নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

.......একটু হাসুন!!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

কেদে কেদে চোখটা শুধুই লাল হয় আর নিচে
একরাশ কালি জমা হয়।তাতে আপনি কি মনে
করেন আপনার মনের যে দুঃখ আছে তা দূর হয়ে
যায় বা কমে যায়?এমনটা ভাবলে আপনি ভুল
ভাবছেন।কান্না মানুষের দুঃখকে বাড়িয়ে দেয়।
কমায় শুধু হাসি।একটু হাসতে পারলে আপনার দুঃখ
কতখানি কমে তা শুধু আপনিই বুঝতে পারবেন।
.
কতদিন যাবৎ কাদছেন ১ মাস ২ মাস বা
বছরখানেক।কি পেলেন একটু বলবেন?উত্তরটা
আসবে "কান্না দিয়ে মনের দুঃখ গুলাকে প্রকাশ
করলাম"।এখন আবার আবার প্রশ্ন করি কার কাছে
প্রকাশ করলেন?উত্তরটা আসবে "বন্ধু-বান্ধব আর
বড়জোর মায়ের কাছে।সবাই কি বলল? উত্তরটা
হবে "থাক কাদিস না সব ঠিক হয়ে যাবে"।আর
তারা আপনার কান্না থামাতে কি করেছে?এখন
এই উত্তর আমি দিই "তারা আপনাকে হাসাতে
চেষ্টা করল"।আর আপনি হাসার সময় কান্নার
কথা ভুলে গেলেন।
.
আপনি যার জন্য কাঁদছেন সে তো মনে করে
আপনি তাকে ছাড়া কিছুই বোঝেন না আর এই
কারনে সে হাসছে।তার সাথে আপনার রিলেশন
শেষ তাই আপনি কাদছেন।তার সাথে কাটানো
মূহুর্ত মনে পড়ছে তাই কাদছেন।কিন্তু সে কি
করছে?সে হাসছে।কারন আপনি কাঁদছেন তাই।আর
আপনাকে হাসানোর জন্য কয়জন মানুষ উঠেপড়ে
লেগে গেছে।কারন আপনার হাসি তাদের কাছে
অনেক দামি।
.
মাঝে মাঝে একটা মুচকি হাসিই অনেক কিছু
বদলে দিতে পারে।আপনি অনেকদিন যাবৎ
কাঁদছেন তাই বাইরে আপনার বন্ধু-বান্ধব অফুরন্ত
চেষ্টা করছে আপনাকে হাসানোর।এক পর্যায়ে
আপনি হেসে দিলেন তাদের মাঝে আনন্দের
জোয়ার বয়ে যাচ্ছে
.
-মামা ও হাসছে মামা।আমরা পারসি।
.
বলেই হাতের সাথে হাত মিলাচ্ছে।এটা দেখেও
কি আপনার হাসি পাচ্ছে না।আবার ঘরে গেলে
আপনার মা আপনার সাথে ফাইজলামি করছে।আর
আপনি হেসে দিলেন।তখন দীর্ঘশ্বাস নিয়ে বলল:
.
-হাসছিস তাইলে।যাক ভাল।
.
এটার পরেও কি আপনার হাসি পাচ্ছে না।আচ্ছা
একটু লক্ষ্য করুন আপনার ভালবাসার মানুষের
ভালবাসা কি এতই বেশি যে তার দিয়ে যাওয়া
দুঃখ আপনার বন্ধু আর আপনার মার স্বস্তিও তার
কাছে ছোট।
.
সবাই বলে কান্না চোখের মহৎ।হ্যা এটা আমিও
মানি।কিন্তু আপনি কি এটা জানেন না হাসি
মুখের মহৎ।আপনি গুছিয়ে কাদতে ভালবাসেন।
বাথরুমের কলটা ছেড়ে অথবা অন্ধকার রুমে।কিন্তু
হাসতে কি কিছু গোছানো লাগে না।যেদিকে
ইচ্ছা হাসতে পারেন।কিন্তু আপনি যেদিকে
ইচ্ছা কাদতে পারেন না।কারন আপনার ভিতর ভয়
জাগে "লোকে দেখলে কি মনে করবে"।
কিন্তু হাসার সময় এই কথাটা একটুও মনে পড়ে না।
কারন কাদতে বিষয়ের প্রয়োজন হয় কিন্তু হাসতে
প্রয়োজন হয় না।
.
মা বা বন্ধু-বান্ধব মারা গেলে মানুষ বেশির
থেকে বেশি ৪০ দিন কাদে।আর ভালবাসার মানুষ
ছেড়ে চলে গেলে মরে যেতে ইচ্ছে করে আর কেও
কেও সারাজীবনও কাদে।কিন্তু কেন?কারো
কাছে এর উত্তর পাবেন না।কারন তারা জানেই
না কেন ওই মানুষটির জন্য কাদছে।
.
জন্মের পর থেকে আপনার আপনজনেরা আপনাকে
হাসতেই শিখিয়েছে কখনও কাদতে দেয় নি।
কিন্তু ওই মানুষটা আপনাকে কাদিয়ে হাসছে।
কারন আপনি তার প্রতি দুর্বল।তাই সে হাসে
আপনি শুধুই কাদেন।কিন্তু কেন কাদেন?যে
যাওয়ার সে তো গেছেই আর কি আপনার কাছে
ফেরৎ আসবে।আসলেও ধরে নিবেন সেও আপনার
মতোই অন্য কারো কাছে ধরাশায়ী হয়েছে।তাই
আবার আপনাকে ব্যবহার করতে এসেছে।তার
সামনে আপনার একটা মুচকি হাসিই যথেষ্ট
সবকিছু ক্লিয়ার করতে।আর এটা আপনি পারবেন।
কারন হাসি সবসময় মুখেই থাকে কিন্তু তাকে
প্রকাশ করার ভজ্ঞিমা তৈরি করতে হয়।
.
তাই বলছিলাম একটু হাসুন।তাদের জন্য হাসুন
যারা আপনার একটা হাসির জন্য নিজের হাসি
বিলিন করে।তাদের জন্য যারা আপনার হাসিতে
স্বস্তি খুজে পায়।কাদতে সবাই পারে কিন্তু
হাসতে কজন পারে।এটা জেনে রাখুন কান্নাকে
পিছে ফেলে যে হাসতে পারে সে পরিপূর্ন।তাই
হাসতে থাকুন আর নিজের জিবনের বাগানের
ফুলগুলার হাসির প্রতিদান দিন।কারন তারা
আছে বলেই আপনি আছেন।
.
লেখায়- Muhammad Arju (পথহীন মুসাফির)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

রাবেয়া রাহীম বলেছেন: এত ভাল লেখা কম পড়েছি । ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.