নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

প্রাগৈতিহাসিক

২১ শে মার্চ, ২০১৮ রাত ৩:০১




এ কি! চারপাশে আজ এত বেশি আঁধার কেন?
মনে হচ্ছে- আছি প্রাগৈতিহাসিক সময়ে যেন!
খুব বেশি আলো দরকার এখন, অন্য যে কোন
সময়ের চেয়ে অনেক বেশি দরকার- আলোর।
সময়টা এখন স্বাভাবিকের চেয়ে বেশি খারাপ,
আলোর অভাবে চলছে বর্বরতার বাড়াবাড়ি;
আঁধার ভালো নয়, আঁধারেই সব কুকর্ম হয়,
তাই আলো, আলো দরকার সবকিছুর আগে।

এ যেন এক প্রাগৈতিহাসিক সময় চলছে এখন,
বর্বরতার ভীষণ বাড়াবাড়ি, এ ভীষণ নষ্ট সময়,
আলো নেই কোন, উদ্ধারের নেই কোন আশা,
এতটা বর্বর সময় কখনও ছিল কি এখানে?
না, এর বেশী বর্বর হওয়া কি করে সম্ভব!

আলো, হ্যা কিছু আলো দরকার খুব এ সময়ে,
আঁধার, বড় বেশি আঁধার ঘিরে আছে এখানে।
কে আছে- যে এসে এ আঁধার সমূলে তাড়াবে?
কে তাকে বোঝাবে- আলোটা কত প্রয়োজন?
বড় খারাপ সময়, আঁধারে তাই হচ্ছে ভীষণ ভয়,
এ যেন প্রাগৈতিহাসিক কোনো সময়- বড় নির্মম,
অচেনা! অচেনা! অচেনা- চিনতেও চাই না আর


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

*** হিমুরাইজ *** বলেছেন: শুধু আলো হলে কিছু হবে না সভ্যতার আলো লাগবে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

মুচি বলেছেন: সভ্যতা আলো নয় আঁধারই এনেছে বেশি। আলো চাই, পজিটিভ এনার্জি। ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

ওমেরা বলেছেন: আপনিই চেষ্টা করেন দেখবেন পাশে অনেকেই আছে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৬

মুচি বলেছেন: ধন্যবাদ। কেউ না কেউ চেষ্টা করবেই, আমি-আপনি বা অন্য কেউ। শুধু চাওয়া চেষ্টাটা যেন স্বার্থক হয়। আলোয় ভুবন ভরে উঠুক।

৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

মুচি বলেছেন: ধন্যবাদ। আলো আসুক, আঁধার ঘুঁচুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.