নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

মেয়ে জাতির জয় হোক!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

একটু আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা মেয়ে তার জিবনের প্রথম পিরিয়ডের ঘটনা তুলে ধরেছে।সেখানে তার বক্তব্য হলো সে অনেক বছর ও পিরিয়ডের যন্ত্রনা সইতে রাজি।কারন তার বাচ্চা যেন সুস্থ হয়।এটা মানলাম।কিন্তু পরবর্তিতে সে লিখেছে এটা নিয়ে যে দাড়ি টুপি ওয়ালা কথা বলবে সে তার গলা টিপতেও রাজি।
.
আর এতে আবাল কতগুলা লোক লিখল: দাড়ি টুপিওয়ালারা বেশি পাকনামি করে।আপু লিখল: ওরা দান্দাল,কার দোহাই দিয়ে এইসব ধান্দাবাজি করছে কে জানে।তারপর আপুর প্রোফাইল দেখলাম দেখি লিখা: আমি উন্মাদ, আমি উন্মাদ!আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!
.
তাহলে বলুন এই আপির ধারা আর কি আশা করতে পারি।তিনি দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে বললেন তখন মনে করলাম যাক অসুবিধা নাই।কিন্তু তার প্রোফাইল দেখে বুঝলাম সে মুক্তমনা মানব।সে ধর্মের বাধনে থাকতে চায় না।মুক্ত চিন্তা সবার আছে কিন্তু তাদের সব টপিক কেন দাড়ি টুপিওয়ালা আর ইসলামের দিকে যায়।যেখানে একজন দাড়ি টুপি ছাড়া মানুষ একটা কথা বললে মেনে নিতে পারে কিন্তু একজন দাড়ি টুপিওয়ালারটা না।
.
বলতে বড়ই আফসোস লাগে এইসব মানুষদের কিছু বললেই আপনার আমার মতো মানুষ রাস্তায় নেমে পড়ে আন্দোলনের জন্য।আসলে এখানে কারো দোষ নেই কারন মেয়ে মানুষ বলে কথা,এখন সে পিরিয়ডের কাহিনি লেখুক আর তার প্রথম যৌন অভিজ্ঞতা নিয়ে আপনারা মজা মেরে পড়বেন কিন্তু যদি ওইখানে যদি একটা ছেলে তার প্রথম সপ্নদোষের কথা লিখত তাহলে ছেলেটার মা-বোন আর আস্ত থাকত না।
.
তাই বলছিলাম মেয়ে জাতির জয় হোক।তারা যাই করবে রাইট আর সে যায়গায় কোন ছেলে ওই জিনিসটা করলে তার উপর হাজারো গালির বর্ষন।
.
(অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য আমি ক্ষমা প্রার্থী)

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

যোগী বলেছেন:
দাড়ি টুপিওয়ালাকে নিয়ে বললে অসুবিধা কী?
সেতো সব দাড়ি টুপিওয়ালার গলা টিপে দিতে চায়নি। সে শুধু টিপে দিতে চেয়েছে তাদের যারা এটা নিয়ে কথা বলবে।
কিছু দাড়ি টুপিওয়ালা কী মাদ্রাসার ছাত্রদের ধর্ষন করে না?

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: শালীনতা সব জায়গায় বজায় রাখা উচিত ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিকেন্দ্রিকরণ ও পক্ষপাতকণ আমাদের সহজাত প্রবৃতি আমরা এমন ই জাতি হিসেবে আমরা এখনও আবাল ই রয়ে গেলাম।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আমি মুক্তবাতাস বলেছেন: যে প্রথম পিরিয়ডের কথা বলতে দ্বিধা করে না, সে প্রথম সেক্স এর কথাও বলতে দ্বিধা করবে না ভবিষ্যতে এটাও কনফার্ম । চুলকানোর মতো স্কোপ করে দিলে শুধু দাড়ি-টুপিরাই চুলকায় না বরং সবাই চুলকায় । বর্তমান হুজুর জাতির বড় সমস্যা পড়তে হচ্ছে, সময়টাই খারাপ!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কলাবাগান১ বলেছেন: ইসলামে কেন নারী নবী নাই এই প্রশ্নের উত্তরে জাকির নায়েক বলেন: নারীদের পিছনে নামাজ পড়তে পুরুষরা বিব্রতকর পরিস্হিতে পড়তে হত তাই নারী নবী নাই.........হায়রে জ্ঞানের আধার.... মনের মধ্যে 'শয়তানি' চিন্তা থাকলে এমন কথাই প্রথম মনে পড়বে।

আপনারা হলেন এই সমস্ত লোক (নায়েক) কে জ্ঞানের আধার হিসাবে চিন্তা করতে।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

কবি এবং হিমু বলেছেন: সম্মানিত সামুর সকল মুক্তমনা ব্লগার ভাই-বোন রা,আপনাদের কেউ কি জানেন আমাদের কলাবাগান১ কি নারী না পুরুষ?নাকি তিনি মাঝামাঝি পর্যায়ে।
ইসলাম সব সময় পাক-পবিত্র থাকতে বলছে।সেটা পুরুষদের বেলায় যেমন তেমনি নারীদের বেলায় ও।ইসলামে নারী নবী বা নারী ইমাম এই কারনে আসনেনি।কারন একজন নারী তার পিরিয়ড চলার সময় কোন অবস্তায় পাক থাকতে পারে না।আর যেহেতু সে এ সময় নাপাক থাকবে তারমানে এ সময় তার পক্ষে ইসলামের কাজগুলো করা সম্ভব নয়।এখানে মনের ভেতর শয়তানি চিন্তার কিছু নাই।আর আজ যেসকল নারীরা বা মুক্তমনারা যে ইসলাম নিয়ে গলা ফাটায় এই ইসলামই তাদের সব থেকে বেশি সম্মান দান করছে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: @কবি এবং হিমু
আপনারা তো সেই গোত্রের লোক যারা মনে করেন:
ঋতুবতি নারীর সঙ্গে একপাত্রে খাওয়া যাবে কি??? গুহায় বাস করেন তাতে কাজ দিবে

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

মুহাম্মাদ আরজু বলেছেন: যোগি সাহেব আমি কি বুঝাতে চেয়েছি আপনি কি বুঝেছেন।আমি এটাই বলেছি যে যেখানে আম জনতা বা অন্য ধর্মের লোকেরা কিছু বললে মেনে নেওয়া যায় কিন্তু দাড়ি টুপিওয়ালারা বললে কেন মেনে নেওয়া যায় না কেন।সব মানুষের মতো তাদেরও তো ২ টি চোখ ২ টি হাত ১ টি নাক ২ টি কান আছে নাকি।নাকি তাদের বেশি আছে।নাই তাহলে কেন তাদের কথায় আপনারা রাগ দেখান আর ওইদিকে যদি অন্য মানুষ কিছু বলে তাদের হাসতে হাসতে গলায় জরিয়ে নেন।আপনি বললেন মাদ্রাসার ছাত্রও তো ধর্ষন করে।তাহলে আপনি কি দেখেন নি কোন হিন্দু বা খ্রিস্টানের ছেলেদের মুসলিম নারী ধর্ষন করতে।করেছে আর করবে।তাহলে দাড়ি টুপিওয়ালাদের কেন এত দোষ

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

মুহাম্মাদ আরজু বলেছেন: কলাবাগান-১ আপনি কি জানেন আপনাদের অবস্থান কোথায় ছিল আর এখন কোথায়?আপনি এক ফোটা নাপাক পানি যার কারনে আপনার বাবার উপর গোসল ফরয হয়েছিল।আর আপনি এখন এত বড় হয়েছেন যে,যেই লোকেরা আপনাদের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলে সম্মানিত করেছে তাদের উপরই আজ্ঞুল দেখান।আসলে আপনারও কোন দোষ নেই কারন সব নারী রাই তাদের সব কাজের বাধার জন্য ইসলামের উপর আজ্ঞুল দেখাচ্ছে আর আপনি কেন পিছপা হবেন।কিন্তু এটা আপনি মনে রাখবেন যারা আপনাকে নিকৃষ্ট থেকে এত মহান বানিয়েছে তাদের উপর আজ্ঞুল দেখানো টা অকৃতজ্ঞতাই বটে।আর একটা কথা বলি "বাদূর আর পেঁচা যদি সূর্যের বিরুদ্ধে হরতাল করে তাহলে কি সূর্যের উদয় হওয়া বন্ধ করতে পারবে? নিশ্চই না।আর আপনি আর আপনার মতো লোকেরা যদি ইসলামের বিরুদ্ধে বলতে থাকেন তাহলে কি ইসলামের আইন বদলে যাবে।এটাও যাবে না।তাই বলছি মাইন্ড পাল্টান দুনিয়া পাল্টে যাবে।শুধু শুধু ইসলামের দিকে আজ্ঞুল দিয়েন না।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

কলাবাগান১ বলেছেন: আমার ইসলাম নিয়ে কোন কমপ্লেইন নাই। চিন্তা হল আপনাদের মত ধর্মান্ধ দের নিয়ে যাদের কারনে আসল শিক্ষা-দীক্ষায় আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

মুহাম্মাদ আরজু বলেছেন: কোথায় ছেলেমেয়েরা পিছিয়ে আছে।লেখাপড়ায় তো নিশ্চই না।কারন আপনার বুয়েটে পড়া একটা ছাত্রকে মাদ্রাসায় পড়া ছাত্র কিভাবে টপিকিয়ে যায়।তাদের তো টপকানোর কথা না।আর যদি বলেন নারী শিক্ষার ক্ষেত্রে তাহলে বলব আপনি আফগানিস্তান ২০০৭ সালে নারীদের শিক্ষার হার বাড়ানোর জন্য স্কুল কলেজ আর কর্মসংস্থান তৈরি করেছিল আর যেখানে নারীরা বোরকা আর হিজাব পড়ে চলত।তাদের নারী শিক্ষার হার ছিল তখন ৮৫.৫৭ %।কিন্তু সেই সরকারকে মারল কে আপনাদের মতো উগ্রগ্রান্থি লোক।কারন তারা চায়নি যে বিশ্ব দেখুক ইসলাম নারীদের শিক্ষায় বাধা দেয় না।কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনি তো হলেন মুক্তমনা।তাইনা। শুনেন ইসলাম কখনও নারীদের শিক্ষায় বাধা দেয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.