নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

হাজীরা মরলেও লাখ বাঁচলেও লাখ→ মুফতী সিরাজী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

গত কিছুদিন পূর্বে কা'বাঘর তাওয়ফের সময় ক্রেন ছিঁড়ে দূর্ঘটনায় নিহত হাজী সাহেবান জনপ্রতি পরিবারকে ২কোটি টাকা অনুদানের ঘোষণা দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।



আরবি মিডিয়া সূত্রে : মক্কায় ক্রেন দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকে মাথা পিছু ১ মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ ১০ লক্ষ সৌদি রিয়াল( বাংলাদেশি টাকায় ২ কোটি টাকা) পাবেন। আহতরা পাবেন ৫ লক্ষ সৌদি রিয়াল( ৯৫ লক্ষ টাকা) ।
নিহতদের পবিরবারকে এ অর্থ দেয়া হবে। মঙ্গলবার সৌদি বাদশাহর পক্ষ থেকে এক ডিক্রি জারিতে এ ঘোষণা দেয়া হয়। খবর আরব নিউজের।

এর মূল বাজেট বাংলাদেশর চলতি বৎসরে বাজেটের সমান, যা পৃথিবীতে নজিরহীন।

এটা তো দুনিয়াতে আংশিক সান্তনা!

পরকালে রয়েছে তাদের অগণিত নাজওনেয়ামতের সুসংবাদ।
১. হজের অন্যতম শ্রেষ্ঠ আমল তওয়াফরত অবস্থায়।
২. ইহরাম পরিহিত অবস্থায় (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সে লাব্বাইক… পাঠ করতে করতে উঠবে)।
৩. বৃষ্টিরত অবস্থায় (বৃষ্টি হলো আল্লাহর রহমত); বৃষ্টির পানি শহীদের রক্ত ধুয়ে দিচ্ছে!
৪. ক্রেন ধসে মৃত্যু (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু ধসে বা কোনো কিছুতে চাপা পড়ে মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন)।

واللّه اعلم

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্লাবন২০০৩ বলেছেন: সুবহানাল্লাহ্‌।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

muftisiraji বলেছেন: الحمد لله

@প্লাবন বন্ধু? নিশ্চিত আপনি সাধক

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

সুপ্ত আহমেদ বলেছেন: হুম....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

muftisiraji বলেছেন: @আহমেদ বন্ধু! তাই?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো করেছে সৌদি সরকার ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

muftisiraji বলেছেন: @সাধু ভাই! ধন্যবাদ

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

মাসূদ রানা বলেছেন: আল্লাহ পাক ওনাদের (নিহত হাজীদের) হজ্জ এবং শাহাদাত কবুল করুন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

muftisiraji বলেছেন: @মাসুদ ভাই! آمين ثم آمين

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.