নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

ব্রাহ্মণবাড়ীয়া তিতাসের অর্জিত গৌরব !!!

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

বি.বাড়ীয়া ও কুমিল্লা জেলার বুক ছিড়ে বহমান অপরূপ "তিতাস নদী"।



মেঘনা নদীর শান্ত মেয়ে "তিতাস", যার রূপধারা বর্ণনায় কবি ও সাহিত্যিকদের কলমে লিপিধারা অপরিমেয়।

উল্লেখযোগ্য: কবি ""আল-মাহমুদ""-এর ছড়া,রচনা ও কাব্য।
আর তাকে নিয়ে অনেক গ্রন্থপ্রণয়ন হয় ♦ তিতাস একটি নদীর নাম ♦



অন্যান্য নদীর তুলনায় বিষণ শান্ত থাকায় তিতাস নদীর তীরে জমেউঠে পর্যটকদের মিলনমেলা।
তার দৃশ্যে মুগ্ধ হয়ে, ক্যামেরা বন্ধি করা হয় তিতাসের জলাটে ছবি।



ইঞ্জিন চালিত নৌকার ইতিপূর্বে , তাতে সাড়িবদ্ধ থাকতো ঝাঁকে ঝাঁকে নানা রঙ্গের বাহারী পালতোলা নৌকা।

আজ'কাল যদিও তিতাস নদীটি অবহেলিত! তার পরেও তার পানির স্বচ্ছতা, পরিচ্ছন্নতা একেবারে নির্মল।



আকাবাকা নদীটি এপার ওপারে গড়েউঠা পৃথক পৃথক কুঁড়েঘর বাড়ীগুলিও নজর কেড়ে নেয়।

এই তিতাসের পশ্চিম পাড়ে ব্রাহ্মণবাড়ীয়া কান্দি পাড়া গড়েতোলা হয়েছে শতবর্ষের পুরোনো সেই
জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়ীয়া



উল্লেখযোগ্য মনীষীগণ : কাজী মাহমুদ শাহ, আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম (রহঃ)

মুফতী সিরাজী. সাবেক ছাত্র ইউনুছিয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

কথাকাহন বলেছেন: সুন্দর লেখা সাথে অপূর্ব ছবি। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫০

muftisiraji বলেছেন: ভালো থাকুন

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬

গেম চেঞ্জার বলেছেন: ভাল পোস্ট। আরো ছবি দিতে পারতেন।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৭

muftisiraji বলেছেন: ধন্যবাদ! আমি তো শঙ্কিত! এই ছবি সেই ছবি, আর সেলফি বন্ধি করতে করতে শেষপর্যন্ত সাংবাদিক বনে যাইবো নাতো? :-D

একটা ক্যামেরা এবং প্রচুর সময়ের দরকার। এই দুটিতে আমি বঞ্চিত. ।
আপনাকে আমাদের ব্রাক্ষণবাড়ীয়া নিমন্ত্রন :-/

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাশাল্লাহ! খুব সুন্দর ছবিগুলো। আরো ছবি দিতেন। এত অল্প ছবি দিলে তো পাঠক হিসেবে আমাদের মন ভরে না।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৩

muftisiraji বলেছেন: বস্!!! ছবি আরো এড করলেও কী আর নির্বাচিত হবে এটা o_O ।

মন তখনি ভরবে যখন ব্রাক্ষণবাড়ীয়ার বিখ্যাত মিষ্টি খাবেন, সাথে পেট ও :-)

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
খুব সুন্দর ছবি তুলেছেন। ভালোলাগা রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৬

muftisiraji বলেছেন: ধন্যবাদ!! আপনাদের মূল্যায়নে আমি প্রফুল্লিত।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ব্রাম্মনবাড়িয়া বানান ঠিক হয় নি ওটা ক+খ হয়েছে! ছবি সুন্দর ।

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

muftisiraji বলেছেন: যাই হোক! অনেক হাসলাম, ধন্যবাদ ঢাকার বন্ধুকে!!!! আপনি এই ব্যাপারটি সম্পর্কে অনেকটাই কচিদের মত।

আমি ক+খ সংযুক্ত করিনি , (ক) (্) (ষ) দিয়েছি। বানান শুদ্ধতা এর জ্বলন্ত প্রমাণ [https://bn.m.wikipedia.org/wiki/বাংলাদেশের_উপজেলা_সমূহের_তালিকা] দেখে নিয়েন

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

ঢাকাবাসী বলেছেন: তর্ক করার ইচ্ছে নেই, জেনে রাখুন আপনার বানানটিতে 'খিয়' (KKH) 'ক্ষ' এসেছে আর ঐ জেলার নাম Brahmanbaria
অর্থাৎ ম+্+ম। ক+ ্ + ষ দিলে খিয় (ক্ষ) হয়। যাক এসম্পর্কে আর আলোচনা করছিনা। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:২৩

muftisiraji বলেছেন: শুদ্ধ যদি জানেন, তাহলে বলুন

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

অনিক্স বলেছেন: এত চমৎকার নদীর যত্ন নেন না আপনারা, যত বার দেখতে যাই দেখে মন খারাপ লাগে।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

muftisiraji বলেছেন: আপনার অনভিমতেরর জন্য ধন্যবাদ :

আসলে প্রজেক্ট খুব বড়, এটা কোন সাধারণ খাল নয় যে, আবেগের তাড়নায় কোদাল দিয়ে গোটা কয়েকজন মিলে কুড়ে ফেলবো।
সরকারী উদ্বেগ যদি না নেওয়া হয় তাহলে মহা মশকিল।

ব্যাপারটি বহুবার জোট সরকারের আমল থেকে নিয়ে এই পর্যন্ত আবেদন করা হলেও কোন সরকার আমলে নেয়নি তাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.