নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬



কোন একদিন- হ্যা, কোন একদিন আবার হবে দেখা,
দেখা হবে কোন ব্যস্ত রাস্তায় চলতে চলতে হঠাৎ করে।
টিপ টিপ বর্ষায় খোলা রিক্সায় বসে, ভিজে ভিজে চলে,
হয়ে যেতে পারে দেখা- শহরের কোন অচেনা সড়কে।
নয়তো কখনো ঝুম বৃষ্টিতে কাকভেজা কোন ছাউনিতে,
বৃষ্টি থামার অপেক্ষাতে -ছাতা মাথায় দাঁড়িয়ে থেকেও
দেখা হয়ে যেতে পারে আবার- হঠাৎ করে বেখেয়ালে।

কোন একদিন- চরম শীতে কাঁপতে কাঁপতে পথ চলতে
হঠাৎ হবে দেখা অজানাতে- হোক না তা শুধু ক্ষণিকের।
কোন ফাল্গুনে হলুদ শহরে মানুষের মিছিলে ঘুরে ঘুরে,
কিছু হলুদ গাঁদা আর কিছু রঙিন জারবেরা সাথে করে
খুব অজান্তে হয়ে যেতে পারে আবার দেখা-জনারণ্যে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

ইরিবাসের রাত বলেছেন: রোমান্টিকতার প্রচন্ড স্বপ্নময় বহিঃপ্রকাশ। প্রিয়তে রাখতেই হয় এমন অসামান্য কবিতাকে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৩

মুচি বলেছেন: এই সামান্য লেখাটাকে অসামান্য আখ্যা দেয়ার খুব খুব কৃতার্থ আমি। দেখা হবে হঠাৎ কখনও- অবশ্যই।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৯

জাহিদ অনিক বলেছেন:


দেখা হোক-------- একদিন দেখা হোক;
এই আশা যেন আজীবনের


২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪

মুচি বলেছেন: হুম, আবার কোন একদিন, আরেকটিবারের জন্য।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: আসলো ফাল্গুন
এসেছিল আজ রাত ঝড়,
তারপর আসবে বৃষ্টির বন্যা,
দেখা হবে, কোন একদিন দেখা হবে প্রিয়দের সাথে।



ভালোলাগা রেখে গেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

মুচি বলেছেন: দেখা হোক যে কোন দিন.... শহুরে ব্যস্ততার ফাঁকে। কৃতজ্ঞতা।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

সামছুল আলম কচি বলেছেন: অসাধারন লেখা !!!! অসংখ্য ধন্যবাদ !!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

মুচি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল। মন্তব্যে জানানোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

মুচি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মুচি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা...... রাজীব ভাই। :)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: যেকোন ভাবে, যেকোন দৃশ্যে, যেকোন সময়, যেকোন বাস্তবতায় দেখা হোক, দেখা হোক।
কবির হৃদয় পূর্ণ হয়ে উঠুক।

ভাল লাগা জানিয়ে গেলাম।
ভাল থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মুচি বলেছেন: অশেষ কৃতজ্ঞতা দাদা- সুন্দর সুন্দর কামনাগুলোর জন্য। ভালো থাকবেন, পাশেই থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.