![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জমজমের পানি যে যেই নিয়তে পান করবে, তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান কর, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। এটি জিবরাইল (আ.)-এর পায়ের গোড়ালির আঘাতে হজরত ইসমাইল (আ.)-এর পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে।’ (ইবনে মাজাহ ও আল-আজরাকি)
►জম জমের পানি দাড়িয়ে এবং তিন শ্বাসে পান করা সুন্নাহ। পান করার সময় নিম্নের দোয়াটি পাঠ করা-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا, وَرِزْقًا وَاسِعًا, وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ.
(حديث ضعيف/ رواه الدارقطنى وعبد الرزاق والحاكم عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَوْقُوْفًا)
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা ইলমান নাফি'আ, ওয়ারিজকান ওয়াসিয়া, ওয়াশিফা'আন মিন কুল্লি দা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান, প্রশস্থ রিযিক এবং যাবতীয় রোহ থেকে আরোগ্য কামনা করিতেছি। (দারা কুতনী, আব্দুর রাজ্জাক ও হাকেম, বর্ণনায় ইবেনে আব্বাস)
বিজ্ঞান প্রমান করে যে,জমজম কুপের পানি সর্ব উত্তম পানি:
(একজন ইঞ্জিনীয়ারের তথ্য থেকে- মাশারো ইমোটো)
এটাকে স্ফটিকায়ন করতে পারি নি, এমনকি পর্যন্ত পানিটি ১০০০ ভাগ পাতলা করার পরেও।
” অন্য কথায় তিনি ১ ঘন সেন্টিমিটিারকে ১ লিটারে রূপান্তর করেন। তিনি বলেন যে তিনি যখন পানিটি ১০০০ ভাগ পাতলা করেন এবং জমাটবদ্ধ করেন তিনি তখন একটি অনবদ্য আকারের স্ফটিক লাভ করেন। দুইটি স্ফটিক গঠিক হয় একটি অপরটির উপরে, কিন্তু এগুলি একটি অনন্য আকার গ্রহন করে। যখন তিনি তার মুসলিম সহকর্মীকে জিজ্ঞাসা করেন কেন দুটো স্ফটিক হলো তিনি তাকে বলেন যে যেহেতু জমজম দুইটি শব্দ দ্বারা গঠিত, “জম এবং জম”।
মাশারো ইমোটো বলেন, “আমার মুসলিম সহকর্মী পানির উপর কোরআনের আয়াত পাঠ করার প্রস্তাব দেয়”।
সে একটি টেপ রেকর্ডার নিয়ে আসে এবং কতগুলি কোরআনের আয়াত বাজায় এবং আমরা সবচাইতে নিখুত আকৃতির স্ফটিক লাভ করি। তার
পরে সে আল্লাহ (সর্বশক্তিমান) এর ৯৯টি নাম বাজায়। প্রতিটি নাম একটি অনবদ্ধ আকারের স্ফটিক তৈরি করে।
যখন ডাক্তার ইমোটো এইসব পরীক্ষা সম্পন্ন করেন যা ১৫ বছর স্থায়ী হয়েছিল তিনি একটি ৫ খন্ডের বই নির্মান করেন যার নাম হচ্ছে “পানির থেকে বার্তা”।
তিনি লেখেন, “আমি প্রমান করেছি যে পানি, ঐ বিশেষ তরলটি চিন্তা করার, মাপার, বোধ করার, উত্তেজিত হওয়ার এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখে”। ডাক্তার মাশারো ইমোটো নিম্নোক্তভাবে লিখেছেন, জমজম পানির গুণ/বিশুদ্ধতা এই পৃথিবীর অন্য কোথাও পানিতে এর যে গুণ আছে তা পাওয়া যাবে না।
তিনি নানো নামের প্রযুক্তি ব্যবহার করেন, এবং জমজম পানির উপর প্রচুর গবেষনা করেন এবং দেখতে পান যে যদি জমজম পানির ফোটা নিয়মিত পানির ১০০০ ফোটাতেও মিশ্রিত হয় তবুও নিয়মিত পানি জমজম পানির মত সমান গুণ লাভ করবে। তিনি আরো দেখতে পান যে জমজম পানির এক ফোটাতে একটি খনিজ পদার্থের এর নিজস্ব গুরুত্ব রয়েছে যা এই পৃথিবীর অন্যকোন পানিতে পাওয়া যাবে না। তিনি কিছু পরীক্ষাতে দেখতে পান যে জমজম পানির গুণ বা উপকরণ পরিবর্তন করা যায় না, কেন, বিজ্ঞান এর কারণ জানে না। তিনি এমনকি পর্যন্ত জমজম পানির পুন-প্রক্রিয়াজাত করেন, কিন্তু কোন পরিবর্তন হয় নি, এটা বিশুদ্ধ ছিল।
এই বিজ্ঞানী আবিষ্কার করেন যে মুসলমানেরা খাওয়া বা পান করার আগে বিসমিল্লাহ বলে। তিনি বলেন যে নিয়মিত পানিতে বিসমিল্লাহ বলা হলে এর ফলে নিয়মিত পানির গুণে কতগুলি অদ্ভুত পরিবর্তন ঘটে।
এর ফলে এটা সবোর্ত্তম পানি হয়।
তিনি আরো দেখতে পান যে যদি নিয়মিত পানির উপর কোরআন পাঠ করা হয় তা হলে এটা বিভিন্ন ব্যাধি চিকিৎসার জন্য ক্ষমতা লাভ করে। সুবহানাল্লাহ! নিশ্চয় আল্লাহর এটা একটি কুদরত। জমজম পানি পর্যায় ভূ-পৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে এটা আল্লাহর কুদরত যে জমজম ক্রমাগত প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার হারে ২৪ ঘন্টার বেশি সময় ধরে পাম্প করা হয় তখন পানির পর্যায় ভূ-পৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে যায়, কিন্তু যখন পাম্প করা বন্ধ করা হয় তখন পর্যায় দ্রুত ১১ মিনিট পরে আবার ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। প্রতি সেকেন্ড ৮০০০ লিটার অর্থ হল ৮০০০ x ৬০ = ৪,৮০,০০০ লিটার প্রতি মিনিটে, প্রতি মিনিটে ৪,৮০,০০০ লিটারের অর্থ হল ৪,৮০,০০০ x ৬০ = ২৮.৮ মিলিয়ন লিটার প্রতি ঘন্টায় এবং প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার মানে হচ্ছে ২৮৮০০০০০ x ২৪ = ৬৯১.২ মিলিয়ন লিটার প্রতি দিনে।
তাই তারা ২৪ ঘন্টায় ৬৯০ মিলিয়ন লিটার জমজম পানি পাম্প করে, কিন্তু এটা কেবলমাত্র ১১ মিনিটে আবার পূর্ণ হয়।
এখানে দুইটা কুদরত আছে:
★প্রথমটি হলো জমজম দ্রুত পুনর্ভর্তি হয় এবং
★দ্বিতীয় হলো আল্লাহ অসামান্য শক্তিশালী একুফার ধারণ করেন যা কুপের বাইরে কোন অতিরিক্ত জমজম পানি নিক্ষেপ করে না। অন্যথায় পৃথিবী ডুবে যেত।
আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে, “আমরা তাড়াতাড়ি তাদেরকে বিশ্ব ভ্রমান্ডে আমাদের চিহ্ন দেখাব এবং তাদের নিজস্ব আত্মায় আমাদের চিহ্ন দেখাব, যতক্ষণ না পর্যন্ত এটা তাদের কাছে পরিষ্কার হয় যে এটা হচ্ছে সত্য। এটাকি আপনার প্রভু সম্পর্কে যথেষ্ট না যে তিনি সকল জিনিসের উপরে একজন স্বাক্ষী?” (৪১:৫৩)!
জম জম কুপের পানি আল্লাহর রহমতস্বরুপ। শিশু হজরত ইসমাইল ও তার মা’কে যখন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আঃ ) নির্জন মরুভুমিতে পরিত্যাগ করেন। তখন তার পায়ের আঘাতে জমজম কুপের উৎপত্তি হয়।মা হাজেরা কুপের চারপাশে চারটি পাথর দিয়ে সিমানা দিয়ে দেন তা না হলে সারা পৃথিবীতে জমজম কুপ ছড়িয়ে পড়ত।
(মুফতী সিরাজী. জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া।)
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
muftisiraji বলেছেন: @আরে ও ম্যাউ!! মাথা থেকে জাম্বুরাটা সরিয়ে ফেল, তাইলে আর গাঞ্জা /সিদ্বি টানতে হবেনা। সাদরে আসো বাটি দিয়ে দুধ খাওয়াবো ক্স|
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের লেখা ভিত্তিক ছবি আমরা পোস্টে সংযুক্ত করাকে অনুমোদন করছি না। আপনি অনুগ্রহ করে এই লেখা ভিত্তিক ছবিটি সরিয়ে নিন।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
muftisiraji বলেছেন: বস্! ওকে।।। আমি তো ভুলেই গিয়েছিলাম :-D
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লাগার পোষ্ট
অনেক কিছু জানলাম,
প্রিয়তে
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯
muftisiraji বলেছেন: সত্যি হলে, অনুসরণ করুন আমায়
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
নতুন বলেছেন: Click This Link
উপরের পোস্টে এই জমজম নিয়ে অনেক আলোচনা হয়েছে একটু পড়ে দেখতে পারেন।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
muftisiraji বলেছেন: খুব ডরাই গেলাম!!!!! ওখানে যে, ক্যাচাল আমি নাই।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
নতুন বলেছেন: বিজ্ঞান প্রমান করে যে,জমজম কুপের পানি সর্ব উত্তম পানি:
(একজন ইঞ্জিনীয়ারের তথ্য থেকে- মাশারো ইমোটো)
মাশারো ইমোটোর গবেষনাটি ভাল মানের ছিলোনা।
'' যখন তিনি তার মুসলিম সহকর্মীকে জিজ্ঞাসা করেন কেন দুটো স্ফটিক হলো তিনি তাকে বলেন যে যেহেতু জমজম দুইটি শব্দ দ্বারা গঠিত, “জম এবং জম”''
দুই শব্দ দারা গঠিত বলে ক্রিস্টাল দুইটা হবে এটা পুরাই হাস্যকর বিষয়।
তাহলে পানি/ওয়াটার/জল এই গুলি বললেও তো ক্রিস্টার ৩ রকমের হবে তাইনা?
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
muftisiraji বলেছেন: আপনি মহা জ্ঞানী!! সুতারাং নিজেই পান করে বাস্তব পরিক্ষা করে নির্ণয় করতে পারেন।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: "যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন।"
-চিকিৎসা বিজ্ঞানে এতোদিনের গবেষনা আর অর্থ ব্যায় সব বৃথাই করা হয়েছে দেখতেছি। জমজমের পানি খেলেইতো সব প্রবলেম সলভড্ হবার কথা। আপনি অসুস্থ হলে আর ডাক্তারের কাছে যাবেননা, ভুলেও ওষুধ খাবেননা, শুধু জমজমের পানি খাবেন।
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
muftisiraji বলেছেন: মাঠে বসে কী আর মন্তব্য করলে, এর সমাধান খোঁজে পাবেন।
কালিজিরার গুণ সম্পর্কে আপনি কতটুকু জ্ঞাত জানিনা, তবে কালো ছোট দানার পরিমানটি যদি ভেজষ ঔষধী গুণে ভরপুর থাকে, তাহলে যার অপর নাম জীবন! তার মধ্যে গুণের হ্রাস থাকার কী আছে? জমজমেরর কূপের পানি তো স্বর্গীয় অফার পদার্থ!!!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫
নতুন বলেছেন: জমজমের পানি বিশুদ্ধ পানি। একে আধুনিক প্রকৃয়ায় ফিল্টার করা হয় + আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট করা হয়। তাই এটা বাজারের অন্য পানির মতনই বিশুদ্ধ।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
muftisiraji বলেছেন: ফিল্ডার করার তথ্য কোথায় পেলেন??? এমনটি আজও কোন নির্ভরযোগ্য বিজ্ঞানী উল্লেখ করেনি।
যাদের দেশে অবস্থিত "জমজম", যারা খুলা চোখে পর্যবেক্ষণ করেন সদা' তাদের কাছ থেকে কিছু জানলে সঠিক তথ্য পাওয়ার আশা করা যায়।
আমেরিকা/পাশ্চাত্যে দেওয়া তথ্যের উপর অন্ধ বিশ্বাস রাখলে নিজেই বুকা বনে যাবেন।
সুতারাং নির্ভরযোগ্য, আসল তথ্য পেতে হলে, পরিপক্ব গবেষকদের অবিজ্ঞতা থেকে কিছু জানতে হবে।
আপনাকে দ্বিতীয় কমেন্টে এর লিঙ্ক দিচ্ছি....চলমান
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
muftisiraji বলেছেন: গবেষকবৃন্দের উদ্ধৃতি, আরবী ও ইংরেজী ভাষায়
চমকানোর মত কোন ব্যাপার নেই এখানে। আরবী বিশ্লেষণ থাকলেও নিছে ইংরেজীতে উদ্ধৃতি আছে।
অসুবিধা হলে Google Translation. software ব্যবহার করতে পারেন। ধন্যবাদ @ নতুন বন্ধু
৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: ফিল্ডার করার তথ্য কোথায় পেলেন??? এমনটি আজও কোন নির্ভরযোগ্য বিজ্ঞানী উল্লেখ করেনি।
যাদের দেশে অবস্থিত "জমজম", যারা খুলা চোখে পর্যবেক্ষণ করেন সদা' তাদের কাছ থেকে কিছু জানলে সঠিক তথ্য পাওয়ার আশা করা যায়।
আমেরিকা/পাশ্চাত্যে দেওয়া তথ্যের উপর অন্ধ বিশ্বাস রাখলে নিজেই বুকা বনে যাবেন।
সুতারাং নির্ভরযোগ্য, আসল তথ্য পেতে হলে, পরিপক্ব গবেষকদের অবিজ্ঞতা থেকে কিছু জানতে হবে।
আপনাকে দ্বিতীয় কমেন্টে এর লিঙ্ক দিচ্ছি....চলমান
লেখক বলেছেন: ফিল্ডার করার তথ্য কোথায় পেলেন??? এমনটি আজও কোন নির্ভরযোগ্য বিজ্ঞানী উল্লেখ করেনি।
বন্ধু আমি যেটা বলি জেনেশুনেই বলি অন্ধবিশ্বাসী আমি না। আর যদি প্রমান হয় যে আমার দেওয়া ফিল্টারের তথ্য সঠিক তবে কি আপনাকে অন্ধবিশ্বাসী বলতে পারি আমি??
http://www.sgs.org.sa/english/earth/pages/zamzam.aspx এটা হইলো সৌদি সরকারের Geologica গবেষনার সংস্হা । এরা জমজম কুপের দেখাশুনার দায়িত্বে আছে । উপরের সাইটেই বলা আছে এবং ছবি দেওয়া আছে যে তারা কিভাবে জমজম কুপের পানির দেখাশুনা করে।
Saudi_Geological_Survey কি এটা উকিপিডিয়াতে দেখুন। Click This Link
উপরের সাইট:- Water Quality Monitoring
One of the mains tasks of ZSRC is to monitor the hydrochemical and microbial characteristics of Zamzam. ZSRC has been monitoring Zamzam water quality for years. Every week water samples are collected from the Zamzam well and the various outlets including thermoses and water taps in Al-Haram, and Sabeel Kudai and Khazzan outlets. Samples are analyzed for chemical and microbial components. Zamzam water is filtered through a series of sand filters and cartridge filters, and then sterilized by ultraviolet (UV) irradiation at these treatment plants before distribution to consumers. Al-Haram Authority is advised to take action if and when some unexpected adverse component is detected.
উপরের সাইটে গিয়ে পড়ে দেখুন এবং তারপরে আমাকে আমেরিকা/পাশ্চাত্যে তথ্যে অন্ধ বিশ্বাসী বলুন!!!
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
muftisiraji বলেছেন: Thanks অনেক সময় ব্যায় করে লিখার তরে...
উপরের উকিপিডের যে লিঙ্ক দিলেন, তাতো পুরাই আজব!! এটা শুধু সৌদি গভর্নমেন্টের সকল তথ্যাদি।
দ্বিতীয় লিঙ্ক যেখানে যা বল্লেন সব কিছুই ঠিকঠাক পেয়েছি !!
যেমন বল্লেন ছবির কথা ও ফিল্টারের উদ্ধৃতি ইত্যাদি...
তবে Zamzam water is filtered through a series of sand filters-এর মানে কি???
হ্যাঁ ভাই, বালি আর পাথরে সংমিশ্রণ মাটি হল মরুর দেশে, জমজম কূপ থেকে ২৪ ঘন্টায় ৬৯০ মিলিয়ন লিটার জমজম পানি পাম্প করে, কিন্তু এটা কেবলমাত্র ১১ মিনিটে আবার পূর্ণ হয়।
সুতারাং বালতি বা ছোট কোন পাত্র দ্বারা পানি উত্তলন করলে, তাতে ধুলাবালি মিশ্রিত হয়ে আসার সম্ভাবনা অনেকটাই কম ছিল।
যেহেতু এতগুলো পানি এক সাথে পাম্প করা হয়, তাতে নিছ থেকে বালু মিশ্রণ হয়ে পানিটি ঘোলাটে হওয়া সম্ভাবনাময়।
এজন্য বালুফিল্টার করা মেশিনের সাযাহ্য নেওয়া হয়।
দ্বিতীয়ত : হজ্জে শুধু আরবী মানুষের সমাগম হয়না, বরং আপন স্রষ্টার নির্দেশ পালনার্থে বিশ্বের জাতি,বর্ণ নির্বিশেষে সে দেশে জমায়েত হয় লক্ষাধিক মানুষ।
তাদের জন্য সাহারা মরুর বুকে, পবিত্র হজ্বব্রতের বিধিবিধান যথাযথ পালনের সুবিধার্থে মক্কা শরীফ থেকে সুদূর মদীনা পর্যন্তন জমজম পানি সাফলাই করা হয়।
সে জন্য বিশাল মটর ও বিভিন্ন যন্ত্র / ইঞ্জিনের দরকার (আপনি যে ছবিগুলি ফিল্টার মনে করে ছিলেন)।
এই পবিত্র পানি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশীয় মানুষ পান করবে, সুতারাং তাদের মনে কোন সঙ্কা যাতে না হয় সে জন্য সর্বপ্রকার পরিক্ষা নিরিক্ষার ব্যবস্থাও যথাযথ নেওয়া আছে।
★ "তাই বলে কি জমজমের পানিকে সাধারণ পানির সমতুল্য করা হবে?
জানিনা আপনি কি উদ্দেশ্য করা কথা বলছেন।
তৃতীয়ত : আপনি যে ওয়েব লিঙ্ক দিলেন উক্ত ওয়েব পেইজের কোথাও একথা নেই যে, জমজমের পানিকে দূষণ মুক্ত করতে সৌদি গভর্নমেন্ট এই পদক্ষেপ নিয়েছে।
বরং এই পানির বৈশিষ্ট্য, গুণের ধারা ও সুবিস্তার বর্ণনা আছে।
আপনি তো সেটি ভ্রুক্ষেপি করলেননা। আশা করি পরিবর্তনের পথের চিন্তা বিছুটী হলেও করবেন।। ধন্যবাদ
১০| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫
নতুন বলেছেন: উপরের উকিপিডের যে লিঙ্ক দিলেন, তাতো পুরাই আজব!! এটা শুধু সৌদি গভর্নমেন্টের সকল তথ্যাদি।
এটা দিয়েছি http://www.sgs.org.sa/ কি তা নিয়ে প্রশ্ন হলে তার উত্তর পাবেন যে এরা কি।
আমি বলেছি যে জমজমের পানিকে ভাল মতন দেখাশুনা করা হয় তাই এটা বিশুদ্ধ পানি।
আপনি তো জানতেনই না যে জমজমের পানিকে ফিল্টার করা হয়। আল্টাভায়লেট ট্রিটমেন্ট করা হয় যাতে জীবানুমুক্ত হয়।
তৃতীয়ত : আপনি যে ওয়েব লিঙ্ক দিলেন উক্ত ওয়েব পেইজের কোথাও একথা নেই যে, জমজমের পানিকে দূষণ মুক্ত করতে সৌদি গভর্নমেন্ট এই পদক্ষেপ নিয়েছে।
বরং এই পানির বৈশিষ্ট্য, গুণের ধারা ও সুবিস্তার বর্ণনা আছে। <<আপনি তো সেটি ভ্রুক্ষেপি করলেননা।
পানি যাতে দূষিত না হয় তাই তো এতো ফি্টার/ট্রিটমেন্ট।
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
muftisiraji বলেছেন: জনাব নতুন বন্ধু! ফিল্টার তো শুধু বালুমুক্ত করার জন্য, দূষণমুক্ত করার জন্য নয়। তাতে দূষণ হওয়ার কোন কারণ ও নেই যেহেতু এটা স্বর্গীয়।
নির্ভেজাল জমজমেরর পানি খুবই বরকতময়! এর গ্যারান্টি সয়ং আমাদের prophet দিয়েছেন।
তিনি একজন মহামানব! যাকে তার দুষমনরাও দুষমনি চলা অবস্থায় তার কাছে আমানত গচ্ছিত রাখতো।
এজন্য তার উপাদি কাফেরেরা দিয়ে ছিল আল আমীন (বিশ্বাসী)।
১১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
নতুন বলেছেন: লেখক বলেছেন: জনাব নতুন বন্ধু! ফিল্টার তো শুধু বালুমুক্ত করার জন্য, দূষণমুক্ত করার জন্য নয়। তাতে দূষণ হওয়ার কোন কারণ ও নেই যেহেতু এটা স্বর্গীয়।
বন্ধু বিশ্বাস আর বিজ্ঞান দুইটাকে একসাথে মিশিয়ে ফেললে কেমন হয়।
Zamzam water is filtered through a series of sand filters and cartridge filters, and then sterilized by ultraviolet (UV) irradiation at these treatment plants before distribution to consumers. Al-Haram Authority is advised to take action if and when some unexpected adverse component is detected.
উপরে sterilized by ultraviolet কেন করা হয় এটা বলবেন কি?
এটা সাধারন কুপের পানি। এটাতে স্বগীয় না কারন এটা স্বগ` থেকে আসেনাই এটার উতস পৃথিবি তাই এটা পাথিব্য
জমজমের ধমী`য় গুরুত্ব অনেক সেটা মানি। কিন্তু আপনি বিজ্ঞানের আলোকে লিখেছেন তো তাই একটু বিজ্ঞানের আলোকে দেখছিলাম আরকি।
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৯
muftisiraji বলেছেন: নতুন বন্ধু! আপনার মতামত থেকে আমার মতামতের মধ্যে অনেকটাই দূরত্ব রয়েছে :-X
পৃথিবীতে আজও অনেক স্বর্গীয় নিদর্শন বিদ্ধমান !
যার জ্বলন্ত প্রমাণ মক্কা-মদীনায় আছে।
বিজ্ঞান থেকে ইসলাম খালিও নহে, আর ইসলাম পুরোপুরি বিজ্ঞানে ধারণার জিঞ্জীরে আবদ্ধও নহে।
১২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
নতুন বলেছেন: বন্ধু শুধু কারুর কাছে বয়ান শুনে নিয়ে কোন কিছু অন্ধবিশ্বাসীর মতন স্বগীয় বলে দাবী করার সময় এখন আর নাই।
আপনার বিশ্বাস ছিলো যে এটা স্বগীয় কুপ...এতে পানি ফিল্টার করা হয় সেটা বলায় আমাকে অন্ধবিশ্বাসী বলেছেন। এখন দেখুন সৌদি সরকার এটার পানি ফিল্টার করে...জীবানু মুক্ত করার জন্য আল্ট্রাভায়লেট ট্রিটমেন্ট করে। -- তাই আমি এটাকে সাধারন পানিই বলেছি। স্বগীয় না।
আর একটা প্রশ্ন এর সাথে আসবে সেটা হলো.... গত কয়েক বছরে হজে প্রায় ৩-৪ হাজার মানুষ মারা গেলো ঐখানে তো অলৌকিক কিছু হলো না। এটা কেন হলো?
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
muftisiraji বলেছেন: কোন দিন কাহারু বয়ান শোনে কথা বলার মত অহেতুক কথা আমি বলিনা। কোরআন হাদীসের জ্ঞান আমাকে বিধাতা যথাযথ দিয়েছেন!
আপনি সেই কোরআন হাদীসের আলোকে Lecture যথাসম্মানে গ্রহণ করবেননা বিধায় বিজ্ঞান সম্পর্কিত আলোকপাত করছি।
রেলের পাথর তো পাথরই - কুষ্ঠি পাথর ও পাথরই বটে, কিন্তু আকাশ পাতাল ব্যবধান।
তদ্রূপ সাধারণ পানি আর জমজমের পানির বাস্তবতাও তাই!
১৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
muftisiraji বলেছেন: নতুন বন্ধু! আপনি যে মতামতের কথা বলছেন, তা মূলত বিবিসি ভিত্তিক তথ্য
এর কারণপ্রদর্শনসহ যা বলা হইয়াছে সব কিছুই বিশ্বমুসলিমদের আতঙ্ক ছড়ানোর নামান্তর।
Wikipedia আরব বিজ্ঞান ভিত্তিক তথ্য
এখানে জমজমের পানিতে খনিজ উপাদানগুলি কতটুকু পরিমানে রয়েছে তা একবার ঘুরে এসে দেখুন
১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
muftisiraji বলেছেন: আপনি যদি শেষ প্রশ্নটির বিস্তারিত তথ্য পেতে চান তবে........ কিয়ামত সম্পর্কিত ভবিষ্যৎবাণী হাদীস তালাশ করুন। কিয়ামত খুবি সন্নিকটে, এর ছোট ছোট নিদর্শনগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। ইমাম মাহদী বা দাজ্জালের জন্ম লাভের ইংগিত
বিঃদ্রঃ কোরআন হাদীসের ব্যাখ্যা জানলে ব্যাপারটি আরও খুলাখুলি হয়ে যবে
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
muftisiraji বলেছেন: আমি যে লিঙ্ক দিলাম, সেটাও দেখার সময় পেলেননা?
তাতে তো বলা আছে যে, এটা England ভিত্তিক তথ্য। যা কিছু দিন পূর্বে জমজমের পানি বিক্রির অপবাদ দিয়ে ছিল সৌদি গভর্নমেন্টের উপর
আর আমি যে ওয়েব লিঙ্ক দিয়েছি, তাতে বিব্রতভাব না নিনে দেখলে সন্দিহান মুক্ত হবেন।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: বন্ধু আপনাকে এই পোস্টে সেই সব তথ্য দিয়েছি তা কিন্তু সৌদি সরকারী সংস্থার...
আর নিচের এই বক্তব্যে কি বলা যায় যে জমজম সাধারন কুপের পানির মতনই ফিল্টারেসন/জীবানুমক্তিকরন প্রকৃিয়ার মধ্য দিয়ে যায়।
Zamzam water is filtered through a series of sand filters and cartridge filters, and then sterilized by ultraviolet (UV) irradiation at these treatment plants before distribution to consumers. Al-Haram Authority is advised to take action if and when some unexpected adverse component is detected.
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩
muftisiraji বলেছেন: আমি যে লিঙ্ক দিলাম, সেটাও দেখার সময় পেলেননা?
তাতে তো বলা আছে যে, এটা England ভিত্তিক তথ্য। যা কিছু দিন পূর্বে জমজমের পানি বিক্রির অপবাদ দিয়ে ছিল সৌদি গভর্নমেন্টের উপর
আর আমি যে ওয়েব লিঙ্ক দিয়েছি, তাতে বিব্রতভাব না নিনে দেখলে সন্দিহান মুক্ত হবেন
১৬| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯
নতুন বলেছেন: বন্ধু শুধু শুধু বলিনাই যে বয়ান শুনেই বিশ্বাস করেন আপনারা।
প্রথমে বললেন যে আপনি জানেন না যে জমজমের পানি ফিল্টার হয়<<<< এবং আমি ভুল জানি তাই বললেন...
লেখক বলেছেন: ফিল্ডার করার তথ্য কোথায় পেলেন??? এমনটি আজও কোন নির্ভরযোগ্য বিজ্ঞানী উল্লেখ করেনি।
তারপরে বুঝতে পারলেন যে জমজমেন পানি ফিল্টার হয়<<< কিন্তু দূষণমুক্ত কারন জন্য না। কিন্তু জমজমের পানি যে ব্যক্টেরিয়া বা অনুজীব থেকে মুক্ত থাকে তার জন্য কিছু করে তা জানতেন না।
লেখক বলেছেন: জনাব নতুন বন্ধু! ফিল্টার তো শুধু বালুমুক্ত করার জন্য, দূষণমুক্ত করার জন্য নয়। তাতে দূষণ হওয়ার কোন কারণ ও নেই যেহেতু এটা স্বর্গীয়।
বন্ধু sand filters অথ` টা একটু ''অসুবিধা হলে Google Translation. software ব্যবহার করতে পারেন।''
এটা পানিথেকে বালুমুক্ত করার জন্য না... বিভিন্ন দানার বালু ব্যবহার করে পানি থেকে ময়লা/অন্যকিছুকে মুক্ত করার জন্য ফিল্টার কেই sand filters বলে।
কিন্তু সৌদি জমজমের রক্ষনাবেক্ষন সংস্থাই বলেছে যে তারা sand filters ব্যবহার করে। তারা ultraviolet (UV) irradiation পদ্বত্বী ব্যবহার করে যাতে পানি জীবানু মুক্ত হয়।
চোখ খুলে দেখুন শুধুই বয়ান শুনে বিশ্বাস করবেন না। আর বিশ্বাস করলে তার জন্য উল্টাপাল্টা প্রমান খুজলে পাবেন না।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
muftisiraji বলেছেন: [sd]আপনার দেওয়া লিঙ্ক ওয়েব অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করেছি[/sd]
দেখার কোন ত্রুটি নেই। যাচাই বাচায়ের পরেই এরকম আরবী ওয়েবের সন্ধান দিলাম আপনাকে।
[sd]পরিশেষ যে প্রশ্ন উত্থাপিত করেছেন! তার কারণ আপনিই থুজে বুঝে নিলে ভালো। কোন সহযোগিতার প্রয়োজন হলে আমি তো আছিই[/sd]
১৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি যে লিঙ্ক দিলাম, সেটাও দেখার সময় পেলেননা?
তাতে তো বলা আছে যে, এটা England ভিত্তিক তথ্য। যা কিছু দিন পূর্বে জমজমের পানি বিক্রির অপবাদ দিয়ে ছিল সৌদি গভর্নমেন্টের উপর
আর আমি যে ওয়েব লিঙ্ক দিয়েছি, তাতে বিব্রতভাব না নিনে দেখলে সন্দিহান মুক্ত হবেন
উপরের http://www.sgs.org.sa/ সৌদি আরবের জিওলজিক্যাল সংস্থার সাইট এবং তাদের তথ্য। এটা সৌদি সরকার বলছে তাদের আর আপনি ইংল্যান্ডের তথ্য???
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
muftisiraji বলেছেন: ইয়েস নতুন বন্ধু! আপনি ইতিপূর্বেই এই লিঙ্ক দিয়েছিলেন বটে http://WWW.sgs.sa/
তাতে শুধু রাষ্ট্রিয় তথ্যভাণ্ডার মজুদ আছে। জমজম কোথাই? এর হদস পাওয়া যায়নি। যদি থাকে তাহলে পেইজ ওয়েব লিঙ্ক দিন
একটু পর ঘুমি পরবো।
১৮| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
নতুন বলেছেন: লেখক বলেছেন:আপনার দেওয়া লিঙ্ক ওয়েব অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করেছি
দেখার কোন ত্রুটি নেই। যাচাই বাচায়ের পরেই এরকম আরবী ওয়েবের সন্ধান দিলাম আপনাকে।
পরিশেষ যে প্রশ্ন উত্থাপিত করেছেন! তার কারণ আপনিই থুজে বুঝে নিলে ভালো। কোন সহযোগিতার প্রয়োজন হলে আমি তো আছিই
আপনি আপনার উপরের কমেন্ট বুঝতে পারিনাই।
আমি দিলাম সৌদি সরকারের সংস্থা যারা জমজম দেখাশুনা করে তাদের তথ্য।
আপনি দিলেন World body of scientific miracles in the Quran and Sunnah একটা সংস্থা।
আপনি কেন সৌদি সরকারী জিওলজির সংস্থার কথাকে ইংল্যান্ডের কথা বলছেন?
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
muftisiraji বলেছেন: আমি যে লিঙ্ক ওয়েব দিলাম, তাতো গ্রহণযোগ্য সৌদি বিজ্ঞানাগার থেকে।
আর আপনি যে তথ্যের কথা বলেছেন সেটা তো বিবিসি Click This Link দেওয় তথ্য।
Wikipedia -এর যে তথ্য দিয়েছি তাতো কোরআন সুন্নাহ সমন্বয়ে নয়। ওয়েব তো এই https://en.m.wikipedia.org/wiki/Zamzam_Well
খুলা চোখে দেখুন।
১৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫
নতুন বলেছেন: Click This Link এই লিংক আমার ৯ নং কমেন্টেই ছিলো।
২০| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০২
নতুন বলেছেন: বন্ধু আমি বিবিসির সাইটের তথ্য দেইনাই।
আপনি কি একটু দেখাতে পারবেন যে বিবিসির সাইটে কোথায় আমার তথ্য আছে?? স্কিনসট দিন প্লিজ।
আমি সৌদি Saudi_Geological_Survey ডিপাটমেন্টের তথ্য দিলাম<< তাদের সাইটের লিংক দিলাম<< আর আপনি বলছেন যে সেটা বিবিসির ??? আজব..
২১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
নতুন বলেছেন: আবার দিতেছি ....
http://www.sgs.org.sa/english/earth/pages/zamzam.aspx এটা হইলো সৌদি সরকারের Geologica গবেষনার সংস্হা । এরা জমজম কুপের দেখাশুনার দায়িত্বে আছে । উপরের সাইটেই বলা আছে এবং ছবি দেওয়া আছে যে তারা কিভাবে জমজম কুপের পানির দেখাশুনা করে।
উপরের সাইট:- Water Quality Monitoring
One of the mains tasks of ZSRC is to monitor the hydrochemical and microbial characteristics of Zamzam. ZSRC has been monitoring Zamzam water quality for years. Every week water samples are collected from the Zamzam well and the various outlets including thermoses and water taps in Al-Haram, and Sabeel Kudai and Khazzan outlets. Samples are analyzed for chemical and microbial components. Zamzam water is filtered through a series of sand filters and cartridge filters, and then sterilized by ultraviolet (UV) irradiation at these treatment plants before distribution to consumers. Al-Haram Authority is advised to take action if and when some unexpected adverse component is detected.
এটা কিভাবে বিবিসির তথ্য হইলো একটু বুঝাইয়া বলবেন কি? আমি তো এই তথ্য Click This Link বিবিসির সাইটে পাইতেছিনা। আপনি যদি একটু খুজে দিন বড়ই উপকার হইতো।
২২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন: আমার দুইমাসের ছোট ভাই আর তার স্যাঙাতরা মাল্টি নিয়া যে পরিমান কানতাছে তাতে বোধকরি ঢাকায় আরেকটা বন্যা হবে ! বাইদা ওয়ে কিছু মাল্টি আর মেইন নিক দেখবেন যারা পৃথিবীর তাবত বিষয়ে জ্ঞ্যান ধারন করে , আদতে তাদের ব্রেনের সাইজ চরুই পাখির ডিমের চাইতেও ছোট এইটা তারা জানে না ! ! ! ! !
আমার লেখায় মন্তব্য চাহিদা অনুযায়ী যুক্তিমুলক উপকরন সহ রিপ্লাই পাইয়াও তারা কাইন্দা যাইতাছে ! তাগোর কান্দন আর থামতাছে না !
তথ্যমুলক লেখায় প্লাস দিলাম +++++++++++
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪০
muftisiraji বলেছেন: ধন্যবাদ! বুঝিয়ে বলার জন্যে
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
চুরি যাওয়া আগুন... বলেছেন: দুইটি স্ফটিক গঠিক হয় একটি অপরটির উপরে, কিন্তু এগুলি একটি অনন্য আকার গ্রহন করে। যখন তিনি তার মুসলিম সহকর্মীকে জিজ্ঞাসা করেন কেন দুটো স্ফটিক হলো তিনি তাকে বলেন যে যেহেতু জমজম দুইটি শব্দ দ্বারা গঠিত, “জম এবং জম”
চ্রম বিনুদন।
গান্জার মনে কয় জাপানে কইমা গেছে আইজকাল।