![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" অল্প কয়টি কথা , কিন্তু হেদায়েত পাওয়ার জন্য
যথেষ্ট "
.
পাকিস্তানের জগতখ্যাত ফিল্মের তারকা বীনা
মালিকের কথা বলছি।
ঘটনাচক্রে একদিন তাবলীগের মুরব্বী মাও. তারিক
জামিলের সাথে তার দেখা।
.
মাও. তারিক জামীল বীনা মালিককে লক্ষ্য করে
বললেন :
"মেরে বেটি ! কাহা জা রাহাহো ?
তুম রাসূল স. কা উম্মতি হায়। এহিতো তেরে রাহ হায়।
আপনা কওম কা ইজ্জত বাচাও বেটি..!" "আমার
মেয়ে ! তুমি কোথায় ছুটে চলেছো !? তুমিতো
রাসূল স. এর প্রিয় উম্মত ! আর এটাইত তোমার রাস্তা।
স্বীয় জাতির ইজ্জত রক্ষা কর বেটি.!!"
.
ব্যস, এটুকুন কথাই যাদুর মতো কাজ করল।
বীনা মালিক নিজেই বর্ণনা দিচ্ছে:
.."'তিনি যখন দরদ মাখা কন্ঠে 'মেরে বেটি' বলে
সম্বোধন করলেন, তখন তা আমার অন্তরে ঝড়
তুললো। এতো দরদ নিয়ে কেউ আমাকে
ডাকেনি। তার সংক্ষিপ্ত অথচ মূল্যবান কয়টি কথা আমার
বারবার মনে পড়ত, যা আমার জীবনের মোড়
ঘুরিয়ে দেয়।'
.
.
সুপ্রিয় পাঠক, ফিল্ম জগতে ঝড় তোলা তারকা সেই
বীনা মালিক এখন আপাদমস্তক দ্বীনদার রমনী..।
গত বছর (২০১৪ ইং) সপরিবারে হজ্ব করে
এসেছেন। পূর্ণ পর্দা পালনকারী বীনা মালিক এখন
দাওয়াতী কাজ করছেন।
যার কারণে হাজার হাজার মানুষ গোমরাহ হতো, তার
কারণেই আজ হাজার হাজার মানুষ হেদায়াত
পাচ্ছে...!!
আহ !
আল্লাহ সুবহান যদি আমাদের দ্বীলের মধ্যে ও
উম্মতের হেদায়েত এর ফিকির ঠেলে দিতেন ।
ইয়া আল্লাহ, কবুল কর এই নাফরমানকে "।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
muftisiraji বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়াত করুন । আমীন