নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মৃত্যু কোলে হেলে পরলেন সমাজ কল্যাণ মন্ত্রী

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী চলেগেলেন ওপারে!
শোকের মাতম পালন করেছেন সরকারী কর্মকর্তাসহ অনেকেই।

হ্যাঁ ভাই! শোকাহত হতে হবেই যেহেতু এই মানুষটি নশ্বর এই পৃথিবীতে দ্বিতীয় বার আসবেনা।
মানুষের মৃত্যুর পরে শুরু হয় পরজগতের বিচারকার্য।
প্রত্যকেই তার নিজ কর্মকান্ডের যার্রা যার্রা হিসাব দিতে হবে সেখানে।

আর দেরি নয়! ক্ষণিককাল পরেই, ইসলামী ছোট-বড় সব রীতি নীতিতে কবরের জন্য সাজানো হবে তাকে।

একজন হুজুর/আলেম-উলামা, মাওলানা সাহেব আজ অতিপ্রয়োজন লাশের জন্য।
গোসল করানো, কাপন পড়ানো,আতর, গোলাপ, সুরমা মাখাবে কবরস্থ করতে।
ইসলামের মৌলিক বিধান নামাজে জানাযা চার তাকবীরে পড়বেন একজন হুজুর মুর্দার শেষ পাওনা টুকু পরিশোধ করে দিতে।

পরিশেষে শেষ বিদায়ের পালকী করে কবরে শায়িত করবেন এবং মাটিচাপা দিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করবেন তার দুনিয়া পরিচ্ছেদ।

উপদেশ : প্রকৃত বুদ্ধিমান সেই যে, মৃত্যুকালের স্মরণ রেখে জিন্দেগী পরিচালনা করে....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


মহসীন আলী ভলো মানুষ ছিলেন।

আপনি বুদ্ধিমান, তৈরি থাকেন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

muftisiraji বলেছেন: @গাজী সাহেব! প্রত্যহ প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আমি স্বীয় মাওলার সাক্ষাতের আশা করি।। ওনি কোমন! সে জন্য তো হজব্রতের ছবিটি দিলাম।

আপনাকে ধন্যবাদ!

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৯

কিরমানী লিটন বলেছেন: মুফতি মিয়া-আপনি বিরাট পণ্ডিত -কপি করা ভণ্ডামি আর কতো ...?এদেশে ভণ্ড ধর্ম ব্যবসায়ির স্থান নেই,পারলে সৃষ্টিশীল কিছু লিখেন।আর ভণ্ডামিটা ছাড়ুন... আগলা পণ্ডিতি দেখাবেন না...

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

muftisiraji বলেছেন: @লিটন বাবু! স্রষ্টার সৃষ্টি থেকে কোন কিছুই খালি নহে। তার অনুগ্রহ জাতমত নির্বিশেষে ব্যাপক বিস্তৃত! প্রকৃত ভন্ড তো তারাই, যারা স্বীয় স্রষ্টার অফুরন্ত অফার ভোগ করে, তার পরও এসব তিরস্কার করে নিজ বাহাদুরি প্রকাশ করছে।

জেনে রাখুন.... শুধু যুক্তিতে মুক্তি মিলবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.