নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

স্বর্গের অপ্সরী তুমি

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫



অনন্ত ঐ আকাশ এসে তোমায় ছোঁবে;
মর্ত্যের মানুষ তোমায় ছোঁবে- সে সাধ্য আছে কার?
তুমি তো কোন জলফড়িং নও,
এমনকি নও কোন ডানামেলা রঙীন প্রজাপতি,
চাইলেই এমন নয় যে তোমাকে স্পর্শ করে সে;
মর্ত্যের মাঝে ভুল করে চলে আসা এক পরী তুমি,
এক কাঙাল হৃদয় তোমায় ছোঁবে না কখনও,
স্বেচ্ছায় তো নয়ই, ভুল করেও সে ছোঁবে না তোমায়।
তোমায় ছোঁবার সাধ্য যে নেই তার- জানে সে,
তাই সেই সাধ আর জাগে না তার স্বাপ্নিক চোখে।
বহুকাল আগে যে স্বপ্ন ছিলো তার সমস্ত সত্ত্বাজুড়ে,
আজ ফিঁকে হয়ে আসে বাস্তবের উপলব্ধি পেয়ে।
স্বর্গের অপ্সরী মর্ত্যের আলো জলে ছুটে বেড়াও বেশ,
নাগালের বাহিরে, সৃষ্টির এক রহস্য হয়ে থেকে যাও।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মুচি বলেছেন: ধন্যবাদ। :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অর্ক বলেছেন: আহা টলটলেে প্রেম কবিতা। খুব ভালো লাগলো। শুভেচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মুচি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ। :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ !

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মুচি বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

নজসু বলেছেন:



ভালোবাসার মানুষের ভাবনা চিন্তা সব কিছুর উপরে।
কবিতা ভালো লেগেছে কবি।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

মুচি বলেছেন: ভালোবাসার মানুষের ভাবনা থেকে কবিতার পসড়া সাজে..... ধন্যবাদ। :)

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বহুদিন আপনার সাথে সাক্ষাৎ নেই।

তার পর পাদুকা সামাজ্যে এখনও আছেন না কি ?

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

মুচি বলেছেন: না ভাই, এখন আর কোন সাম্রাজ্যে নেই। জুতার রাজ্য থেকে আপাতত অবসরে আছি। দেখি নতুন রাজ্য জয় করতে পারি কিনা.....

তা আপনি আছেন কেমন? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.