নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

waiting for the enD,,

সকাল এ উঠিয়া আমি মনে মনে বলি ,কালকে যেন আরেকটু বেশী ঘুমাইতে পারি :p

মুফাদ

মুফাদ › বিস্তারিত পোস্টঃ

বিয়িং ইন্ট্রোভার্ট

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

Introvert - বাংলায় এর সঠিক অর্থ আমার জানা নাই। হয়তোবা মুখচোরা ।যাই হোক এক বইতে পড়ছি একশো জনের মাঝে কমপক্ষে পনেরো থেকে বিশজন এরকম স্বভাবের হয়।এদের মাঝে আবার কেও কেও আছে যারা Extreme Introvert বা অতিমাত্রায় মুখচোরা।

এরা আশেপাশের আর সবার সাথে ঠিকমতো মানায় নিতে পারেনা।এদেরকে অনেকেই আজব ভাবে কিন্তু বাস্তবে তারা সেরকম না। হয়তো তাদের লাইফ স্টাইল একটু অন্যরকম কিন্তু তারা একেবারে আলাদা না তাদের সুযোগ দেওয়া হলে তারাও স্বাভাবিক হতে পারবে।আবার ভাবা হয় যে ইন্ট্রোভার্টরা রাগী বা বেরসিক কিন্তু এইটাও সত্য না।কেও নিজ থেকে আলাপ শুরু করতে গেলে দেখা যাবে ইন্ট্রোভার্টরা মোটেই বেরসিক না।এরকম মানুষের বন্ধুর সংখ্যা হাতেগোনা যায় কিন্তু তাদের বন্ধুদের জন্য তারা এমন অনেককিছু করতে পারে যা অন্যেরা পারেনা।

আমাদের আশেপাশে অনেকেই এরকম স্বভাবের হয় কিন্তু এরা একটু আলাদা বলে সবার কাছে ঠিকভাবে নিজেকে প্রকাশ করতে পারেনা।

সোশ্যাল নেটওয়ার্কিং এ ইন্ট্রোভার্টরা চাইলেও স্বাভাবিক হইতে পারেনা।





এতক্ষণ যা বললাম এর বাস্তব প্রতিফলন আমাদের দৈনিক জীবনে দেখা যায়।এখন আবার অনেকেই বাসায় সারাদিন একা একা থাকতে থাকতে এরকম হয়।বিশেষ করে শরাঞ্চলের বাচ্চারা দিন দিন এরকম হচ্ছে।এরা নিজেদের স্বাভাবিক ভাবলেও পরে এটা তাদের সমস্যায় ফেলে।

তাই আপনাদের আশেপাশের কাওকে এরকম হতে দেখলে তাকে একটু সময় দিয়েন।তাকেও বোঝান তার আশেপাশের সবার মত স্বাভাবিকভাবে আনন্দ করতে

:)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

কালোপরী বলেছেন: লাভ নাই, নিজেই এর বড় প্রমান

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

অণুজীব বলেছেন: Extreme Introvert বা অতিমাত্রায় মুখচোরা এটার মধ্যে আমি পরি। :(

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

অণুজীব বলেছেন: এটা পড়ে দেখেন অনেক কিছুই মিলবে নিজেরর সাথে

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

হাবিব০৪২০০২ বলেছেন: সুন্দর পোস্ট।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

মুফাদ বলেছেন: ওটার ইংলিশ ভার্সন টা আগেই দেখসি :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

মুফাদ বলেছেন: কালোপরী হয়তোবা সম্ভব না,,ট্রাই দিতে দোষ নাই

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

মুফাদ বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.