![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
কি সুন্দরভাবে একটা মেয়ে একটা ছেলেকে বলে
দিতে পারে "আমরা তো জাস্ট ভাল বন্ধু।তখন
ছেলেটার কি অবস্থা হয় তা ও নিজে আর
আল্লাহ ছাড়া কেও জানে না।আসমান তো আর
ওর মাথায় ভেজ্ঞে পরে না তারপরেও কলিজাটা
একটা কেমন জানি চিপ মারে।আর ওই চিপের
কারনে চোখ দিয়ে ছলছল করে পানি বেরিয়ে
আসতে থাকে।
.
মেয়েটাকে কতবার যে বুঝানোর চেষ্টা করে ও
তাকে ভালবাসে তারপরেও অবহেলার নৌকায়
ছেলেটিকে ভাসিয়ে দেয়।সর্বশেষের যে কলটায়
বলা হয় "আমি তো তোমাকে নিয়ে কখনও
ভালবাসি নি।তুমিই তো আমার কাছে
এসেছিলে।আশা করি তোমার লাইফে আমার
থেকেও ভাল একটা মেয়ে আসুক।কলটা শেষ হওয়ার
আগ পর্যন্ত ছেলেটা নিজেকে সামলে রাখে।
তারপরে যে কি হতে চলেছে তার ব্যাপারে
মেয়েটি কোন ধারনাই রাখে না।
.
হ্যা এটা সত্য ছেলেটা ভালবাসার ভিক্ষুক ছিল।
তোমার কাছে আসত ভালবাসা চাইতে।কিন্তু
তুমি শুধু তাড়িয়ে দিতে।তারপর যখন আবার
ভালবাসা চাইতে গেল তখন বলে দিলে তুমি
অলরেডি আরেক ভিক্ষুক রে ভালবাসা ভিক্ষা
দিয়ে দিয়েছ।এখন তুমি বলছ ছেলেটাকে যেন
অন্য কারো কাছে গিয়ে ভালবাসা চাইতে।সে
তোমার থেকে ভাল ভিক্ষা দিবে।
.
কিন্তু ছেলেটা যে তোমাকে ছাড়া আর কাওকে
নিয়ে ভাবে না তা তুমি জেনেও কেন না
জানার ভান করছ।হ্যা তুমি ওকে ভালবাস না
ঠিক আছে কিন্তু বন্ধু হওয়ার ভান কেন করছ?
ছেলেটার সামনে তুমি অন্য কারো সাথে থাকবে
এটা তো অন্যায়।তুমি ওর থেকে দূরে থাকলে
হয়তোবা তোমাকে একসময় ভুলে যেতেও পারে।
কিন্তু বন্ধু হয়ে ওর সামনেই অন্য কারো সাথে
থাকবে এটা তো হতে পারে না।তারপরেও তুমি
কর আর ছেলেটা সহ্য করে।
.
ছেলেটা কি দোয়া করে জানো?তুমি ওর সাথে
যেটা করেছ তোমার সাথে তোমার সপ্নের
রাজকুমার যাতে এই কাজ না করে।কারন তুমি
সেদিন ২ টি কারনে কাঁদবে।এক তোমার
ভালবাসার মানুষ তোমাকে ধোকা দিল আর দুই
তোমাকে ভালবাসার মানুষ তুমি হারালে।যা
ছেলেটি কখনও চায় না।
.
তোমাকে ছেলেটির এখনো মনে পড়ে কিন্তু এখন
আর মনে পড়লে তোমাকে ফোন দেয় না।যে
নাম্বারটা কল লগে প্রথম থাকত আজ ওই
নাম্বারটা খুজে পাওয়া অনেক দায়ের ব্যাপার।
কারন ছেলেটি ভয় পায় তোমার সাথে যে ২
মিনিট কথা বলবে সেই ২ মিনিটে যদি তোমার
ভালবাসার মানুষ ফোন দেয় আর বিজি পায়
তাহলে সন্দেহের বশে তোমার সাথে না জানি
কি হয়?
.
জানো ছেলেটি এখন একটা কথা থেকে
অনুপ্রেরণা নেয় "আমি তোমাকে ছাড়া জন্মগ্রহন
করেছি,তাই আমি ভাবতে পারি আমি তোমাকে
ছাড়া বাঁচতে পারব।আচ্ছা একটা কথা ভেবে দেখ
তোমার আসার আগ পর্যন্ত তো ছেলেটা বেচে
ছিল।তারপর কেন তুমি হঠাৎ এলে আবার মায়া
লাগিয়ে চলে গেলে।একটা মানুষ যখন মারা যায়
তখন মানুষ কাদে কারন সে আর ফিরে আসবে না।
আর তার চেয়েও বেশি কাদতে ইচ্ছা করে তখন
যখন মানুষ তাকে মায়া লাগিয়ে তার সামনেই
অন্য কারো সাথে জিবন অতিবাহিত করে।
.
না,না তোমার দোষ দিচ্ছি না।তারপরেও তুমি
কি কখনও ছেলেটির চোখে তোমার জন্য
ভালবাসা দেখ নি?তোমার কি মনে হয়েছে
ছেলেটি তোমার জন্য পারফেক্ট না।তাহলে
শুনে রেখ ওই ছেলের থেকে পারফেক্ট ছেলে তুমি
আর পাবে না।হতে পারে তোমার ভালবাসার
মানুষটি সুন্দর বা বিত্তশালী কিন্তু ওই
ছেলেটির ভালবাসার সামনে তোমার
ভালবাসার মানুষ কিছুই না।কারন ভালবাসা
দিয়ে ছোট বড় হিসেব করা হয়।ধন বা রূপ দিয়ে
নয়।
.
তুমি এসেছিলে বসন্তের মতো,কিছুক্ষন রইলে
তারপর আবার হারিয়ে যাবে ছেলেটি কখনও
ভাবে নি।এখন হয়তোবা তোমাকে ছেলেটির
প্রয়োজন হবে না কারন তোমাকে ছাড়া
ছেলেটি সুন্দরভাবে বাচতে শিখেছে।হ্যা
তোমাকে ওর মনে পরে কিন্তু তোমাকে
ভালবাসে বলেই তোমার থেকে দূরে সরে রয়েছে।
.
[বিঃদ্রঃ কথাগুলা মানুষের দৈনন্দিন জিবন
থেকে নেওয়া।কাওকে ছোট-বড় করার জন্য
লিখিনি।আর ভুল হলে ক্ষমা করবেন।]
.
লেখায়-Muhammad Arju (পথহীন মুসাফির)
©somewhere in net ltd.