![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
২ টা লাইন বলি:
.
"তোরা তো আর করিসনে নিজ জাতির বড়াই
মানবতার দোহাইয়ে শুরু করিস অন্য জাতির
লড়াই"
.
লাইন ২ টির মর্মার্থ বুঝলে হয়তোবা আপনারা
আমাকে পাগল বলবেন কিন্তু এটাই সত্য যে
আপনারা মানবতার নাম বিক্রি করে দেখাচ্ছেন
আপনারা কত মহান।
বলছি এখনাকার সবচেয়ে তাজা খবর ফ্রান্সের
কথা যেখানে ১৬২+ মানুষ মারা যাওয়াতে
আপনাদের মানবতা জেগে উঠেছে।আর যার
কারনে প্রায় সবার প্রোফাইল পিকচার ফ্রান্সের
পতাকা দেয়া হয়েছে।একটা জরিপ দেখলাম
যেখানে দেয়া ফেসবুক ইউসকারি প্রায় ৬৫%
লোক তাদের প্রোফাইল পিক ফ্রান্সের পতাকা
দিয়েছে।
.
আমি জিজ্ঞাস করছি কেন এমন করা?কি বুঝাতে
চাইছেন?এটা যে আপনি ফ্রান্সে মারা যাওয়া
লোকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবতার ধর্ম
পালন করছেন।তাহলে আপনাকেই জিজ্ঞাস
করছি ফিলিস্তিনে ২২০০+ মানুষ মারা গেছিল
যার ১৩০০ ই ছিল শিশু।তখন আপনার মানবতা
কোথায় ছিল?ঘুমিয়ে ছিল নাকি দেখে না
দেখার ভান করে উড়িয়ে দিয়েছিলেন।
.
না তখন আপনার মানবতা থাকতেই পারে না
কারন ওটা ছিল ফিলিস্তিন আর এটা ফ্রান্স।
তফাৎ অনেক তাইনা।আপনারা ১৩২+ জন মানুষকে
বানিয়েছেন ১৩২০০ জন।যেমন ভাব করছেন তাতে
এমনটাই বুঝা যায়।আজ ফ্রান্সের মানুষদের জন্য
আপনি বালতি ভরে ভরে কাদছেন।কিন্তু
ফিলিস্তিনের ওই মানুষগুলার জন্য আপনার
চোখে পানি তো দূরের কথা মনে সমবেদনাও মনে
হয় জাগেনি।
.
একজন মানুষকে জিজ্ঞাস করেছিলাম কেন এই
পতাকা দেয়া আপনার ধর্মের লোকরা মারা গেল
তখন তো কিছু করলেন না?উত্তরে বলেছিল : ভাই
মানবতা বলতে কিছু একটা আছে।আমি আর তাকে
কিছুই বলি নি।কারন এখন মানবতার পতাকা
উড়ছে তাও মিছেমিছি।
.
ফিলিস্তিনে এত মানুষ মারা গেল জাতিসংঘ
চুপ বিশ্ব মিডিয়া চুপ আপনাদের মতো হীন
বিবেকের মানুষ চুপ।কিন্তু আজ আপনাদের
মানবতা জেগে উঠেছে যার কারনে শ্রদ্ধা
জানাতে প্রোফাইল পিক ফ্রান্সের পতাকা
ব্যবহার।আর কত করবেন?মানবতার দোহাই দিয়ে
আর কত নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করবেন।
মানবতা যদি দেখাতে হয় তাহলে সবার ক্ষেত্র
সমান করুন কারো ক্ষেত্রে করবেন কারো
ক্ষেত্রে করবেন না এটা মানবতা না এটা হলো
লোক দেখানো।
.
ফিলিস্তিনে হামলার পর হাতেগনা কয়েজন
মানুষ লিখেছিল #saveGaza #savePalestine কিন্তু
আজ যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন ৩
রঙের একটা রংধনু।ছেয়ে রয়েছে মানবতার
মুখোশধারি মানুষদের উপর।হাসি পায় বারাক
ওবামার কথা শুনে।তিনি বললেন:it's not only
attack in paris it's attack in huminity
এটা নাকি পুরো মানব জাতির উপর হামলা
হয়েছে।তাহলে ফিলিস্তিন,সিরিয়ার উপর যে
হামলা হচ্ছে তা কি জাতির উপর পড়ে না।
.
আজ বড়ই আফসোস লাগছে লালন শাহের উপর।
তিনি বলেছিলেন ধর্ম নাকি মানুষকে যুদ্ধ
করায়।তাই তিনি তার ধর্ম গোপন রেখে
মানবতার ধর্ম স্থাপন করতে চেয়েছিলেন।কিন্তু
আজ তার মানবতার ধর্ম ফেল করে বসেছে।
আপনাদের মতো মানুষরা মানবতার দোহাই
দিয়ে যা করছে তা মানবতার কোন অধ্যায়ে পড়ে
তা ঠিক আমার জানা নেই।
.
তাই আপনাদের বলছি এইসব ভন্ডামি রেখে আসল
মানবতার জন্য কাজ করুন।মানবতা যদি দেখাতে
হয় তাহলে সবার ক্ষেত্রে সমান দৃষ্টি রাখুন।তা
না হলে ওইটা মানবতা হবে না,হবে নৃশংসতা।
.
[বিঃদ্রঃ এই পোস্টটা শুধুমাত্র যারা মানবতার
মুখোশধারি আর বর্তমানে যারা মানবতার
দোহাই দিয়ে ফ্রান্সের পতাকা লাগিয়ে
রেখেছে তাদের জন্য।অযথা গালি গালাজ থেকে
বিরত থাকুন।আর ভুল হলে ক্ষমা করবেন।]
.
লেখায়- Muhammad Arju (পথহীন মুসাফির)
©somewhere in net ltd.