নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবতী নারী Π দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য → মুফতী সিরাজী

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

বাবার পছন্দ করা দাড়িওয়ালা
ছেলেটি মেয়ের পছন্দ হয়নি মোটেই।
মেয়ে তো বাবার উপর রীতিমত
ক্ষিপ্ত।
,,
বলল-, বাবা, আমার জীবন
নিয়ে ছিনিমিনি খেলার কোন
অধিকার তোমার নেই।
আমারও তো একটা পছন্দ আছে,
একটা সিদ্ধান্ত আছে,একটা মত আছে।
আমার সে মতের কোন মূল্য কি
তোমার কাছে নেই?
বাবা নরম গলায়
বলল,-মা,আমি
তোর ভাল চাই।দেখ, ছেলেটা
ধার্মিক,নামাজ-রোজা
করে,বড্ড ভাল'।
,,
মেয়ে অগ্নিশর্মা হয়ে বলল,-
'ওরকম একটা গেয়ো,আনস্মার্ট
ছেলেকেই তুমি আমার উপযুক্ত
ভাবলে,বাবা?
Have you gone mad?? বাবার আর কিছু
বলার
থাকলোনা।
মেয়ের পছন্দের ছেলের
সাথেই মেয়েকে বিয়ে দিতে বাধ্য
হলেন বাবা।
আধুনিক সমাজে কিছু কিছু
বাবা- মা'রা বড় অসহায়,বড় নিরুপায়।
ওই গেয়ো,আনস্মার্ট,ধার্মিক
ছেলেটাও অন্য একজনকে বিয়ে
করে নিল।
,,
বিয়ের বছর খানেক পর:
মেয়েটার ওই স্মার্ট বর
একদিন মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে
বাসায় ফিরল।
বিয়ের আগেও খেতো,এখনও খাচ্ছে।
বিশাল বাড়ি,কিন্ত মানুষ তারা দু'জন।
,,,
আরেক রাতে,মেয়েটার
আল্ট্রা মডার্ন বর একটা বেগানা
নারী সহ বাসায় ফিরে।
বিয়ের আগেও এসব করত,এখনও করছে।
কারন এসব তার আধুনিকতার অংশ।
মেয়েটা প্রতিবাদ করল,
ফলস্বরূপ তার স্মার্ট বর তাকে মধ্যযুগীয়
কায়দায় ধোলাই দিল।
,,
মেয়ে, নিজের পছন্দ করা বর যখন
রাতের বেলা মদের বোতল হাতে
ঢুলতে
ঢুলতে ঘরে ঢুকছে,খোজ নিয়ে
দেখো,তখন বাবার পছন্দ করা
সেই খেত,গেয়ো আর আনস্মার্ট
দাড়িওয়ালা ধার্মিক ছেলেটা
স্ত্রীর জন্য 'পর্দার বিধান' জাতীয়
বই হাতে ঘরে ফিরছে।
নিজের আধুনিক বর যখন একটি বেগানা
মহিলাকে বাসায়
এনে ফুর্তি করছে, খোজ নিয়ে দেখো,
সেই ব্যাকডেটেড আর গেয়ো
ছেলেটা
তখন নিজের স্ত্রীকে ঘুম থেকে
জাগাচ্ছে
একসাথে তাহাজ্জুদ পড়ার
জন্য।
মেয়ে, ওই ব্যাকডেটেড,গেয়ো
,আনস্মার্ট ছেলেটা তোমার জন্য নয়।
''' নিশ্চয় দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র
পুরুষের জন্য;
দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা
নারীর জন্য; মুমীন নারী
মুমীন পুরুষের জন্য, মুমীন পুরুষ মুমীন
নারীর জন্য'।
--- সূরা আন নূর- ২

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

muftisiraji বলেছেন: আপনাকে আমার পক্ষ্য থেকে অভিনন্দন। ভালো থাকেন

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

মানবী বলেছেন: প্রথমেই বলছি আমার বিশ্বাস আপনার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি। শুধুমাত্র বাস্তব জীবনের প্রেক্ষিতে নিচের মন্তব্য-

স্মার্ট ছেলে মানেই দুশ্চরিত্র আর দাঁড়ি রাখা নামাজি ছেলে মানেই সুচরিত্র এমন কিন্তু নয়। অনেক অনেক স্মার্ট ছেলে আছেন যাঁরা সব দিক থেকে অত্যন্ত ভালো মুসলিম। আবার ঠিক এই পোস্টের ধার্মিক ছেলের বর্ণনার মতো একজন দাঁড়িওয়ালা হুজুর টাইপ বালাদেশীর কথা জানি যে বন্ধুর ডিভোর্সড স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। পরবর্তীতে সেই মেয়েটিকে বিয়ে করে এবং নিজের স্ত্রী পুত্রদের পরিত্যাগ করে।
রমজান মাসে মসজিদে ঈমাম সাহেব খুতবায় বলছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সঃ) এর কথা। তাঁর স্ত্রী আয়শা(রাঃ)কে অন্য সাহাবীদের স্ত্রী যখন জিজ্ঞেস করেছিলেন মুহম্মদ(সঃ) ঘরে কোন কাজ করেন কিনা, তখন আয়শা(রঃ) জানিয়েছিলেন রান্না করা থেকে শুরু করে ঘর পরিস্কার করা, কাপড় ধোয়া সকল কাজেই তিনি স্ত্রীকে সাহায্য করেন!
আমি বাংলাদেশে অনেক অনেক খুতবা শুনেছি মসজিদে, সেখানে অথবা কোন ওয়াজ বা অন্য কোন মসজিদের খুতবায় এধরনের কথা কখনও আলোচিত হয়েছে বলে শোনা যায়নি।
দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে শুধুই স্বামীর প্রতি অন্ধ আনুগত্য, পর্দা আর যতো নিষেধের কথা শোনানো হয় বলেই অনেকে মনে করে ইসলাম নারীকে পদদলিত করে রাখে যা সম্পূর্ণ ভুল ও মিথ্যা।

আপনার নিকে মুফতি দেখে মনে হলো আপনি হয়তো অনেক অনেক মানুষকে হেদায়েত করার সুযোগ পান, তাই বিনীত অনুরোধ ইসলামের সুন্দর ও বৈষম্যহীন দিকগুলো একটু বেশী তুলে ধরার জন্য।
সহজ সুন্দর ব্যাপারগুলো ইসলামের প্রতি যতোখানি আকৃষ্ট করে কঠিন ব্যাপারগুলো হয়তো সেভাবে করেনা।

"নিজের পছন্দ করা বর যখন রাতের বেলা মদের বোতল হাতে ঢুলতে ঘরে ঢুকছে,খোজ নিয়ে দেখো,তখন বাবার পছন্দ করা সেই খেত,গেয়ো আর আনস্মার্ট দাড়িওয়ালা ধার্মিক ছেলেটা স্ত্রীর জন্য 'পর্দার বিধান' জাতীয় বই হাতে ঘরে ফিরছে।"
- এক্ষেত্রে "স্ত্রীর জন্য পর্দার বিধান" জাতীয় বই হাতে ঘরে ঢুকছে না বলে স্ত্রীর সাথে ঘরে বসে সুখ দুঃখের আলাপ করছে বললে হয়তো আরো ভালো হতো।


"নিজের আধুনিক বর যখন একটি বেগানা মহিলাকে বাসায় এনে ফুর্তি করছে, খোজ নিয়ে দেখো, সেই ব্যাকডেটেড আর গেয়ো ছেলেটা তখন নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাচ্ছে একসাথে তাহাজ্জুদ পড়ার জন্য।"
- এক্ষেত্রে সেসময় ধার্মিক ছেলেটা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করছে বললে হয়তো অনেক অনেক বেশি আকর্ষনীয় হতো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০১

muftisiraji বলেছেন: @প্রিয়_মানবী! কে বলেছে আপনার মেধাস্মৃতিতে ধারণ করা জ্ঞান কম? না বন্ধু এমনটি বলবেননা। বাস্তবে ইসলামের কল্যাণকর বিধিবিধান মুসলমান হিসেবে আপনি ভালোবাসেন। তাই না?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

মানবী বলেছেন: ওহ্ আরেকটি কথা, ব্যক্তিগত ভাবে আমি রক্ষনশীল জীবনাচার আর পর্দার পক্ষে!

ভালো থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৩

muftisiraji বলেছেন: আমি প্রথমেই ভেবেছিলাম। তবে এখনো আপনাকে আমার অনুসরণ করা হয়নি এই ব্লগে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

নতুন বলেছেন: বাংলাদেশে কতভাগ স্মাট ছেলে

'' স্মার্ট বর
একদিন মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে
বাসায় ফিরল।
বিয়ের আগেও খেতো,এখনও খাচ্ছে।''
,মেয়েটার
আল্ট্রা মডার্ন বর একটা বেগানা
নারী সহ বাসায় ফিরে।
বিয়ের আগেও এসব করত,এখনও করছে।
কারন এসব তার আধুনিকতার অংশ।


এটা জুজুর ভয় দেখানোর মতন নয় কি?

যেই এই গল্প তৌরি করেছে তিনি কি সব আধুনিক ছেলেদেরই এই ভাবে দেখেছেন?

উপরে মানবীর মন্তব্যেও ধামি`ক ছেলের পরকিয়ার কথা বলেছেন। কিছুদিন আগে আমার পরিচিত এক ধামিক ছেলের পরকিয়ার কথা আমি নিজে জেনেছি।

আধুনিকতা কিন্তু কখনোই মদ খেতে বলেনা। বলেনা মেয়েদের ফুতি` হিসেবে দেখতে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩

muftisiraji বলেছেন: @নতুন বন্ধু! আপনার চেয়ে আমি আরও নতুন।

পোস্টি শিরোনাম পড়ে ভেঙ্গে পরার কি আছে? আধুনিকতার পরিপ্রেক্ষিতে এই আয়াত আনি নাই।
শুধু মাত্র পরিণাম বুঝতে এনেছি!

মনচাহি আধুনিক টাইপের কিছু লোক আছে, যারা স্ব"স্ব ধর্ম ও রাষ্ট্রিয় নীতির উল্টা চলে।
তাদের জন্য আজ সমাজ কূলষিত।

তাদেরই বুঝাচ্ছি।

২য়. ধার্মিক ছেলেরা এমন প্রকৃতির হয়না। ইল্লা'মাশাল্লাহ যদি হয়ে থাকে তবে তা বিরল!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬

muftisiraji বলেছেন: @নতুন_বন্ধু! আপনাদের টেকনোলজি অনেক উর্ধে। তাই বলে মনে করবেননা যে, কোন ব্লগার আপনাদের কৃতিত্বের ফসল somewhere blog বিকল্প অন্য কোথাও শৃজনশীল, উধার মনোভাব নিয়ে কিছু লেখার সুযোগ পাবেনা।
উন্নত এই যুগে ব্লগসাইট অপরিমেয়। প্রতি দিনই ইতিবাচক ব্লগ নিষ্ঠার সাথে লিখে যাচ্ছি বেশ কয়েকটি ব্লগ ও ওয়েব সাইটে।

কিন্তু ইদানিং ভাবলাম দেশের ঐতিহ্যবাহী এই ব্লগটিতে নিজের কিছু অবিজ্ঞতা, পরোপকারক পরামর্শ তুলে ধরি যা কোননা কোন মানবের উপকারে আসবে।
কিন্তু আমার বাকরোধ করে দিয়ে প্রথম পৃষ্ঠাতে নির্দ্বিধায় আমার ব্লগগুলি না আসার ব্যবস্থাটি খুবই দুঃখজনক।

আমি কি কাউকে তার অনুভূতিতে আঘাত করছি???

please answer me (নতুন)

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

নতুন বলেছেন: কিন্তু আমার বাকরোধ করে দিয়ে প্রথম পৃষ্ঠাতে নির্দ্বিধায় আমার ব্লগগুলি না আসার ব্যবস্থাটি খুবই দুঃখজনক।

আপনার মডারেশন স্ট্যাটাস কি তা দেখুন... যদি সেফ হয় তবে আপনার লেখা প্রথম পাতায় আসবে... আপনি যেহেতু নতুন তাই কয়েকদিন সময় লাগতে পারে সেফ হবে।

''মডারেশন স্ট্যাটাস''
ব্লক ওয়াচ জেনারেল সেফ
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।


কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে.... আরো লিখুন...

আপনি কিন্তু আমার উদাহরনের উত্তরে বল্লেন যে ' ২য়. ধার্মিক ছেলেরা এমন প্রকৃতির হয়না। ইল্লা'মাশাল্লাহ যদি হয়ে থাকে তবে তা বিরল! << কিন্তু এটা সত্য ঘটনা বলেছি আমি।

তেমনি আপনিও আধুনিক ছেলে/মেয়ে দের নিয়ে যেটা লিখেছেন সেটাও খুবই জেনারেলাইস্ড ভাবে সবাইকে বলেছেন....

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

muftisiraji বলেছেন: @প্রিয়_নতুন! আমার মন্তব্যের প্রতুত্তর দেওয়াতে, আপনাকে ধন্যবাদ। এখানে আপত্তিকর বিষয় হল প্রথমে আমাকে "সেফ" -এ স্থান দেওয়া কয়েছিল but উল্লেখিত ব্লগটি লিখার পর কোন দিক বিবেচনা করে আমাকে ২য় ধাপে (জেনারেল) নিয়ে আসেন???

আমার মধ্য উগ্র কোন সভাব পেয়েছেন? ★ ধন্যবাদ ★

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: সেটা ব্লগের মডারেটারা বলতে পারবেন।

ব্লগার '' কাল্পনিক_ভালোবাসা '' কে জিঙ্গাসা করে দেখুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

muftisiraji বলেছেন: কিভাবে যুগাযোগ করবো? পার্সোনাল এস,এম,এসের ব্যবস্থা কি আছে?

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

নতুন বলেছেন: মূল পাতায় 'আপনার সমস্যার কথা জানান'' এইখানে আপনার সমস্যা জানান...

এবং উনি যখন ব্লগে থাকেন তখন তার ব্লগে কমেন্টেও আপনি সমস্যার কথা বলতে পারেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

muftisiraji বলেছেন: thanks @নতুন বন্ধু! আপনিও হেল্প করবেন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: আমি আপনার মতনই সাধারন ব্লগার... ব্লগের কেউ নই।

তথ্য দিয়ে সাহাজ্য করতে পারবো যদি সেই বিষয়টা জানা থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.