নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

এ\'কেমন বর্বর নিষ্ঠুরতা? এটাই ভালোবাসার প্রতিফলন?

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

“এ যেন পশুর হিংস্রতা ও নিষ্ঠুরতাকেও
হার মানায়। পোষ্টটি লিখতে গিয়ে কতবার
যে হাত কেঁপেছে...!
পড়ে দেখুন এতেও যদি আপনার পাথরসম পাষাণ হৃদয়ে একটু দয়ার উদ্রেগ হয়,
যদি হয় একটু বোধোদয়..!?”
.
-প্রথম মাস,
হ্যালো আম্মু.....!! কেমন আছো তুমি?
জানো! আমার আয়তন এখন মাত্র ৩-৪ ইঞ্চি তবে আমার কিন্তু হাত-পা সবই আছে,
তোমার কথাও শুনতে পাই।
খুব ভালো লাগে তোমায় শুনতে!
.
-দ্বিতীয় মাস,
আম্মু! আমি না হাতের বুড়ো আঙুল চুষা শিখেছি, তুমি আমাকে এখন দেখলে বেবি বলবে! কিন্তু তোমার কাছে আসার সময়
এখনো হয় নি আমার,
এখানেই আমি উষ্ণতা অনুভব করি।
.
-তৃতীয় মাস,
আম্মু! তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে,আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে!
তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু?
তুমি কাঁদলে আমারও না কান্না পায়.....!
.
-চতুর্থ মাস,
আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে আম্মু!
আমি হাত-পা নাড়াতে পারি,মাথা নাড়াতে পারি, আরো অনেক কিছুই করতে পারি...।
-পঞ্চম মাস,
আম্মু! তুমি ডাক্টারের কাছে গিয়েছিলে কেনো? ডাক্টার কী বলেছে আম্মু? আমি তার কথা শুনতে পারিনি। তোমার কথা ছাড়া আমি যে আর কারো কথা শুনতে পারিনা আম্মুউ!!
.
-ষষ্ঠ মাস,
আমি এতো ব্যথা পাচ্ছি কেন আম্মু?
ডাক্টার সুঁচের মতো কি যেনো একটা
আমার শরীরে ঢুকাচ্ছে, তুমি ওদের থামতে
বলো আম্মু!!! আমি তোমাকে ছেড়ে
কোথাও যাবোনা আম্মুউউ..........!!!
.
-সপ্তম মাস,
আম্মু! কেমন আছো?
আমি এখন স্বর্গে আছি,একটা এনজেল
আমাকে এখানে নিয়ে এসেছে।
এন্জেল বলেছে তোমাকে এবরশন
করতে হয়েছে। আমার কী অপরাধ ছিল আম্মু! আমাকে কেনো চাওনি তুমি আম্মু???
.
‪প্রতিটি_abortion_মানে_‬!
.
•একটি হৃদস্পন্দনকে থামিয়ে দেয়া।
•একটি নিষ্পাপ হাসিকে চিরতরে অস্তমিত
করে দেয়া...!
•দুটি হাত,যা কখনো কাউকে স্পর্শ
করতে পারবেনা...!!
•দুটি চোখ,যা আর কখনোই পৃথিবীর
আলো দেখবেনা....!!!
_
এই পোস্টটি অনেক বেশি শেয়ার করা উচিৎ!
“জাযাকুমুল্লহু আহসানাল জাযা”!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.