![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন বাংলার মুসলিম ঐতিহ্য "মক্তবে সুবাহ" (মসজিদে সকালে বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা) উপমহাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। যা একজন মুসলমানের শৈশব থেকে কিশোর, যুবক ও বৃদ্ধিকাল পর্যন্তন নিজ ধর্মিয় শিক্ষার প্রাথমিক কেন্দ্র।
↓
কোরআন মানব হৃদয়ের স্পন্দন, কোরআন সর্বকালে শ্রেষ্ট ঐশী আসমানী গ্রন্থ , কোরআন গোটা মানবজাতির ইহজগতে চলার পথনির্দেশক আর পরজগতের পরম বন্ধু , কোরআন সৃষ্টিজীবের রোগমুক্তি ও আলোর দিশারী।
তাই কোরআন শিক্ষা ও পড়ার বিকল্পে মানবজাতির কিছুতেই কল্যাণ হতে পারেনা।
↓
↓
আকাশচুম্বী জাগতিকজ্ঞান অর্জন করার জন্য আমারা বিরাট আঞ্জামের ব্যবস্থা করি যা, মঙ্গল ও সৌর জ্ঞানে সীমারেখা।
পক্ষান্তরে যে কোরআন শিক্ষা অপরিসীম তা মঙ্গল, সৌরজগত এই বিশাল আকাশের অসামান্য ধারণা নয় বরং সপ্ত আকাশের উর্ধে আমাদের আসল ঠিকানার ও সঠিক ধ্যান-ধারণা তাতে বিদ্যমান।
সেসকল অমূল্য শিক্ষাকে অবহেলিত করে শুধুশুধু অর্থ ও সময় এবং আমাদের কচিকাঁচাদের বাল্যজীবন মিশনারীজ স্কুল বা কিন্ডারগার্টেনে ব্যায় করে দেয়।
↓
↓
যে ফোরকানীয়া মক্তবে একটি শিশু না আসিলে বড় হওয়ার পর জানাযা নামাজ থেকে শুরুকরে ওয়াক্তিয়া নামাজ মোটেও পারবেনা, সে অমূল্য রত্নকে পিষ্ঠপদর্শন করে চলছি।
↓
আর এক দিন এই ছোট্ট মক্তব থেকেই সূচনা অধ্যায়ের মাধ্যমে বিশ্ববিজয়ী হাফেজ ও ক্বারী হতে পারবে।
সেজন্য মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তবের ব্যবস্থা করে যৌথভাবে কোরআন শিক্ষার উদ্বেগ নেয় আমাদের জন্য অপরিহার্য
©somewhere in net ltd.