণ শপিং মলেও। কিন্তু তা এড়িয়ে চলা যায়। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে এভাবে নির্লজ্জ পোস্টার কি করে ছড়িয়ে পড়ছে?

হলিউডের বহু মুভিতে অনেক কিছুই থাকে কিন্তু ওদের পোস্টারে পর্যন্ত এইভাবে চুমোচুমির ছবি দেয়া হয় না !! বলিউডের কথা তো বাদই দিলাম। আর আমাদের সেন্সর বোর্ড এই পোস্টারের ছাড়পত্র দিল কিভাবে? আমার বোধগম্য নয়।

আমাদের সংস্কৃতি অপসংস্কৃতির তলে হারিয়ে যাচ্ছে বহুদিন ধরেই দেখছি। হয়তো আমিও অনেক অবাঙালি হয়ে যাচ্ছি।

ধারণা করেছিলাম যে এরকমটি হবে, কিন্তু আরো বেশ কিছুদিন পর। কিন্তু এখন সত্যিই বাংলা সিনেমায় এরকম 'কিস সিন' কল্পনা করি নি। অন্তত আরো কয়েকটা বছর পর হবে ভেবেছিলাম। দেশটা তবে যাচ্ছেই, খুব দ্রুতই তলাচ্ছে।

আমরা কোথায় নিচ্ছি আমাদের চলচ্চিত্রটাকে?

মুভির ট্রেইলার লিংক:
Miya Bibi Raji (2016) Trailer

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩১

নতুন বলেছেন: হলিউডের বহু মুভিতে অনেক কিছুই থাকে কিন্তু ওদের পোস্টারে পর্যন্ত এইভাবে চুমোচুমির ছবি দেয়া হয় না !! বলিউডের কথা তো বাদই দিলাম। আর আমাদের সেন্সর বোর্ড এই পোস্টারের ছাড়পত্র দিল কিভাবে?

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৬

মুচি বলেছেন: কই যাচ্ছি কে জানে?

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৫

কালনী নদী বলেছেন: hell yaa....fuck off i cant even watch it for a while. dirty minds

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

মুচি বলেছেন: আপনি ২ মিনিট দেখতে পারলেন না, আর পাবলিক ২ ঘন্টা কিভাবে দেখে !!

৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৯

গোধুলী রঙ বলেছেন: অপেক্ষা করেন, কিছু মানুষের মন যেমন নোংরা, তাতে কদিন পর পর্ন পোস্টার দেয়ালে দেয়ালে লাগানো থাকবে না কে বলতে পারে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

মুচি বলেছেন: তাই তো মনে হচ্ছে। ঘরের ভেতর কর, কিছু বলছি না, কিন্তু রাস্তা-ঘাটে কেন?

৪| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্প বা কাহিনীর প্রয়োজনে ঘনিষ্ঠ কোন দৃশ্য আসতে পারে, সেটা আমি সমর্থন করি। কিন্তু এই সিনেমাতে যেভাবে অপেশাদার, নোংরা এবং অপ্রয়োজনীয়ভাবে কিছু দৃশ্য আনা হয়েছে, সেটা খুবই কুরুচিপূর্ণ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৯

মুচি বলেছেন: সেটা তো বটেই, কিন্তু রাস্তায় পোস্টারে থাকবে কেন? আমার প্রশ্ন সেখানে।

৫| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

এসব চলবে না..... বলেছেন: এই সিনেমার বেশ কয়টা পোষ্টার আমি ও রাস্তায় দেইখা অবাক হইয়া গেসিলাম।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৯

মুচি বলেছেন: একই অবস্থা। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.