নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ডায়নোসরের সাথে বসবাস

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

ঘরের দেয়ালে দেয়ালে ক্ষুদে ডায়নোসরদের সদর্প বিচরণ। বৈদ্যুতিক বাতির চারপাশে তাদের তাদের শিকারি পদক্ষেপ। এদিক-সেদিক ছুটোছুটি-হুটোপুটি তাদের ক্লান্তিহীন। আর দিনের বেলা পর্দার আড়ালে কিংবা আলমারি-শেলফের পেছনে সংগোপন আত্মগোপন। কালের বিবর্তনে মুছে যাওয়া অতিকায় ডায়নোসর শেষমেশ ঘর বেঁধেছে আমার ঘরের আনাচে-কানাচে।

বিরক্তিকর প্রাণি ! যেখানে সেখানে মলত্যাগ করে আমার ঘরের পবিত্রতা বিনষ্টকারী প্রাণি। দূর দূর করে তারাই এদের, ঘর থেকে তাড়িয়ে দিয়ে আমার ঘরকে করি অনুপ্রবেশকারীমুক্ত। কিন্ত পাজি ডায়নোসরগুলো ভীষণ চালু, একদিক তাড়াই, তবে আরেকদিক দিয়ে ঢুকে পড়ে। এক জানালা দিয়ে বের করে দেই আরেক জানালা দিয়ে ভেতরে আসে। আর যখন-তখন, আমার ঘরের যেখান-সেখানে কালো বিচ্ছিরি মল বর্ষণ করে।

আমার দরজায় চিপায় চাপা পড়ে মরে থাকে, স্লাইডিং জানালার ফোকড়ে কাটা পড়ে- ক্ষুদে ডায়নোসর। রোগে ভুগে ধীরে ধীরে মরে এরা। মরে পঁচে দুর্গন্ধ ছড়ায় ঘরে। সংখ্যা কমে ধীরে ধীরে ডায়নোসরের এ ডিজিটাল সংস্করণের।

আমার ড্রয়ারের ভেতর কোণে, কিংবা বইয়ের তাকের কোণায় কোণায়- ডিমের খোসায় বেড়ে ওঠে বাচ্চাকাচ্চা। টিকটিক টিকটিক ডাকতে থাকে ঘরের ভেতর। আমার অনিচ্ছাতেই হয়ে ওঠে এরা আমার প্রতিবেশি- না না রুমমেট।

এদের যাতনা সয়ে আমি পার করি ঘরের সময়। আমার মত আমি থাকি, ওদের পেলেই তাড়াই আমি।

আমায় জ্বালায় এরা-আমি এদের জ্বালাই।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

আমায় জ্বালায় এরা-আমি এদের জ্বালাই।


আমায় জ্বালায় এরা-আমি এদের জ্বালাই।

=p~ =p~

এদের জ্বালা সয়না এমন মানুষ খুব কম! বিচ্ছিরি একটা প্রানী!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫

মুচি বলেছেন: আর বলবেন না... বিছানা পত্তর ২ দিনও যায় না। একবার তো আমার খাইবার প্লেটে ইয়ে করে দিয়েছিল। :-&

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
কন কি!! |-) খ্যাঁক খ্যাঁক খ্যাঁক!!!

ভাই, প্লিজ আরো ম্যালফাংশনালিটি রিলেটেড কিছু দেন!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

মুচি বলেছেন: বাংলা সিনেমার নায়িকার ছিন্ন বস্ত্র লাইফটাইম এ একবারই হতে পারে :-/

নতুন কিছুর জন্য কয় জনম অপেক্ষা করতে হয়, কে জানে? :(

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২১

ভ্রমরের ডানা বলেছেন:

উফ শিট!! :(( এখন মাইকেল বাবু কি শেয়ার করবে!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৫

মুচি বলেছেন: কি আর আপনার লেখা সনেট শেয়ার করবেন আপাতত...... ভবিষ্যতে কোন এক্সাইটিং কিছু পেলে তবে আপনার সনেট বাদ দিয়ে সেই নতুনের বিজয় কেতন ওরাবেন না হয়। B-) ততদিন আপনার পুরোনো সনেটগুলো মাইকেলের জন্য রেখে দেবেন ক্ষণ। :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
মাইকেল বাবু বড়ই বেসামাল! একটু জইলদি কইরেন! নাইলে আবার মুচি বধ কাব্য রচনা শুরু কইরা দিবে!

=p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৫

মুচি বলেছেন: বেসামালকে সামাল দিতে হবে..... মুচির কাজ মুচি করে যাবে। B:-/
নায়িকারা কাপড় সামাল দিতে না পারলে তবেই না কাজ হবে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.