নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

তুমি এসো

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩



তুমি এসো এ গৃহহীন প্রান্তরে,
অতল কিছু ভালোবাসা নিয়ে আমার জন্যে।
খুব বেশি কি চেয়েছি বলো- এ স্বার্থান্বেষী সময়ে?
জীবন যেমন তেমন থাকুক, শুধু এসে বসো পাশে,
ইচ্ছে মতন কথা বলে যেও- খেয়ালী আলাপনে,
কথা যদি না-ও থাকে তবে নিশ্চুপই থেকো বসে।
তুমি এসো অতুলনীয় কিছু সৌরভ ছড়িয়ে দিতে
বিরান প্রান্তরজুরে বহমান ঘ্রাণহীন এই বাতাসে।
আমি থাকব বসে অপেক্ষায় অনন্তকাল ধরে,
তুমি এসো তোমার সুবিধামতন- সময় পেলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মুচি বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো। সুন্দর ।

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মুচি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। জেনে ভালো লাগলো।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৪

কানিজ রিনা বলেছেন: আচ্ছা জুতা সেন্ডেল কয়েক জোড়া ছিড়া
আছে সময় পেলে আসব। হা হা হা সেলাই
সহ রং পালিশ করতে হবে। হি হি হি
সুন্দর কবিতা বড় দুঃখে আছি আমাদের
ছেলে মেয়েরা বিমান দুর্ঘটনায় হাড়ালাম
এই দইদিন কারো লেখায় কোনও মন্তব্য
রাখি নাই। পাঁজর মোচরানো বেদনা।
ভাষা পাচ্ছিলাম না। ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩২

মুচি বলেছেন: অবশ্যই আসবেন.... তবে সাথে করে Thread, Awl , Shoe Polish - একটু কষ্ট করে নিয়ে আসবেন। আমার কাছে এখন কিছু নাই আর কি। :P

দুর্ঘটনা ঘটবে। আমরা শোক করবো। এরপর আস্তে আস্তে ভুলে যাব। সময় ভুলিয়ে দেবে। আবার নতুন কোন দুর্ঘটনা ঘটবে, আমরা নতুন করে শোক করবো। তারপর..... ভুলে যাব।

জীবন দুর্ঘটনামুক্ত থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রাখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৮

ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর !

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

মুচি বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ। জীবন সুন্দর হোক আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.