নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"মানবতা"

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩


মানবতা তুই আজ বড়ই একা,সজ্ঞে নাই কেও তোর
ভন্ড লোকে তোর নামেতে দেখ,দেখায় কত
জোর।.
.
তুই তো ছিলি মহান,বড় ছিল তোর কাজ
আজ দেখি তোর নামেতে মানুষ সেজেছে ভিন্ন
সাজ।
.
তোর কাছ থেকে মানুষ খুজে পেত মুক্তির রাস্তা
মানব বাজারে বাজারে বিক্রিত তুই আজ,দাম
তোর খুব সস্তা।
.
নাই আজ মুল্য তোর,মানব জাতির কাছে
অন্ধ লোকে খুজে ফিরে তোকে অচিনপুরের
গাছে।
.
কোথায় যেন হারিয়ে গেছিস?খুজে পাওয়া বড়
দায়
মানব জাতি লজ্জিত আজ,শুধু দোষ দেয় যে তোর
হায়।
.
তোর কাছে সবাই ছিল এক,ছিলনা ভেদাভেদ
আজ কেন মানুষ করে বড় হওয়ার জেদ?
.
মানুষের কাছে বেচে আছিস,আজ তুই খুব সল্প
ভন্ড মানুষ তা দিয়েই বানায় মিথ্যে গল্প।
.
সবার কাছে তুই তো ছিলি অদম্য উদার
আজ মানুষ তোকে মানিয়ে ছাড়ে বিত্তদের
কাছে হার।
.
তোর জন্য লড়েছিলেন মহাত্তা লালন সাঁই
বলেছিলেন,"ধর্ম করায় যুদ্ধ তাই মানবতার গান
গাই"।
.
লালন আজ হেরে গেলেন বলতে কষ্ট হয়
তারপরেও বুক বাধি,একদিন হবে তোর জয়।
.
তোর নাম জপে ফিরে,যারা সর্বহারা
বোঝেনা না রে ভাই কিছুই তোকে ছাড়া।
.
কোথায় ছিলি,কোথায় আছিস,দেখনা একবার
চেয়ে
ফিরে এসে দেখনা আবার মানবতার গানটা
গেয়ে।
.
দেখবি সবাই হয়েছে এক,থাকবে না রে ব্যথা
দূর হবে ভুল-ভ্রান্তি,আর মানুষের মিথ্যে কথা।
.
আমি জানি তুই আসবি কোন এক প্রহর
এসে বদলে দিবি আমাদের মানব শহর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.