![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
চল আমরা পালিয়ে বিয়ে করি!!
.
এই কথাটাই যথেষ্ট ১ টি মেয়ের জিবন নষ্ট করতে।
মেয়েটি বোধহয় অনেক ভালবাসে ছেলেটিকে।
কিন্তু মেয়েটি তো এটা বোঝার চেষ্টাই করে
না যে বিয়ের আসল মানেটা কি?বিয়ে করলেই
হয়ে যায় না।তার পরের জিবন কতটা কঠিন তার
ব্যাপারে মেয়েটার কোন ধারনাই নেই।হয়তোবা
বোঝে তারপরেও কাজটা করে কারন ওই যে
ভালবাসা।
.
এই ভালবাসার তাড়নায় বিয়েটাকে ছেলেখেলা
মনে করে মেয়েটি।করে বসে পাগলামি।পালিয়ে
বিয়ে করলে বেশির থেকে বেশি কি হয় নিজের
পছন্দটা প্রাধান্য পায়।এর থেকে কিছুই বেশি
পায় না।মেয়েটি চায় নিজের ভালবাসার
মানুষটার সাথে জিবন ভাগাভাগি করতে কিন্তু
বিয়ের পর ভালবাসার মানুষটা ওর জিবনটা কি
করতে পারে।
.
একটা মেয়ে কত বছর তার বাবা-মার সাথে
থাকে?বেশির থেকে বেশি ২২ বছর।তারপরের
জিবন ওই মানুষটার সাথে কাটাতে হয় যে নাকি
তার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকবে।ওই
মানুষ যদি নিজের পছন্দের হয় তাহলে জিবন ভাল
কাটবে এটাই সবার আশা হয়ে দাড়ায়।কিন্তু ওই
মানুষ যদি তার ভাবনার একেবারে বিপরীত হয়
তাহলে সমীকরণ টা অন্য রকম দাড়ায়।
.
যারা পালিয়ে বিয়ে করে তাদের সবার একটাই
ধারনা থাকে "দূর এখন বিয়ে করে নেই পরে তো
সবার মেনে নিতেই হবে।সবাই ঠিকই মেনে নেয়
কিন্তু কেও সুখি থাকে না।মেয়ের বাবা-মা
মেনে নেয় কারন তার মেয়ে তাদের আদূরে আর
ছেলের বাবা-মা মেনে নেয় কারন তার ছেলে
কাজটা করেছে মেনে নিতেই হবে।কিন্তু
পরবর্তীতে দেখা যায় কেও কারো সাথে
মানিয়ে নিতে পারে না।ফল দাড়ায় মেয়ের উপর
টর্চার শুরু হয় বিভিন্ন ভাবে।যাতে মেয়ে নিজ
ইচ্ছায় চলে যায়।এটা আমি সবার ক্ষেত্রে বলছি
না কিন্তু হয় প্রায় সব পালিয়ে বিয়ে করা
সংসারেই হয়।
.
তারপর কি হয়?মেয়েটা নিজের বাবা-মাকে
বিষয়টা জানায় না কারন বাবা-মা কষ্ট পাবে
আর জানালেও বাবা-মা সান্তনা ছাড়া আর
কিছুই দিতে পারে না।কারন তারা চায় না
মেয়ের সংসার নষ্ট হোক।আর যদি ছেলের থেকে
ডিবোর্স নিয়ে দেয় তখনও মেয়ের জিবন নষ্ট হয়ে
যায়।মেয়েটা আর আগের মতো জিবন যাপন করতে
পারে না।আর পারলেও সমাজ দেয় না।সবার মুখে
একই কথা থাকে
.
-"ওই এমুকের মেয়েকে না ওর জামাই ডিবোর্স
দিসে।
-কেন রে?
-কে জানে?মেয়ে হয়তোবা খারাপ তাই।
ওইদিকেও মেয়ের দিকটাই খারাপ।মেয়েটার তখন
কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না।
.
একটা মেয়ে একটা ছেলেকে ২ বছরের পরিচয়েই
বিয়ে করতে পারে।কিন্তু মেয়েটার ছেলের
ব্যাপারে কোন ধারনাই জন্মে না বিয়ের পরে
তার জিবনে ওই ছেলেটা কি আগের মতোই
থাকবে নাকি বদলে যাবে।আমার মতে বিয়ের পর
কোন ছেলেই আগের মতো থাকে না বেশিরভাগ
যারা পালিয়ে বিয়ে করে।
মেয়েরা অন্ধভাবে কাওকে ভালবেসে বিয়ে করে
কিন্তু ভুলটা তখনি বুঝতে পার যখন প্রিয় মানুষটি
আগের মতো থাকে না।আপনাদের বিষয়টা বলছি
কারন পালিয়ে বিয়ে করার মতো ভুল করেন না
কারন সব ভুলেই ২ চান্স পাওয়া যায় কিন্তু এই
ভুলে ২ চান্স পাবেন না।উল্টা ২ টা জিবন নষ্ট
করবেন।
.
লেখায়-Muhammad Arju (পথহীন মুসাফির)
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭
মুহাম্মাদ আরজু বলেছেন: না ভাই প্রবন্ধ লেখার মতো এত বড় আমি হয় যাই নি।তাই ছোট একটা ব্লগ ই লিখেছি। #এহসান ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
এহসান সাবির বলেছেন: এটা প্রবন্ধ নাকি?
হ্যাপি ব্লগিং!!