নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত মানবজাতির কল্যাণকামী, সাদামাঠা মানুষকে পছন্দ করি। আপনি আস্তিক নাস্তিক যাই হোন ধর্মিয় বিষয়ে হেঁয়, কটাক্ষপাত করবেননা। একটা জাতীয়তাবাদী দেশে যে কোন ধর্ম কর্মের মানুষ থাকাটা স্বাভাবিক, এর জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজ ও রাষ্ট্রকে পেরেশান বানি

muftisiraji

muftisiraji

muftisiraji › বিস্তারিত পোস্টঃ

ছবি তোলা ইসলামের দৃষ্টিতে কি? সমাধান চাই

১১ ই মে, ২০১৬ দুপুর ২:৩১



বিষয়: মোবাইলে ছবি তোলা ও ফেসবুক ইত্যাদিতে তা আপলোড করা প্রসঙ্গে
****************************
প্রশ্ন:
মুহতারাম, বর্তমান আমাদের মাঝে একটি কাজ খুব বেশী হচ্ছে যা আমাদের ক্ষতির কারণ বলে মনে হচ্ছে তা হলো যেখানে সেখানে যতখুশি মোবাইলে ছবি তোলা হচ্ছে। আরও মারাত্মক হচ্ছে এই ছবি ফেসবুকে আপলোড দেয়া হচ্ছে মানুষ এসবকে লাইক, কমেন্ট ও শেয়ার করে যাচ্ছে। তাছাড়া ওয়াটসআ্যপ, ইমু, ভাইবারে ইচ্ছেমত পিকচার দেয়া-নেয়া হচ্ছে যা অনেক রকম গুনাহের পরিবেশ খুলে দিচ্ছে। প্রথমত জানার বিষয় হলো জরুরত ছাড়া এভাবে ছবি তোলা কি জায়েয হয়ে গেলো? কোন দলীলের ভিত্তিতে হলো? কোন কোন আলেম জায়েয হওয়ার ফতোয়া দিয়েছেন? সর্বসম্মতিক্রমে জায়েয না-কি, না জায়েয। দ্বিতীয় হলো, ফেসবুক, ওয়াটসআ্যপ, ইমু, ভাইবার ইত্যাদিতে ছবি আপলোড ও ডাউনলোড ইত্যাদি জায়েয না-কি, না জায়েয? দলীল দিয়ে রাহনুমায়ী করবেন।

উত্তর:
ইসলামী শরীয়ায় সন্দেহাতীতভাবে প্রাণীর ছবি তোলা ও অঙ্কন করা হারাম, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া তা তোলার অনুমতি নেই। তবে বর্তমানে ডিজিটাল ছবি প্রিন্ট করার আগ পর্যন্ত নিষিদ্ধ ছবির অন্তর্ভূক্ত কি-না এতে কিছুটা গবেষণার অবকাশ রয়েছে। ভারতবর্ষের সিংহভাগ আলেম এধরনের ছবিকে হারাম বললেও আল্লামা রফি উসমানী সাহেব দা.বা. ও আল্লামা তাকী উসমানী সাহেব দা.বা. এর মত কিছু মুহাক্কিক ফকীহর দৃষ্টিভঙ্গিতে এগুলো নিষিদ্ধ ছবির অন্তর্ভূক্ত হবে না। কেননা ছবি হওয়ার জন্য স্থীরতা ও স্থায়ীত্বের গুন থাকা শর্ত। আর বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে, ডিজিটাল ছবির স্থীরতা ও স্থায়ীত্ব নেই। এজন্য তাদের মতে ডিজিটাল ছবি মূলত ছবিরই অন্তর্ভূক্ত নয়।
এব্যাপারে আমাদের মত হলো, বৈজ্ঞানিক গবেষণায় ডিজিটাল ছবি বাস্তব ছবির অন্তর্ভূক্ত না হলেও এতে যেহেতু ছবির রূপ পাওয়া যায় এবং এর দ্বারা ছবির উদ্দেশ্য আদায় হয়, পাশাপাশি জমহুর উলামায়ে কেরাম এটাকে এখনও অবৈধ বলে মনে করেন, বিধায় নিশ্চিত করে হারাম বলা না গেলেও ঢালাওভাবে একে জায়েয বলারও অবকাশ নেই। তবে যেখানে শরয়ী জরুরত বিদ্যমান বলে উলামাগণ মনে করেন সেখানে দ্বীন সুরক্ষার বিশেষ প্রয়োজনে ছবি ধারণ নিষেধ নয়।
বর্তমানে ফেসবুক, ওয়াটসআ্যপ, ইমু ইত্যাদিতে যেসব ছবি আপলোড দেয়া হয়, যেহেতু এগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয়,তাই ঢালাওভাবে এগুলোর অনুমোদন দেয়া যায় না। একান্ত প্রয়োজনে ব্যবহার করা শরয়ী দৃষ্টিতে আপত্তিকর নয়। দ্বীনি প্রয়োজনে বর্তমান বিশ্বের গবেষক উলামারা এটাকে হারাম ছবির অন্তর্ভূক্ত মনে করেন না তাদের ফাতাওয়া অনুযায়ী আমল করার অবকাশ রয়েছে। সর্বাবস্থায় একেবারে হালাল মনে করে প্রয়োজন অপ্রয়োজনে এসব ছবির ছড়াছড়ি শরয়ী দৃষ্টিতে গ্রহনযোগ্য নয়। অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান রেখে সে অনুযায়ী আমল করা দরকার।

الادلة الشرعية
القران الكريم: سورة الانعام:১৫১
وَلا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
الحديث الشريف:صحيح البخارى:২/৮৮৮ اسلامية ، رقم:৫৭১৭
عَنْ مُسْلِمٍ قَالَ كُنَّا مَعَ مَسْرُوقٍ فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ

فتح البارى:১১/৪৬০ دار الفكر
قَالَ النَّوَوِيّ قَالَ الْعُلَمَاء : تَصْوِير صُورَة الْحَيَوَان حَرَام شَدِيد التَّحْرِيم وَهُوَ مِنْ الْكَبَائِر لِأَنَّهُ مُتَوَعَّد عَلَيْهِ بِهَذَا الْوَعِيد الشَّدِيد ، وَسَوَاء صَنَعَهُ لِمَا يُمْتَهَن أَمْ لِغَيْرِهِ فَصُنْعه حَرَام بِكُلِّ حَال ، وَسَوَاء كَانَ فِي ثَوْب أَوْ بِسَاط أَوْ دِرْهَم أَوْ دِينَار أَوْ فَلْس أَوْ إِنَاء أَوْ حَائِط أَوْ غَيْرهَا ، فَأَمَّا تَصْوِير مَا لَيْسَ فِيهِ صُورَة حَيَوَان فَلَيْسَ بِحَرَامٍ
فتاوی محمودیۃ:১৯/৬৯
الجواب: فوٹو کھنچوا نا منع ہے اگر کوئی دینی ضرورت اس پر موقوف ہو یا ایسی دنیوی ضرورت ہو کہ ادمی مجبور ہو جائے تو معذوری ہے
دیجیٹل مناظر اور ٹیلی ویژن کےشرعی حیثیت کے بارے میں جامعۃ دارالعلوم کراچی کاموقف اورمفصل فتوی
خلا صہ یہ ہے کہ ہمارے اکابر فوٹو گرا فی کی تصویر کو بھی حقیقی تصویر قرار دیتے ہے کیونکہ تصویر حقیقت میں کسی چیز کا پائدار اور قائم نقش ہوتاہے یعنی وہ کسی چیز پر اسطرح پائدار اور قائم ہوتی ہے کہ وہاں اسے قرار اور ثبات حاصل ہوتاہے بھی پائدار ی یا قیام ایک حقیقی تصویر کی بنیادی خصوصیت اور تصویر وعدم تصویر کے درمیان حد فاصل ہے یعنی تصویر کی یھی خصوصیت حقیقی تصویر اور مجازی تصویر میں نشان امتیاز ہے کہ اگر جاندار کی شکل و صورت کسی چیز پر پائدار اور قائم ہو گئی تو حقیقی تصویر ہے اور حرام تصویر کے حکم میں ہے۔ لیکن اگر شکل و صورت وہاں قائم ر پائدار نہیں ہو ئی تو شرعی نقطہ نگاہ سے وہ حقیقی تصویر یا حرام تصویر کی
حکم میں نہیں ہے۔ کیونکہ حقیقی تصویر کی بنیادی شرط قیام و استقرار اسمیں مفقود ہے...
فوٹو گرا فی کی تصویر میں چھونکہ حقیقی تصویر کی بنیادی خصوصیت موجود ہو تی ہے اس لئے سادہ کیمرہ سے جاندار کی جو تصاویر بنائی جاتی ہے وہ حرام تصویر کے حکم میں ہے کیونکہ سادہ کیمرہ سے بنائی جانے والی تصاویر خواہ نیگٹیو میں ہوں یا کسی کاغذ وغیرہ پر بہر صورت وہ ان جاندار کی شکل و صورت میں وہاں بر قرار اور قائم ہو تی ہیں اس کے بر خلاف ڈیجیٹل کیمرےسے حاصل شدہ منظر جب تک کاغذ و غیرہ پر اسکا پرنٹ نہ لیاجائے تو اسکرین کی حدتک وہ کہیں بھی تصویر کی شکل میں منقش اور قائم نہیں ہوتی .

.. الخ والله اعلم بالصواب

★ মুফতী মিজানুর রহমান সাঈদ
প্রধান পরিচালক : শাইখ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টার ঢাকা।
* সংকলক : মুফতী সিরাজী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩

নতুন বলেছেন: বত`মান জামানায় ছবি তোলা হারাম হালাল চিন্তা করে পেছনে পড়ে থাকার কোন অথ` হয় না।

উন্নত দেশগুলি বিজ্ঞান গবেষনায় এগিয়ে যাচ্ছে... আর মুসলমানেরা ফতোয়া নিয়ে সময় নস্ট করছে..

একটা সময় আসবে উন্নত দেশের আবিস্কারের সুবিধা নিতে হবে সব মুসলমানকে....পয়সা ব্যায় করে...

দুনিয়া এগিয়ে যাবে...নতুন প্রযুক্তি আসবে...

পরিবত`নে খাপ না খাওয়াতে পারলে ডাইনোসের মতন বিলুপ্ত হতে হবে...

২| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:১০

মিস্টার কিলবিল বলেছেন: যাজাকাল্লাহ, প্রয়োজন ব্যাতীত অযথা ছবি তোলা মুমিনের শানের খেলাফ। আমাদের বিরত থাকা উচিত।

৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:১১

চিত্রনাট্য বলেছেন: আপনি বললেন, ছবি তোলা ও অঙ্কন করা হারাম, এর কি কোন দালীলিক প্রমাণ আছে? এ বিষয়ে আমারো জানার দরকার আছে। আর আরবীতে নিচে কি কি লিখলেন কিছুই তো বুঝলাম না।

৪| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫

বাংলার জামিনদার বলেছেন: ভাইরে, আপনের এই কাফের মেশিন কম্পিউটার ইউজ করার কি কোনো দরকার আছে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.